[মেগা টিউন] গরম গরম ডাউনলোড করে নিন Kaspersky 2016, সাথে থাকছে 729 দিনের জন্য লাইসেন্স করার পূর্নাংগ গাইডলাইন

সবাই কেমন আছেন? জানি ভালো আছেন, তারপরেও জিজ্ঞেস করলাম। আপনারাতো আর আমার খোজ নিবেননা, তাই আমিই আপনাদের খোজ নেওয়ার জন্য জিজ্ঞেস করলাম।
উফ্‌ অনেক ফাও প্যাচাল পারলাম। আসলে শুরু করবো কি দিয়ে তা বুঝে উঠতে পারছিলামনা। যাইহোক আজকে আমি আপনাদের সাথে লেটেস্ট Kaspersky 2016 শেয়ার করতে যাচ্ছি। সাথে বোনাস হিসেবে থাকছে প্রায় দুই বছরের জন্য লাইসেন্স কি একদম বিনামূল্যে। আমি জানি এই কথা শুনার পর আপনি লাফিয়ে উঠছেন 🙂 এতো লাফানোর কিছু নাই, আগে ঠিকমত কাজটা করে নিন।
প্রথমে নিচের লিঙ্ক থেকে প্রয়োজনীয় ফাইলগুলো নামিয়ে নিন-

সেট-আপ ফাইল নামাতে এখানে ক্লিক করুন 
প্যাচ ফাইল নামাতে এখানে ক্লিক করুন 
  
আশা করি সফলভাবে ফাইলদুটো নামাতে পেরেছেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন:)
এবার সেট-আপ ফাইল ইনস্টল দিন

 

এবার Kaspersky এর Protection Pause করুন - এজন্য টাস্কবারে গিয়ে Kaspersky এর উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করলেই Pause protction.. নামে একটা অফশন পাবেন।


এবার Self Defense অপশনটা অফ করুন- এজন্য প্রথমে Kaspersky ওপেন করুন, তারপর Setting এ যান, তারপর Additional এ যান, তারপর Self-Defence > Uncheck করে বেরিয়ে পরুন।
 
এবার প্যাচ ফাইলটা Extract করুন, তারপর Kaspersky ওপেন করে সেটিং(General) এ যান, তারপর Manage Settings এ গিয়ে Import setting এ ক্লিক করে extract করা Setting KIS 2016.cfg ফাইলটা দেখিয়ে দিয়ে ওকে করুন।
 
অবশেষে টাস্কবারে গিয়ে kaspersky Exit করে দিন।
এবার Extract করা ফোল্ডারে গিয়ে HostBlocker ফাইলটা ওপেন করুন(অবশ্যই Run as a Admin).
ঐ প্রোগ্রামটা চালু হওয়ার পর, KRT ফাইলতা ওপেন করুন, চালু হওয়ার পর Ctrl+Alt একসাথে চেপে ধরুন। তাহলে নিচের মতো দেখতে পারবেন-
 
এবার Active এ ক্লিক করুন।
Now, you are Done !!
আগামি ৭২৯ দিন আপনাকে আর kaspersky নিয়ে কোনো চিন্তা করতে হবেনা। 
কারো সমস্য হলে ভিডিও দেখে নিতে পারেন-
আমার মতো যারা টাকার অভাবে kaspersky ব্যবহার করননা, তারা নিশ্চিন্তে ব্যবহার করতে থাকুন kaspersky. আর পারলে একটা চকোলেট কিনা খাইয়েন আমার নামে-

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বুঝতে কোনো সমস্যা হলে টিউমেন্ট করতে পারন। আর ভালো লাগলে অবশ্যই ধন্যবাদ দিতে কিপটামি করবেননা।
সময় পেলে আমার ব্লগ ঘুরে আসবেন> ফালতুসাইট.নেট 

Level 0

আমি সোহানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

A man who listens to his heart.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজ হচ্ছেনা ভাই

ভাই এটা কি কাজ হচ্ছে আসলেই ?

    হ্যা্‌ আমি নিজে করেই আপনাদের সাথে শেয়ার করেছি…

Windows 8.1 এ কাজ করে না…….. আমি অনেক বার চেষ্টা করসি

আপনাদের সমস্যাটির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি এইটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। কিন্তু ইউটিউব আমার ভিডিওটি ডিলেট করে দিছে…
আপনাদের ঠিক কোন স্টেপ এ গিয়ে সমস্যা হচ্ছে যদি বলতেন? তাহলে হয়তো আমি সাহায্য করতে পারতাম 🙂

https://www.facebook.com/profile.php?id=100004153487528 frd req dn or id link din frd req dile i happy hbo