পেন্ড্রাইভ ফরম্যাট হচ্ছে না বা ওপেন হচ্ছে না ? নস্ট হয়ে গিয়েছে ভাবছেন? ময়লার ঝুড়িতে ফেলার আগে একবার হলেও দেখে নিন।

কম্পিউটার ব্যাবহার করেন এমন প্রায় সবাই পেন্ড্রাইভ ব্যাবহার করে থাকবেন । সহজে ডাটা আদান প্রদান করার জন্য এর বিকল্প সত্যি নেই। তবে রয়েছে বেশ কিছু ঝামেলা । শর্টকাট ভাইরাস প্রবলেম থেকে শুরু করে হ্যাকিং ম্যাল ওয়্যার সব কিছুই সামনে এসে পরে একজন নিত্যদিনের ব্যাবহারকারীর কাছে।  যাই হোক পেন্ড্রাইভ ব্যাবহারকারীরা নিশ্চই অবগত আছেন মাঝে মাঝেই পেন্ড্রাইভ ইন্সার্ট করার পরে যখন ড্রাইভ আইকোনে ক্লিক করা হয়  তখন এরর শো করে। বেশ কিছু কম এরর মেসেজ হচ্ছে “ইন্সার্ট ড্রাইভ” , “ডিস্ক ড্যামেজ”, “আন অ্যাবল টু ফরম্যাট’। বলে রাখা ভাল আমার নিজের একটি পেন্ড্রাইভে এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম পরে সার্ভিসে নেবার পরে তারা বলে এই প্রোডাক্ট এর মডেল শেষ হয়ে গিয়েছে তাই কোন সার্ভিস দেয়া সম্ভব না। তাই বেশ কিছুক্ষন নেট ঘেটে একটি চমৎকার সমাধান পেয়ে যাই। সেটাই শেয়ার করব আজ।

প্রথমে দেখে নেই পেন্ড্রাইভ কিংবা মেমোরি কার্ডে কি কি প্রবলেম হলে এই ট্রিক্সটি কাজ আসবেঃ


১. এরর মেসেজ হচ্ছে “ইন্সার্ট ড্রাইভ” , “ডিস্ক ড্যামেজ”, “আন অ্যাবল টু ফরম্যাট’।

২. হঠাত করে সাইজ কম দেখানো (পেন্ড্রাইভ ৩২ জিবি কিন্তু সো করছে ২ জিবি)।

৩. ডাটা রিড রাইট সমস্যা স্পিড কমে যাওয়া।

৪. বার বার ডিস্কানেক্ট হয়ে যাওয়া।

প্রথমে দেখে নেই পেন্ড্রাইভ কিংবা মেমোরি কার্ডে কি কি প্রবলেম হলে এই ট্রিক্সটি কাজ আসবে নাঃ


১. ডিভাইসটি যদি ড্রাইভ হিসেবে একেবারেই সো না করে (হার্ডোয়্যার প্রবলেম, সার্ভিসে দিতে হবে)

২. অন্যান্য হার্ডওয়্যার সমস্যা

সমাধানঃ 


এই সমস্যা সমাধান করার জন্য প্রথমেই আমরা একটি সফটঅয়্যার ব্যাবহার করব। এটি মূলত ফ্ল্যাস ড্রাইভটিকে ফোর্স ফ্ল্যাশ করবে।

০. পেন্ড্রাইভ / মেমোরি কার্ডকে কম্পিটারে সংযুক্ত করুন

১. ডাইরেকট ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন  [সাইজ ৭২ কিলোবাইট]

২. এবার সফট ওয়্যারটিকে রান করুন

৩.  এবার  ইন্টারফেস পাবেন লক্ষ্য করুন আপনার পেন্ড্রাইভের লেটারটি নির্বাচন করুন। ধরুন এটি E ড্রাইভ তাহলে ড্রপ ডাউন থেকে E নির্বাচন করুন।

৪. এবার স্টার্ট এ ক্লিক করুন।

কিছু সময় নিবে প্রসেসটি কমপ্লিট হতে। অপেক্ষা করুন । এবার দেখুন সমস্যা সমাধান হয়ে যাবে যদি কোন সব কিছু ঠিকঠাক করে থাকেন।

কেমন লাগল কমেন্টে জানাবেন। ভুলত্রুটি নিজ গুনে ক্ষমা করবেন। সমস্যা হলে আমাকে ফেসবুকে জানাতে পারেন । নতুন কিছু নিয়ে পরবর্তিতে হাজির হব ধন্যবাদ।

Level 0

আমি Ohok Shakil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের না। আমার কোনোই কাজে আসলোনা! ………grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    @শাহরিয়ার সামাদ: তাহলে শাহরিয়ার ভাই, আপনার ডিভাইসটির হার্ডোয়্যারে সমস্যা হয়েছে। এটা এই টিপসের অন্তর্গত হবে না। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

আমার টায় রিড রাইট কিচ্ছুই হচ্ছে না,ভিতরে অনেক ডাটা আছে বাট আমি ফরম্যাট করতে চাচ্ছি, কোনো বুদ্ধি আছে?

    @কাব্য:জ্বি, আপনি এই সফটোয়্যার দিয়ে ফরম্যাট করতে পারবেন।

আমার পেন ড্রাইভের ফাইল নষ্ট হয়ে যায়।আমি কি কোন কাজে লাগাতে পারবো?

    ফাইল নস্ট হয়ে গিয়েছে বলে কি কাজে লাগাতে চাচ্ছেন বুঝলাম না? যদি বলেন পেন্ড্রাইভের কথা তাহলে বলব ফরম্যাট দিয়ে আবার কাজ করতে পারবেন ধন্যবাদ।

আমার একটা পেন ড্রাইভ পিসি তে দিলেই ফরম্যট চায় । এখন আমি আমার দরকারি ফাইল গুল কিভাবে ফেরোত পেতে পারি ।
কোনো রিকভারি দিয়ে কাজ হয়না ।

    সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই। এই সমস্যার একটা সহজ সমাধান আছে। আপনাকে কস্ট করে আপনার পেনড্রাইভকে উইন্ডোজ ব্যাতীত(এক্সপি/সেভেন/৮) অন্য কোন অপারেটিং সিস্টেম (লিনাক্স) ইন্সটল আছে এমন পিসিতে কানেক্ট করতে হবে। তাহলেই প্রয়োজনীয় ফাইল গুলো কপি করে নিয়ে ডিভাইস্টি ফরম্যাট করে নিতে পারেন। আমার নিজেরো একবার এমন হয় আমি আমার ডেস্কটপে (উইন্ডোজে) বার বার বলছিল ফরম্যাট করতে হবে। পরে আমার ল্যাপটপে থাকা উবুন্টুতে খুব সহজেই ফাইলগুলো উদ্ধার করতে পারি। আশা করি কাজ হবে।

@Shakil vai thanks . অনেকদিন ধরে খুজছিলাম। গুগল ঘাটতে ঘাটতে , কত উপায়ে যে চেষ্টা করেছি , কত টিউটোরিয়াল ………..তারপর হাল ছেড়ে দেই । আজ আপনার সুবাদে ফেলে দেওয়া পেনড্রাইভ টা জীবন পেল 🙂