সফটওয়্যার এর লাইসেন্স নেই!! টাইম শেষ হবার ওয়ার্নিং দিচ্ছে!! তবে দেখে রাখুন কাজে লাগতে পারে।


টিউনটি আমার প্রথম টিউন তাই ভুল ত্রুটি মাফ করবেন

কিছু কিছু সফটওয়্যার আছে যা লাইসেন্স ছাড়া ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় বেধে দেয়। আর তার লাইসেন্স কিনতেও অনেক টাকার প্রয়োজন হয়। শুধু টাকা হলে সমস্যা হতো না। দরকার পড়ে ডলারের।  😥

আবার ক্র্যা ক ব্যহারের ক্ষেত্রেও ভয় থাকে। তাই এই সফটওয়্যার টি আশা করি আপনদের কাজে দেবে। এবার কাজের দিকে আশা যাক।

প্রথমে এখান থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

ডাউনলোড শেষ হলে ইন্সটল দিন।

এবার সফটওয়্যার টি ওপেন করে Browse অপশনে ক্লিক করুন।

এবার প্রোগ্রাম ফাইল থেকে যে সফটওয়্যারটির টাইম ওয়ার্নিং দিচ্ছে সেটার .EXE ফাইল টি সিলেক্ট করে Open এ ক্লিক করুন।

 

 

 

 

এবার Enter a name for create desktop icon এর ঘরে ইচ্ছা মত একটি নাম দিন এবং Create Desktop Short-Cut এ ক্লিক করে Exit  করুন।

এবার দেখুন ডেস্কটপে অই নামের আইকন তৈরি হয়েছে।  যে সফটওয়্যার এর আইকন তৈরি করলেন আগে থেকে যদি তার কোন আইকন থেকে থাকে তবে তা ডিলিট করে দেন। এখন থেকে সফটওয়্যারটি চালু করার জন্য এই আইকন ব্যবহার করুন। তাহলেই ওই সফটওয়্যারটি যত দিন খুশি ব্যবহার করতে পারবেন। তবে ট্রায়াল সফটওয়্যারের প্রোগ্রাম ফাইল বা আসল আইকন ব্যবহার করলে আগের নিয়মে নির্দিষ্ট সময়েই এর মেয়াদ শেষ হয়ে যাবে।

আপনাদের আরও বিস্তারিত জানা থাকলে কমেন্ট করুন।

ফেসবুকে আমি। 😛

Level 0

আমি তুষার সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজ করবে তো ???

যে সব সফটওয়্যার লাইসেন্স ছাড়া ট্রায়াল ভার্শন দেয় সেসবে কাজ করবে। আর সফটওয়্যার টি মাত্র ১.২৭ এমবি। তাই নামিয়ে দেখেন।

মন্তব্য করার জন্য ধন্যবাদ #রোহান

ধন্যবাদ দেখি কাজে আসে নাকি

ট্রাই করে দেখি।। যদি কাজ করে তাহলে উপকার হবে।। ধন্যবাদ বস।।

winr এ ট্রাই করলাম হোলনা !

হম্ম ট্রায় করে দেখি

ভাই Quickbooks Pro 2015 এর জন্য কি করব

ভাই এটা নিয়ে টিটিতে অনেক আগে টি উন হয়েছে।

পুরাই ফাউ সফটওয়ার…। sortcurt create করার পর ভালোভাবে কাজ করেনা ।
slow হয়ে যায়………।

kaje Dite pare.. rekhe dilam bro.. thanks..