গুগল ইউআরএল ছোট করার সেবা উম্মুক্ত হলো

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

জনপ্রিয় সার্চ জয়ান্ট গুগল বেশ কিছুদিন আগেই ইউআরএল (ওয়েবসাইটের ঠিকানা) ছোট করার সেবা চালু করেছিলো এবং তা ছিলো গুগলের নিজস্ব কিছু সেবার সাথে সম্পৃক্ত, সর্বসাধারণের জন্য তা উম্মুক্ত ছিলো না। সম্প্রতি গুগল তা সবার জন্য উম্মুক্ত করে দিয়েছে। তবে গুগলের ইউজাররা লগইন করার পরে ইউআরএল ছোট করলে তা উক্ত ব্যবহারকারীর অ্যাকাউন্টে সংরক্ষিত থাকবে। ফলে পরবর্তিতে ব্যবহারকারীরা লগইন করে উক্ত ছোট করা লিংকে ক্লিক করা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারবে। এর মধ্যে রয়েছে লিংকটি কখন তৈরী করা হয়েছে, কতবার ক্লিক করা হয়েছে, কখন ক্লিক করা হয়েছে, কোন ব্রাউজার থেকে, কোন সোর্স থেকে, কোন অপারেটিং সিস্টেম থেকে এমনকি কোন দেশ থেকে তা জানা যাবে এবং চিত্রের মাধ্যমে তা দেখা যাবে। এছাড়াও এটি প্রায় ১০০ ভাগ আপটাইম, নিরাপদ এবং গতি সম্পন্ন এই সাইটটি। গুগলের ইউআরএল ছোট করার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে http://www.goo.gl।

প্রথম প্রকাশ: http://www.shamokaldarpon.com/?p=2372

Level 3

আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

+88-0155-2333272


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মেহেদি ভাইয়ের সাথে সাথে গুগলেরও জয় হোক

হুম আগে ব্যবহার করতাম ক্রোম থেকে এখন ভালো হয়েছে সবখান থেকে ব্যবহার করা যাবে। গুগলের আসলেই জয় হোক

আরও একটা ট্রিক আছে। ছোট করা ইউআরএলের শেষে .info যোগ করলে ঐ ইউআরএলের সব তথ্য পাওয়া যাবে।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

সমকাল দর্পনে পড়েছিলাম আসলে গুগলের তুলনাই হয়না,
গুগল তার নিত্য নতুন সেবা দিয়ে ইন্টারনেটকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে যাচ্ছে মনে হয় গুগল ছাড়া নেটই অচল।
ধন্যবাদ মেহেদী ভাই তথ্যটা টেকটিউন্সে শেয়ার করার জন্য।

http://goo.gl/Ezhg ক্লিক করেন আর মজা দ্যখেন।
ধন্যবাদ উপকৃত হলাম।