আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর পারফরমেন্স বাড়ানোর জন্য সফটওয়্যার মেইনটেন্যান্স টুলস । একদম নতুন দের জন্য পর্ব -৩

 এখন আমি যে সফটওয়্যার টি নিয়ে আলোচোনা করবো  তাঁর নাম হল CC Cleaner। Cc Cleaner মানে Crap  Cleaner. এটি পিসি থেকে সকল অপ্রয়োজনীয়  ফাইল, কুকি, অপ্রয়োজনীয় রেজিস্ট্রি কী, বিভিন্ন সফটওয়্যার দ্বারা সৃষ্ট  টেমপোরারি  ফাইল ইত্যাদি খুঁজে বের করে এবং এক ক্লিকেই সেগুলো পরিস্কার করে দেয়।Cc  Cleaner ডাউনলোড  করার জন্য এই  খানে  ক্লিক করুন।এবং ডাউনলোড করে পিসি বা ল্যাপটপ এ ইন্সটল করে ফেলুন।ইন্সটল করার পর  সফটওয়্যারটি  ওপেন  করুন।নিচের মত একটি উইন্ডো আসবে।

এইখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে পারবেন যে কি ধরনের ফাইল আপনি ক্লিন করতে চাচ্ছেন যেমন আপনি চাননা যে আপনার রানবক্স এ যা টাইপ করেন তা মুছে ফেলুন বা চান না যে আপনার ইন্টারনেট ওয়েব ব্রাউজার যেমন mozila firefox google come এর হিসট্রি  মুছে ফেলুক। এসব কিছু আপনি নির্ধারন করে দিতে পারবেন। যা নির্ধারন করতে   চান  সেগুলার উপর টিকচীর্ণ দেন এর পর Analyze বোতামে এ ক্লিক করুন নিচের মত একটি উইন্ডো আসবে।

 

এর পর Run cleaner এ ক্লিক করুন প্রথম বার Run cleaner করার সময় একটি ওয়ার্নিং Massage দেখাবে

টিকচীর্ণ দিয়ে ওকে বাটন এ ক্লিক করুন।

আপনাকে একটি অপ্রয়োজনীয় ফাইল, কুকি, অপ্রয়োজনীয় টাম্পরারি ফাইল এর একটি লিস্ট দেখাবে। এর পর ২ বার Run cleaner এ ক্লিক করুন

ক্লিনইং কমপ্লিট এর একটি Massage দিবে।

এখন আমি CC Cleaner এর আর অ্যাডভানস ফিচার সম্পর্কে ।আলোচনা করব।

Uninstall :এইখান থেকে আপনি আপনার সিস্টেম এর আপ্রয়োজনই সফটওয়্যার আনইন্সটল করতে পারেন। নিচের মত

যে সফটওয়্যার টি আনইন্সটল করতে চান সেটি সিলেক্ট করে আনইন্সটল বাটন এ ক্লিক করুন।

File Finder :আপনার পিসি তে যত ডুপ্লিকেট ফাইল আছে তা আপনি এইটির মাধ্যমে করতে পারেন।

সার্চ বাটন এ ক্লিক করুন নিচের মত একটি উইন্ডো আসবে। এইখান থেকে ডুপলিকেট ফাইল সিলেক্ট করে   ডিলিট বাটন এ ক্লিক করুন।

Drive Wiper: এই option টি দিয়ে আপনি আপনার হার্ডড্রাইভ এর পার্টিশন এর জায়গা বারাতে পারেন। এইখানে আমি হার্ডড্রাইভ এর পার্টিশন এর জায়গা বাড়াতে পারবেন মানে মনে করুন আপনার C ড্রাইভ এর জায়গা ৫০জিবি আপনি c ড্রাইভ এ কোন ফাইল রাখেননি তাঁর পরও আপনাআপনি জাইগা বেড়ে গিয়েছে।সেইক্ষেতরে আপনি Drive Wiper অপশনটি ব্যবহার করতে পারেন।যে ড্রাইভটি Wiper করতে চান সেটি সিলেক্ট করে Wiper বাটন এ ক্লিক করুন।হার্ডড্রাইভ এর সাইজ পরিমাণ সময় লাগতে পারে।

Start up: পিসি ওপেন হবার সমই Text bar এ যে আইকন গুলো ওপেন হই সেগুলো কে Start up বলে। আপনি চায়লে আপ্রয়জনীয় Start up বন্ধ করতে পারেন।

প্রথমে Tools এ গিয়ে Start up এ ক্লিক করুন।এইখান থেকে আপ্রয়জনীয় Start up টি সিলেক্ট করে Disable বাটন এ ক্লিক করুন।

Registry Cleaner: অপ্রয়োজনীয়, অকেজো ও অব্যবহৃত Registry Key গুলো মুছে ফেলতে তবে আপনি Registry Option এ গিয়ে Scan for issues এ গিয়ে ক্লিক করুন। এর পর সে স্কান করবে। স্কান সম্পন্ন হলে fix select issues তে ক্লিক করুন।একটি ওয়ার্নিং Massage দিবে। আপনি যদি আপনার Registry ফাইল গুলো ব্যাকআপ করতে চান Yes বাটন এ ক্লিক করতে পারেন আর না চাইলে No বাটন এ ক্লিক করুন। এর পর একটি বক্স আসবে fix select issues এ ক্লিক করুন।ব্যাস এইবার আপনার কাজ শেষ। অপ্রয়োজনীয়  Registry ক্লিন হইয়ে যাবে। আপনি Advance ইজার না হলে এটি করার দরকার নেই।

 

আপনি যে সব সাইটে অটো লগইন এনাবল করে রেখেছেন , CC Cleaner ক্লিনিং প্রক্রিয়া চালানোর সময় সেগুলোও মুছে না ফেলে। তাহলে Options > Cookies এ গিয়ে সেগুলো কে আলাদা করে রাখতে পারেন।

আপনার নির্বাচিত কোন ফোল্ডারের ভিতরের সব ফাইল বা বিশেষ এক্সটেনশন যুক্ত ফাইল গুলো মুছে ফেলতে, তাহলে Options > Include এ গিয়ে তা করতে পারবেন।

CC Clean এর আরও কিছু টিপস

কাজের ফাঁকে CC Cleaner কে কাজে লাগাতে চান তাহলে ইন্সটল করার সময় অথবা Options> Settings এ গিয়ে ( ইন্সটল করার সময় সিলেক্ট না করে থাকলে ) ‘Add “Run CC Cleaner” option to Recycle Bin context menu’ অপশনটি সিলেক্ট করে দিন। এবার কাজের ফাঁকে Recycle Bin এর উপর রাইট ক্লিক করে ‘Run CC Cleaner’ কমান্ড দিন। এতে CC Cleaner ব্যাকগ্রাউন্ডে এ আপনার সকল junk ফাইল ক্লিন করে দিবে।

আপনার কোন ব্রাউজার খোলা থাকা অবস্থায় CC Cleaner, ওই দ্বারা সৃষ্ট cache গুলো ক্লিন করে না। সেক্ষেত্রে এই  ব্রাউজার বন্ধ করে CC cleaner চালান।

যারা এর আগের পর্ব টি  দেখেন নি তারা এই খানে গিয়ে দেখে আসুন ।

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে।
এই টিউন টি আগে আমার ব্লগ এ প্রকাশ হয়েছে।
ফেসবুক এ আমি

Level 0

আমি রিদম দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 270 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হাই আমি রিদম , জানি না তেমন কিছু তবে যা জানি তা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করি,টেকনোলজি কে অনেক ভালোবাসি টেকনোলজি ছাড়া এক সেকেন্ড ও চলতে পারি না।বর্তমানে পড়াশোনার পাশাপাশি আর্ট ওয়েব ইউ আই ইউএক্স ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং নিয়ে কাজ করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস