২৫ জিবি 3G ইন্টারনেট মাত্র ১,০৫০টাকা

আমাদের দেশীয় কোম্পানী টেলিটক নিয়ে আসছে ২৫ জিবি 3G ইন্টারনেট মাত্র ১,০৫০টাকা+১৫% ভ্যাট+সারচার্জ।

এক্টিভ করতে আপনার ফোনের মেসেজ এ গিয়ে লিখুন D17 আর পাঠিয়ে দিন 111 নাম্বারে। এই প্যাকটি ২৪ ঘন্টা ব্যবহার করা যাবে, মেয়াদ ৩০দিন। স্পিড বলা আছে ২৫৬ কেবিপিএস কিন্তু যারা টেলিটক ব্যবহার করন তারা জানেন যে টেলিটক একটু বেশীই স্পিড দেয়। আমি এভারেজ ৩০০ থেকে ৫১২ পর্জন্ত পাই, বেশীও হয়! সকল সিম যেমনঃ ইয়ুথ, একুশ, বর্নমালা ইত্যাদি যা যা আছে সবাই ব্যবহার করতে পারবেন।

কিছু কথাঃ 

যাদের ব্রডব্যান্ড নাই, তারা ভালো করেই জানেন ইন্টারনেট এর আজাইরা বিল এর জ্বালা কি। আর FUP বা ফেয়ার ইউসেজ পলিসি তে আনলিমিটেদ ইন্টারনেট এর নামে আমাদের মতো সাধারন জনগনের সাথে যে প্রতারনা করা হয়, তাতে আমরা যেমন ভুক্ত ভোগী তেমনি দেখার মতো কেউ নাই। সরকারের কাছ থেকে নামমাত্র মূল্যে ব্যান্ড উইথ কিনে আমাদের কাছে অনেক চড়া মূল্যে তা বিক্রি করা হয়। মাঝে মাঝে কম দামে ইন্টারনেট পেলে তাও আবার নানা রকম সীমাবদ্ধতায় ভরা। মাঝে মাঝে কিছু প্যাক দেখলে এমন হাসি পায় যে কি বলবো। যাই হোক, আমাদের দেশীয় টেলিটকের এই প্যাকটা আমার কাছে সহনীইয় মনে হয়েছে। যারা বিভিন্ন প্লাটফর্মে কাজ করেন, তাদের অনেকটা কাজে আসবে আশা করি। অন্তত কিছুটা সাশ্রয় হবে আর কি।

নোটঃ আমি টেলিটকের প্রচারক না। যারা প্যাকটা সম্পর্কে যানেন, ভালো কথা। কিন্তু যারা জানেন না, তাদের জন্য আমার এই লেখা। ভালো থাকবেন সবাই।

 

ঘুরে আসতে পারেন আমার বাংলা ব্লগ থেকে।

 

সাথে থাকতে পারেন ফেসবুক গ্রুপ এ। 

Level 0

আমি শেখ রাশেদুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 226 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ মরে গেলে পচে যায়, বেচে থাকলে বদলায়। কারনে - অকারনে বদলায়। ---------------------------- আমি ও বদলাতে চাই। কিন্তু সবার ভালবাসায়, ভালভাবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জিপি তে ১০০ টাকায় ১১ জিবি 3G ইন্টারনেট নিলাম । টেলিটকের চাইতে অনেক ভাল ।

    এটা অফার, সারা জীবন পাবেন না, আর অফারে পাওয়া নেটের কি অবস্থা তা প্রায়ই জানে। আমি জোড় করিনি, ভাল না লাগলে নেবেন না। এই অফার সবাই পায় নি, যেমন আমি পাই নি। তো কিভাবে নিলেন, শেয়ার করলে ভালো হতো।

    vai apni kivabe niyechen aktu bola jabe please

      নতুন জিপি সিম কিনে *৫০০*৯১# ডায়াল করুন ।

      Level 0

      By a new sim and type *500*91# for 10 time thanks.

    কিভাবে পেলেন? কোন উত্তর দেন নি। তার মানে আপনি পান নি।

@ মনির হোসেন — ভাই আপনি কিভাবে ১০০ টাকায় ১১ জিবি নিলেন, দয়া করে বলবেন।

ami GP 25 GB kinci gp offer e 99 tk te

    vai apni kivabe niyechen aktu bola jabe plrase

    এটা অফার, সারা জীবন পাবেন না, আর অফারে পাওয়া নেটের কি অবস্থা তা প্রায়ই জানে। আমি জোড় করিনি, ভাল না লাগলে নেবেন না। এই অফার সবাই পায় নি, যেমন আমি পাই নি। তো কিভাবে নিলেন, শেয়ার করলে ভালো হতো।

ধন্যবাদ সবাইকে টামেন্টের জন্য।

@ ইমন মাহমুদ– আপনি ৯৯ টাকায় ২৫ জিবি কিভাবে কিনেছেন অর্থাৎ কত ডায়াল করতে হয়েছে, বলবেন একটু ?

vai ki ar hobe ae sob post pore

teletalk ar 2g tek moto pae na aber 3g kamne chalamu

    দীপক দা, ২জি নেট কারো আপগ্রেড না, নাই বাজে অবস্থা টেলিটকের। ২জির চেয়ে হাজার গুন ভালো টেলিটকের ৩জি নেট।

আমাদের এলাকায় টেলিটকের ২ জির অবস্থাই খারাপ, আর ৩ জি!!!!

    আপুনি, টেলিটকের ২জি অপেক্ষা ৩জি হাজার গুন ভাল, যারা ব্যাবহার করে তারা ভালোই যানে। ধন্যবাদ টামেন্টের জন্য।

টেলিটক যে সল্প মূল্যে ইন্টারনেট ক্রয় এর সুযোগ দেয় সেটা বেশ খুশিজনক। তবে কি জানেন! আমাদের এলাকায় এইটার ১ এমবিপিএস এর স্পিড এর একটা প্যাক কিনে দেখি স্পিড পাই সর্বোচ্চ ৩২৬ KB এর বেশি না। আর পিক আওয়ারে তো ১২০ KB ই উঠতে চায় না। সিমটা তাই বন্ধ করে রাখলাম 😀

    দীপ্ত ভাই, আপনি টাওয়ারের খুব কাছাকাছি থাকেন বলে মনে হয় না। ঢাকাতে আমরা যা স্পিড কিনি তার প্রায় দ্বিগুনের কাছাকাছি পাই।

নেটের প্যাকেজ অন্যান্য অপারেটরের তুলনায় টেলিটক অনেক ভাল, তবে ২জি ব্যবহার করা যায় না। আমার েএই টিউনটা দেখেন কারো কাজে লাগে কিনা নাঅিার একটা কথা জিপিতে তো টাকা দিয়ে প্যাকেজ নেওয়া যাবে না তাই ওদের এই অফার গুলো নিতে হবে https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/373143

Level 2

Gp internet ekhon sobar theke best