যে দশটি অভ্যাস আপনাকে ধনী হতে বাধ্য করবে।জীবনে সফল হতে চাইলে অবশ্যই দেখবেন..

আপনি যেহেতু এই আর্টিকেলটি পড়তেছেন তাহলে আমি ধরে নিচ্ছি আপনি ধনী হতে চান। ধনী হওয়া মানেই জীবনে সফল হয়ে গেলেন না। তবে ধনী হওয়াকে সফলতার একটা অংশ হিসিবে ধরতে পারেন।
আজকে আপনাদের সামনে আমি কয়েকটি দিক নিয়ে আলোচনা করবো যেগুলো মেনে চলতে পারলে আপনি জীবনে সহজেই ধনী হতে পারবেন।
1. Set Daily Goals- 
আপনি ভাবতে পারেন যে, আপনার লাইফের তো গোল সেট করাই আছে তাহলে আমি  আবার নতুন করে কি বলতেছি।এই কোনো দীর্ঘ মেয়াদী গোল না। যেমন ধরুন, আপনি আপনি লেখা পড়া করতেছেন ইঞ্জিনিয়ার হওয়ার উদ্দেশ্যে। এটা একটা লং টার্ম গোল। কিন্তু আমি বলতেছি আপনার প্রতিদিন এর কাজে গোল সেট করার কথা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই একটা লিস্ট করে ফেলুন আজ সারাদিন কি কি করবেন?তাহলে দেখবেন আপনার কাজ করা অনেক সহজ হয়ে গেছে।
2. Practice Active Listening- 
শোনার অভ্যাস ঘরে তুলুন। এটা আপনাকে সফল করার অনেক গুরুত্বপূর্ন। আপনি যদি কোনো ব্যব্যসা শুরু করেন, তাহলে নিয়মিত আপনার কর্মচারীদের নিয়ে আলোচনা করুন। অন্যের কথা শুনার মাধ্যামে আপনি অনেক কিছুই শিখতে পারবেন। 
3. Take Care of Your Personal Health-  
অনেকি কাজের চাপে এতো ব্যাস্ত থাকে যে, নিজের  স্বাস্থ্যের দিকে নজর দিতে ভুলে যায়। নিয়মিত ব্যায়াম করুন। এটা শুধু আপনার স্বাস্থ্য না, আপনার মনকেও ফ্রেশ রাখবে। 
4. Make a Network-
 এটা অনেক গুরুত্বপূর্ন একটা দিক। নিজের একটা নেটওয়ার্ক ঘরে তুলুন। আর চেস্টা করুন অন্যেকে সাহায্য করতে। এটা আপনার পরিচিতি বাড়িয়ে দিবে।আর এটা আপনাকে অনেক হেল্প করবে। 
5. Watch Less TV- 
যতটা সম্ভব পারেন কম টিভি দেখুন। কারন এটা শুধু আপনার সময়েরই অপচয় করে।বেশীরভাগ সফল ব্যক্তিগন দিনে এক ঘন্টার বেশি টিভি দেখে না।আর অনেক তো একেবারেই টিভি দেখে না।তাই আবারো টিভির সামনের বসে ঘন্টার পর ঘন্টা সময় নস্ট না করে, ওই সময়টা কাযে লাগান। 
   
6. Read Every Day- 
যত পড়বেন তত শিখবেন। আমি আপনাকে টেক্সট বুক পরতে বলছিনা। আপনি যে কাজ করেন সেই কাজ এর বই গুলা পড়ুন। আর পারলে একটা নির্দিষ্ট সময় করে নিন পড়ার জন্য। আর চেষ্টা করুন বিভিন্ন নিউজ অথবা ব্লগের সাথে নিজেকে আপডেটা রাখতে যাতে সব কাজের লেটেস্ট আপডেট আপনার কাছে থাকে।
7. Develop Your Skills
 আপনি   কতটুকু শিখছেন সেটা যাচাই করুন।এটা আপনের ভুলগুলি খুজে বের করতে সাহায্য করবে।সবসময় চেস্টা করুন নির্ভুলভাবে কাজ করতে। আর এ জন্যই আপনার যোগ্যতা যাচাই করে খুব জরুরী।
8. Think Positive- 
আপনাকে অবশ্যই পজেটিভ মাইন্ডের হতে হবে। সবসমই চেস্টা করবেন কাজের ভালো দিকটা খুজে বের করতে। এর মাধ্যমে আপনি সবার কাছে আরো বেশী ফ্রেন্ডলি হয়ে উঠবেন।আর এটা আপনাকে একটা নতুন সুযোগ দিবে। 
9. Save Money- 
গবেষনায় দেখা গেছে যাদের মধ্যে টাকা সেভ করার গুন রয়েছে। তাদের মধ্যে সফলতার হার   বেশি। সবকিছু পরিকল্পনামাফিক করুন। আর চেস্টা টাকাটা হিসেবমতো খরচ করতে। তবে দেখবেন ভাই, কেও যেনো আপনাকে কিপ্টা না বলে 
10. Hang out with like-minded people- 
সফল ব্যক্তিদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন।আর তাদের  কাছ থেকে সফল হওয়ার সেই গোপন ফর্মুলাগুলো জেনে নিন।তাদের কাছ থেকে আপনি অনেক টিপস্‌ পাবেন।

প্রথম প্রকাশিত এখানে
সময় পেলে আমার ব্লগ ঘুরে আসবেন- ফালতুসাইট.নেট

সর্বশেষ কথাঃ এখানে আমি কিছু গুনের কথা আলোচনা করেছি, যেগুলো সফল হওয়ার জন্য খুব জরুরী। আপনার লক্ষ্যকে সামনে নিয়ে কাজ করে যান।আপনি অবশ্যই সফল হবেন।আর ব্যার্থ হলে কখনোই হাল ছেড়ে দিবেন না।
মনে রাখবেন "ব্যার্থতা না থাকলে আমরা সফলতার জন্য এতো পাগল হতাম না। "  
  
    

Level 0

আমি সোহানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

A man who listens to his heart.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অভ্যাস আর চেস্টা সফলতার মূল নাকি ভাগ্য ?
কেনলা গতকাল ৩০১ ডলার হারালাম এক লোগো কন্টেসে প্রথম থাকা সত্তে ও এক্ষেত্রে বলতে পারেন ভাগ্য খারাপ।

    ভাইয়া, আমিও ভাগ্যে বিশ্বাস করি। কিন্তু ভাগ্যা গড়ার দায়িত্ব আপনার নিজের হাতে।
    অযথাই ভাগ্যের দোহাই দেওয়া মোটেও মনূচীন নয়।

    আর আপনাকে যেটা বলবো, আপনি হারেননি, হয়তো আল্লাহ আপনার জন্য তার চেয়ে বড় কোনো সুযোগ করে দিবে।তাই ছোটো একটা পরিক্ষা নিছে আরকি।ধৈর্য ধরুন।আর আল্লাহর উপড় আস্থা রাখুন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি হারেননি, বরং আল্লাহ আমার জন্য তার চেয়ে বড় কোনো সুযোগ রেখেছে।তাই ছোটো একটা পরিক্ষা নিছে আরকি।ধৈর্য ধারন করছি।আর আল্লাহর উপড় পূর্ণ আস্থা ও রাখি।
আপনাকে আরেকটা কথা বলি আমাদের উপজেলা নির্বাচনে এক প্রার্থী বেসরকারী ভাবে ২৩০০ ভোটে বিজয় আরেক পার্থী নিজের কেন্দ্রে ফেল। অতপর সরকারী গণনা অনুযায়ী ফেল প্রার্থী বিজয়।
এটাকে আপনি (দূর্ণিতি ছাড়া মানে ভাগ্য চেস্টার ক্ষেত্রে) কি বলেন?

    আপনি ভাষ্য অনুযায়ী, দুর্ণীতি হয়নি।
    তাহলে বাকী রইলো ভাগ্য।
    এক্ষেত্রে ধরেই নেওয়া যায়, তার ভাগ্য সুপ্রসন্ন ছিলো বা সে ভাগ্য নিজের হাতে গড়ে নিয়েছে। এখন সেটা দূর্ণীতি করেই হোক বা অন্য কোনোভাবে।
    আর আপনি বলেছেন, বেসরকারীভাবে গননায় যে প্রার্থী ২৩০০ ভোটে জিতেছে। সরকারী গননায় সেই প্রার্থী হেরে গেছে।
    এখন বিষয় হলো, গননা যেহেতু ম্যানুয়ালি করা হয়েছে, সেক্ষেত্রে ভুল হতেই পারে।

আপনাকে ধন্যবাদ।
আমি বলতে চাচ্ছি যে সরকারী গননায় হেরে গেছে তার কথা । এখানে ভুল হওয়ার সম্ভবনা নাই কেননা যে হেরে গেছে তার লোক ও তার বিরুদী লোকরা ও সব কেন্দ্র থেকে ফলাফল সংগ্রহ করে দেখছে যে বিজয়ী প্রার্থীর ভোট সংখ্যা ফেল প্রার্থীর চেয়ে ২৩০০ ভোট কম।

    এক্ষেত্রে দুইটা পয়েন্ট বাকী থাকে-
    ১- সরকারী গননায় ভুল ।
    ২- এখানে দূর্নীতি হয়েছে.(যদিও আপনি এই বিষয় বাদে মন্তব্য করতে বলেছেন)
    এখন আমার মন্তব্য- ব্যাবধান ২৩০০ ভোটের ।তাই ভুল হওয়ার সম্ভবনা কম। তাহলে বাকী রইলো আর একটা পয়েন্ট।
    আর দূর্নীতি নিয়ে আমি যা বলি, এটা আমদের এখানেও হয়।

আপনাকে ধন্যবাদ।
আমি সহ সকলের জন্য দোয়া চাই।

    আপনাকেও ধন্যবাদ।
    আমার জন্যও দোয়া করবেন।

pos ti pora onak valo laglo