কঠোর পরিশ্রম নয় স্মার্টলি কাজ করুন (সফলতার অজানা সকল টিপস)

হ্যালো সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? বৃষ্টির এই মুখরিত দিনে প্রযুক্তির নিত্য নতুন নাস্তা করে চলেছেন বুঝি! সেই সাথে নতুন সব টিউনারের টিউন গোগ্রাসে নিচ্ছেন আশা করি।

আমি চলে আসলাম সেই বেশ কিছু দিন পরে। এক্সামের মধ্যে আসলে টিউন করার খুব সময় করে উঠতে পারছি না। তবে আপনাদের কর্মকাণ্ড কিন্তু মিস করি না। আপনাদের সাথেই কিন্তু আছি সারাটাক্ষণ। যাইহোক রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। অনেক আগে থেকে সফলতার এই টিউনটি করবো করবো বলেও করা হয় নাই। আপনাদের কাজকে আরও বেশি সহজভাবে করার সকল টিপস থাকবে এই টিউনে। যেখানে আপনি কঠিন ভাবে নয়, স্মার্টলি সব কাজ করবেন।  😎

আসলে দিনের সাথে সাথে যেভাবে আমরা কাজমুখী হয়ে যাচ্ছি যে, কোনটা ছেড়ে কোনটা করবো সেটা হিসাব করে উঠতে পারি না। হয়তো ইম্পরট্যান্ট কোন কাজ হঠাৎ মিস হয়ে গেলো। কিন্তু যেটা দরকার সেটাই মিস করে ফেলালেন। তাহলে কি করবেন আপনি। এজন্য আপনাকে কঠিনভাবে কাজ না করে স্মার্টলি কাজ করতে হবে। আর আজকের টিউনে থাকবে স্মার্টলি কাজ করার সকল উপায়। আসুন তাহলে জীবনে সফল হতে টিউনটি চোখের নিমিষে শেষ করে ফেলি।

সফল হতে যেভাবে স্মার্টলি কাজ করবেন?

আমাদের টিউনের উদ্দেশ্য কঠিনভাবে নয় স্মার্টলি কাজ করা। অর্থাৎ সব কাজ আপনি করবেন কিন্তু একটু ভিন্নভাবে ভিন্ন সিস্টেমে।  🙄

১) আপনার সময়কে সুনির্দিষ্টভাবে ম্যানেজ করুনঃ

সময়কে নিজের দাস সবাই করতে পারে না। আর এই জগতে যারাই সফল হয়েছেন এই সময়কে নিজের মতো ব্যবহার করতে পারায় তারা আজ জগতে সফল। কিন্তু সময়কে সঠিকভভাবে ম্যানেজ করা বলা যতো সহজ করা তাঁর থেকে ঢের কঠিন কাজ। এজন্য সব থেকে কার্যকরী হিসাব নিজের সময় ঘাতককে খুঁজে বের করুন। প্রিয়োরিটি  অনুসারে কাজ করুন। আর কাজের সময় মোবাইল ফোন বা ইমেইল চেকিং বন্ধ রাখুন। যখন যেটা করবেন তাঁর বাইরে কিছু ভাববেন না।

২) কাজের প্রিয়োরিটি খুঁজে বের করুনঃ

আমি উপরেও উল্লেখ করেছি শব্দটি, কারণ এটি খুব গুরুত্বপূর্ণ। আপনি হিসাব করে দেখবেন আপনি হয়তো আজকে ৫ টা কাজ করতে চাচ্ছেন। কিন্তু সব গুলো সমান গুরুত্বপূর্ণ না। কোনটা আজকে করতেই হবে কোনটা হয়তো একটু পরে করলেও সমস্যা না। এজন্য আপনার কাজ আগে প্রিয়োরিটি খুঁজে বের করে স্টেপ বাই স্টেপ টাস্ক সাজানো। যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আগেই করে ফেলুন দেখবেন মাথা থেকে অনেক বোঝা কমে যাবে।

৩) না বলতে শিখুনঃ

একজন সব কাজ করতে পারবে এমন না। নিজের হয়তো সেই কাজে কিছু লাভ হবে তবে সেটা না করলে হয়তো অন্য দিকে আপনি বেশি সময় দিতে পারতেন। যেটার লাভ হয়তো আরও কিছু দিন পরে বেশি দিবে। সেহেতু যে কাজ আপনার না করলেও সমস্যা না বা অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে পারবেন সেসব কাজকে না বলে দিন আপনি। না বলতে সবাই পারে না। সেহেতু এটা অনুশীলন করুন আজ থেকে।

৪) সময় ঘাতক খুঁজে বের করুনঃ

কাজের মধ্যে কিছু সময় ঘাতক আছে, যা আপনার কাজকে জটিল করে দিবে। বা সেদিকে মন দিলে আপনি হয়তো গুরুত্বপূর্ণ কাজে ভুল করে বসতে পারেন। কিছু কিছু কাজ আপনার সময়কে কুঁড়েকুঁড়ে খাবে, কিন্তু আপনি হয়তো ধরতেও পারবেন না সেটা। এগুলোকে খুঁজে বের করুন। খুঁজে বের করে সেগুলোর মধ্যে যেটা আসলেই দরকার সামাজিকতা রক্ষা বা অন্য কারণে সেটার জন্য আলাদা সময় রাখুন দিনের একটা অংশে। তাহলে দেখবেন সময় ঘাতক সে কাজও আপনি করে ফেলছেন আবার নিজের গুরুত্বপূর্ণ কাজও নষ্ট হচ্ছে না।

৫) To Don’t লিস্ট তৈরি করুনঃ

অনেকে কোন কাজ করবে সেটার লিস্ট করলেও কি কাজ সে করবে না সেটার লিস্ট তৈরি করেন না। কিন্তু গবেষণায় দেখা গেছে এটা আপনার মূল্যবান সময় অনেক বাঁচাতে পারে। যেটা আপনি আজ করবেন না ঠিক করেছেন সেটা হাতের কাছে থাকলেও দরকার নাই সেদিক যাওয়ার। সেজন্য To Don’t লিস্ট আপনার কাজের সৃজনশীলতা বাড়াতে অনেক বেশি সহায়তা করে।

৬) ভুলকে বিশ্লেষণ করুনঃ

স্মার্টলি কাজ করবেন আপনি কিন্তু সব কাজে আপনি সব সময় সফল হবেন এমন তো নয়। যেকারনে আপনাকে ভুলকে বিশ্লেষণ করার জন্য দিনে অথবা সপ্তাহে একটি নির্দিষ্ট সময় রাখুন যখন ভুলের পেছনে থাকবেন আপনি। ভুল থেকে শিক্ষা পেতে হলে এটা খুব গুরুত্বপূর্ণ। দেখবেন ভুল বা ব্যর্থ কোন কাজের ভেতর আপনি কোন সমাধান খুঁজে পেলে নতুন আনন্দে ভাসবেন আপনি।

৭) নতুন কিছু শিখুন সব সময়ঃ

সব সময় আপনি কাজের ভেতর হারিয়ে গেলে নতুন অনেক কিছু হয়তো আপনি মিস করবেন। নতুন অনেক কিছু আছে হয়তো আপনি শিখলে আপনার আজকের কাজকে কাল আরও একটু সহজ করে দিবে। তাছাড়া গতিশীল এই বিশ্বে নিজেকে টিকিয়ে রাখতে হলেও আপনার নতুন কিছু কাজ করা উচিত যুগের সাথে তাল মেলাতে। এজন্য নির্দিষ্ট সময় রেখে কিছু শিখতে থাকুন। যেটা আপনাকে আরও ভালো কিছু  পেতে এবং আপডেট থাকতে সহায়তা করবে।

৮) সফলদের সাথে যোগাযোগ রাখুনঃ

আপনার মতো কাজ করে যারা আপনার থেকেও সফল তাদের সাথে যোগাযোগ রাখুন সবসময়। তাদের এগিয়ে যাওয়ার ছবি হয়তো আপনার কাজকে আরও একটু সহজ করবে। তাদের সাথে ঘটে যাওয়া কিছু প্রতিবন্ধকতা হয়তো আপনি একটু আগে থেকেই জেনে যাবেন এবং সেভাবে নিজেকে মানুসিকভাবে তৈরি করতে পারবেন।

৯) নিজেকে নিয়ে ভাবুনঃ

কাজের মধ্যে শুধু হারিয়ে গেলে চলবে না। নিজেকে নিয়েও ভাবতে হবে। নিজের অনেক কাজ হয়তো আপনার আরও একটু গোছায়ে করা উচিত। পরিবারকে হয়তো দিনের কিছুটা সময় একান্তে দেওয়া উচিত। তাদের গল্প শোনা উচিত। তাদের জীবনের অনেক ঘটনা নিজের করে নেওয়া উচিত। সেটা আপনার কাজেরই একটি অংশ। দেখবেন এটা আপনার কর্মস্পৃহা বাড়াবে। নতুন কিছু তৈরিতে সহায়তা করবে।

১০) লম্বা ভ্রমণ করুনঃ

আপনজনদের সাথে লম্বা কোন ভ্রমণ করুন। নিজের কাজের ভেতর থাকতে যে ক্লান্তি বা অবসাদ তা কাটাতে ভ্রমণ খুব সহযোগিতা করবে। লম্বা ভ্রমণ হয়তো আপনার নিজের সব অবলম্বনকে ছাড়িয়ে যেতে পারে। নিজের অনেক স্মৃতি হয়তো আপনি এই সময় ঝেড়ে ফেলতে পারবেন। আপনার নতুন কর্ম উদ্দীপনা হয়তো এই সময় আপনাকে সতেজ করবে অনেক বেশি।

স্মার্ট কাজ করার ভেতর যেটুকু করবেন সেটার একটা ভালো ফল আসবে। আপনার অগোছালো কাজকে আরও একটু সহজ করবে।

আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কোন টপিকস থাকলে এর সাথে যোগ করতে পারেন। সেজন্য টিউমেন্ট অপশনতো থাকছেই। আর কোন পয়েন্ট আপনার কাছে গুরুত্বপূর্ণ বেশি মনে হয়েছে সেটাও জানাতে ভুলবেন না আমাকে

ধন্যবাদ সবাইকে!!  😈

 

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শিরোনামটা একটু অন্যরকম হলে এই শতাব্দীর জন্য ভালো শোনাত…..কঠোর পরিশ্রমকে তো বাদ দেয়া যাবে না কখনোই- ব্যাপারটা হল কঠোর পরিশ্রমটা গাধার মতো না, স্মার্টলি করতে হবে 😀

সবগুলোই বেশ ক্যারিশম্যাটিক পয়েন্ট…..কম-বেশি সবাই জানি, অথচ মানার বেলায় ঠনঠন!!! নিজেই জীবনে যতবার প্রয়োগ করতে গিয়েছি ততবার খানিকটা ধরাও খেয়েছি 😛 তবে বাস্তবতার সাপেক্ষে বলতে পারি- সবগুলো আয়ত্তে আনা চাইলেও সম্ভব না…..কারণ সাফল্যের চূড়ান্ত মাত্রা একেকজনের কাছে কিন্তু একেক রকম!!
কেউ হয়তো দিন শেষে “নিজেকে নিয়ে ভাবে না”, আবার কেউ “ভ্রমণের প্রয়োজন মনে করে না”, কেউবা “টু ডোন্ট লিষ্টটাও বানায় না”…….যদিও এর কোন একটা যদি সামান্য পরিমানেও কখনোই মেনে না চলা হয় তবে আখেরে ক্ষতি স্বীকার করতেই হয় 😯

নতুন কিছু শেখা-র প্রতি আমার সমর্থন সবচেয়ে বেশি- এটা ছাড়া নিজেকে এবং জগতকে ছাড়িয়ে যাওয়া সম্ভব না একেবারেই 🙂

সুন্দর পিকগুলোর জন্য টিউনে বৃষ্টিস্নাত ধইন্যার সুবাস রইল সর্দারজী 🙂

******টাইপো: প্রিয়োরিটি– এমন Transliteration কিন্তু হাস্যকর, এটা কিন্তু জামিন অযোগ্য ভুল করেছেন- অনধিক দুই কার্যদিবসের মধ্যে এর জবাব দেয়ার জন্য জাতি রুল জারি করল 😳

    ওয়ার্ডটা আমার খুব পছন্দের, যেকারনে এটা বাংলায় চলে আসুক চাই। থাকুক বা না থাকুক চলে আসুক বাংলার মাঝে!! মানা না মানা এবং জানার মাঝে আমাদের আরেকটু মনে রাখা।

    নতুন কিছু শিখলেই সে এই জগতের মাঝে বিবর্তন করবে ক্যারিশম্যাটিক ভাবেই।

    ** বৃষ্টির কদমফুলের দুষ্ট – মিষ্টি শুভেচ্ছা থাকছে, যান তাঁকে আজ দিয়েই ফেলুন চোখ – কান বুজে। জগত সংসার তো আর বসে থাকবে না!! 🙂

Level 0

http://2captcha.com/?from=1021228 real captcha entry site

    ভালো ভালো টিউন করে নিজের কিছু কথা শেষে করলে দোষ কি??

Awesome Tune 🙂

ভালো টিউন

তাইতো বলি আমাদের সরদার ভাই টিউন করে না ক্যান …..আশা করি এক্সাম ভাল হইছে, বাই দা ওয়ে টিউনটা কিন্তু বেশ কাজের, আপাতত প্রিয়তে রেখে দিলাম

    এক্সাম এখনও শেষ হয় নাই, তবে চলে আসছি নিয়মিত!!

Level New

আপনার রচনা পাঠ করে বেশ ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ, এমন একটি রচনা সুন্দর করে এবং সাজিয়ে আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতেও আপনার এমন রচনা পাব।

অনেক উপকারি এবং অসাধারন টিপস গুলো,সব নিয়মাফিক আপনার টিউন অনুযায়ী কাজে লাগাতে পারলে সত্যিই লাইফ শাইন হয়ে যেত।
ধন্যবাদ ।

যদিও অনেকদিন যাবত টেকটিউনস এর স্বাদ গ্রহন করে যাচ্ছি, আর টিউনারশীপ পাওয়ার সৌভাগ্য হয়েছে মাত্র কিছুদিন যাবত। তবে এখনো কোনো টিউনমেন্ট করি নাই 🙁 কিন্তু সর্দারজ্বীর এত সুন্দর টিউন দেখে লোভ সামলে রাখতে পারলাম না। সুন্দর টিউনের জন্য ধইন্যার বন্যা…. 🙂

    অনেক অনেক ধন্যবাদ মাসুদ ভাই! এবং টেকটিউনসে স্বাগতম!! 🙂

টেকটিউনস এ আপনার মতো আরো কিছু সৃষ্টিশীল টিউনারের দরকার। অনেক অনেক ধন্যা পাতা ভাইয়া 🙂

    এইযে আপনারা চলে আসছেন, আসবেন!! ধন্যবাদ। 🙂

১০ নাম্বার টার জন্য মারাত্নক থ্যাংকস।