সমস্যা যখন ছোট কিন্তু না জানলে বিশাল বড়! গিগা টিউন!!

অাসসালামু আলাইকুম,

একদিন সকালে ঘুম ভেঙে দেখি অামার শখের Android phone এ ইমেইল, গুগল অথবা প্লে-স্টোর এ সাইন-ইন করতে পারছি না!!!

ফোন রিসেট ফ্যাকটরি সেটিংস দিলাম কিন্তু কাজ হলো না। রাতে শুতে যাবার আগে অনেক গুলো অ্যাপলিকেশন ইন্সটল দিয়েছিলাম, সেখান থেকে সম্ভবত কোন প্রবলেম হয়ে গেছে। কাস্টমার কেয়ারে নিয়ে যেতেও মন চাইছিল না, কারণ আমার কথা হলো কোন সমস্যা হলে নিজে আগে দেখবো ব্যার্থ হলে অন্যের সাহায্য নিবো। যেই কথা সেই কাজ, আল্লাহ্ রব্বুল আলামিন দয়া করে আমাকে উত্তরাধিকার সুত্রে যে মাথাটা দিয়েছেন সেটার প্রয়োগ করতে লাগলাম। অবশেষে সমাধান বের করে ফেললাম।

প্রথমে স্মার্টফোনটি রুট করুন যদি আপনারও একই সমস্যা হয়ে থাকে। টিটিতে রুট করার পদ্ধতি পেয়ে যাবেন আশা করি।

তারপর  Root Explorer সফটওয়্যারটি ইন্সটল দিন ।

আপনারা গুগল প্লে স্টোর থেকে নামিয়ে রাখতে পারেন:

https://play.google.com/store/apps/details?id=com.speedsoftware.rootexplorer

Root Explorer টি ওপেন করুন:

উপরের ছবিতে লক্ষ করুন ETC এর নিচে Mount R/O আছে, ওটাতে ক্লিক করুন:

খেয়াল করে দেখুন উপরে Mount R/W হয়ে গেছে, এখন নিচে যান দেখবেন Hosts একটি ফাইল আছে, তা ওপেন করুন নিচের মতো Text Editor এর সাহায়্যে:

এখন নিচের মতো একটি ছবি আসবে:

এখন নিচের ছবির মতো ২য় আই.পি এর আগে একট # দিন এবং  Save and Exitকরে বের হয়ে এসে ফোন Restart দিন :

ব্যাস কাজ শেষ এখন লগইন করুন আপনার ইমেলই, উপভোগ করুন প্লে-স্টের  এবং নাকে তেল দিয়ে ঘুমান আরামছে। 😆

কোন সমস্যা হলে টিউমেন্টস করে জানাবেন কিন্তু।

আজকের মতো বিদায় আবারো দেখা হবে নতুন কোন ক্ষণে নতুন কোন টিউনে8-)

Level 0

আমি Zia Uddin Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

jani!

nice post

দরকারী এবং কাজের টিউন। চালিয়ে যান ভাই। সাথে আছি

Ato sundor kore lekhar ebong bujhia dear jonno dhonnobad

    আপনাদের কাজে লাগলে এই পোষ্ট সার্থক।

Level New

Play store theke 3.77 usd chay, kivabe download korbo?

টেনশন নেন কেরে: নিচের পোষ্ট সমাধান পাবেন-
https://www.techtunes.io/android/tune-id/292078

ধন্যবাদ

Level 0

এত কিছু করার দরকার নাই। অরিজিনাল ব্রাউজারে আগে জি-মেইল সাইন ইন করুন তারপর প্লে-স্টোরে সাইন ইন করুন। ব্যাস……………………..

    সবকিছু এতো সহজে হয়ে গেলে তো এতো কষ্ট করে টিউন করতে হতো না৷ আপনি আগে নিজে প্রাকটিস করে মন্তব্য করেছেন তো! লুল

Level 0

many many thanks boosss….

দারুন কাজের জিনিস ।

ভাই মেইল থেকে সব সময় অটো সাইন আউট হয়। এর উপায় কি?

সুন্দর ভাবে লেখার জন্য ধন্যবাদ আপনার পোস্ট থেকে ভালও কিছু জানতে পারলাম …

একটা প্রশ্ন ছিল ভাইয়া ।যদি সমাধান করতে পারতেন তবে খুব উপকৃত হতাম।
কিছুদিন আগে আমি রুট করেছিলাম।তবে রুট চেকার দিয়ে চেক করলে দেখায়

please wait for root check pro to complete.system appears to be running very slow.

Busy Box ও ইনস্টল হয় না। system/bin ফোল্ডারে su ফোল্ডার টা নাই।ফলে রুট পারমিশন থাকলেও কোন কিছু করতে পারছি না।যদি একটু সাহায্য করতেন কেউ খুব খুশি হতাম 🙁 ।

বি.দ্র: আমার মোবাইল টি walton primo s2.আমি সকল পদ্ধতিতেই রুট করেছি কিন্তু সমস্যা একই।

সবাইকে ধন্যবাদ আর মোঃ প্লাবন আর দ্বীপ সরকার আপনারে সমস্যা টিটির হেল্প জ্যাকেট এ বলুন আশা করি সমাধান পাবেন, আর আমি সময় পেলে অবশ্য আপনাদের সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।

Solve hoise .. Bangla kora silo bole oi problem hossilo