যে কোন অডিও অথবা ভিডিও চালান Windows Media Player 11 দিয়ে

যে কোন অডিও ও ভিডিও ফাইল চালাবেন windows Media player 11 তা windows Media player 11 লোড আছে তো, কি windows Media player 11 লোড হচ্ছে না , তার মানে ..................... আপনার উইন্ডোজ অরিজিনাল না, কিন্তু windows Media player 11 লোড করবেন তা তো তাহলে চিন্তা নেই নিচের স্টেপ টি অনুসরন করুন আর windows Media player 11 হয়ে যাবে ইনস্টল আপনার পিসিতে লোড।

প্রথম স্টেপ

প্রথমে Download করে নিন Windows Media player 11 মাত্র 24.56MB আর যদি Download করা থাকে তাহলে দ্বিতীয় স্টেপ অনুসরন করুন

ধরে নিলাম Download সম্পূর্ন তাহলে ইনস্টল শুরু করুনwindows Media player 11 ।

এখানে Validate বটনে ক্লিক করতে পারেন আবার নাও পারেন তবে যদি ক্লিক করেন ( বলেই দিবে "We were unable to Validate that your copy of Windows is Genuine" কারনটা আপনার অজানা না । )Windows Media Player 11

তবে Finish বটনে ক্লিক করবেন না।

তৃতীয় স্টেপ

এবার Start + r অথাত Run খুলে লিখুন %temp% অথবা Temp ফোল্ডার খুলুন।

এবার ফোল্ডার খুলে নামের ফ্লোডার টি খুলুন

এবার ফোল্ডারের মধ্যে থাকা wmp11.exe কে ইনস্টল করুন

রিস্টাট করলে হবে না তাই Do not restart now টিক দিন ও ফিনিশ করে দিন।

এবার wmfdist11.exe কে রান করান ইনস্টল হয়ে গেলে windows Media player 11 চালান যদি চালাতে আসুবিধা হয় তবে বাকী .exe গুলো ও ইনস্টল করে নিন (আমার ক্ষেত্রে বাকী গুলো ইনস্টল না করেও চলে।

এবার চালান Windows Media Player 11

গিয়ে

এবার সব অডিও অথবা ভিডিও ফাইল চালাবার জন্য চাই কোড যা ডাইনলোড করে ইনস্টল করে নেন তাহলেই চলবে এই সব ফাইল (অডিও ও ভিডিও ফাইল ফরমেট)

• ffdshow:

- ffdshow [revision 3612]

- ffdshow VFW interface

• DirectShow video decoding filters:

- XviD [version 1.2.2]

- On2 VP7 [version 7.0.10.0]

- MPEG-2 (Cyberlink) [version 8.4.0.1408]

- MPEG-2 (DScaler5) [version 0.0.8.0]

• DirectShow audio decoding filters:

- AC3/DTS/LPCM (AC3Filter) [version 1.63b]

- Vorbis (CoreVorbis) [version 1.1.0.79]

- AAC (MONOGRAM) [version 0.9.6.0]

• DirectShow audio parsers:

- FLAC (madFLAC) [version 1.9]

- WavPack (CoreWavPack) [version 1.1.1]

- MusePack (MONOGRAM) [version 0.9.2.0 | 0.4.0.0]

- Monkey's Audio (DCoder) [version 1.0]

- OptimFROG (RadLight) [version 1.0.0.1]

- AMR (MONOGRAM) [version 1.0.1.0]

- DC-Bass Source [version 1.2.0]

- AC3/DTS Source (AC3File) [version 0.7b]

• DirectShow source filters:

- Haali Media Splitter [version 1.10.262.12]

- AVI splitter (Gabest) [version 1.3.1959.0]

- MP4 splitter (Gabest) [version 1.3.1959.0]

- Matroska splitter (Gabest) [version 1.3.1959.0]

- Ogg splitter (Gabest) [version 1.3.1959.0]

- MPEG PS/TS splitter (Gabest) [version 1.3.1959.0]

- FLV splitter (Gabest) [version 1.3.1959.0]

- CDXA Reader (Gabest) [version 1.3.1959.0]

• DirectShow subtitle filter:

- DirectVobSub (a.k.a. VSFilter) [version 2.39.5.3]

- DirectVobSub (a.k.a. VSFilter) [version 2.33]

• Other filters:

- Haali Video Renderer [version 1.10.262.12]

• VFW video codecs:

- XviD [version 1.2.2]

- DivX [version 6.9.2]

- x264 [revision 1666]

- On2 VP6 [version 6.4.2.0]

- On2 VP7 [version 7.0.10.0]

- Intel Indeo 4 [version 4.51.16.2]

- Intel Indeo 5 [version 5.2562.15.54]

- Intel I.263 [version 2.55.1.16]

- huffyuv [version 2.1.1 CCE Patch 0.2.5]

- DivX [version 3.11]

- YV12 (Helix) [version 1.2]

• ACM audio codecs:

- MP3 (Fraunhofer) [version 3.4.0.0]

- MP3 (LAME) [version 3.98.2]

- AC3ACM [version 1.5]

- Vorbis [version 0.0.3.6]

- DivX WMA [version 4.2.0.0]

• Real Alternative:

- RealMedia codecs [version 12.0.0.756]

- RealMedia plugin for Internet Explorer

- RealMedia plugin for Firefox/Mozilla/Netscape/Opera/Chrome

- RealMedia DirectShow splitter [version 1.3.1959.0]

কোডেক ডাইনলোড করুন এখানে ক্লিক করে অথবা এখানে অথবা এখানে

আর Windows Media Player 11 এর লুক টা windows 7 skin মত Windows Media Player 11 দেখতে চাইলে ডাউনলোড করে নিন, নিচের ছবির মতো দেখাবে।

Level 0

আমি সাইফুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানা ও জানানো আমার প্রধান কাজ। মৃত্যু আমার খুব নিকট ....... তাই সকলের ভালো করার নেশায় ....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার কাছে vlc player ই ভাল লাগে। এই ট্রিকস অনেকের কাজে লাগবে.

    আশার আলো ভাই আমার জানা আছে VLC player , কারন Fast forward করতে গেলেই আটকে আটকে যাই , আপনি Windows Media player 11 ব্যবহার করুন তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন।

ভাল টিপস আর টিউনটাও সুন্দর হইছে,
ধন্যবাদ চালিয়ে যান।

All Show Player এ সব চলে । আমি উহার ছাড়া অন্য কোনটাই ইউজ করি না। অলইন ওয়ান মানেই অলসো প্লেয়ার।
https://www.techtunes.io/download/tune-id/24415/

    ভাই বাজারে নানান Player আছে যার যেটা পছন্দ সেটা তার নিজের ব্যাপার । আপনার জন্য শুভ কামনা রইল।

আমি উইন্ডোজ Genuine করে তারপর install করেছিলাম। তবে আপনার সিস্টেম টা আগে কখন সুনিনাই। নতুন কিছু শিখতে ভালই লাগে। ধন্যবাদ আপনাকে। 🙂

    ধন্যবাদ , তবে Genuine করেছিলেন কি ভাবে …………………………. ? ? ?

মিডিয়া প্লেয়ার 11 ডাউনলোড লিঙ্ক যেটা দেয়া হয়েছে সেখান থেকে কয়জন লোক ডাউনলোড করতে পারবে জানিনা। মিডিয়া ফায়ারে দিয়ে দিলে আরো ভাল হবে। আশা নিয়ে কাজটা শুরু করেছিলাম কিন্তু আশা নিরাশাই রয়ে গেছে।

Level 0

আমি জেনুয়িন win7 ব্যবহার করছি । আমার wmp 12 চলে না।আমি uk তেকে বলতেছি, i need help

কি কারণে যেনো ডাউনলোড হলো না!

Level 2

thanks for helpful tune….apni j video codec gula disen segula ki cyberlink DVD te install hobe??..r codec kokhon lage ta ki vabe bujbo…?? codec kivabe install korte hoy? kothai kothai pawa jai.? ami details jante chai…plz, amake aktu ai bepare help korun…..