এখন থেকে যে কোনো চার্জার দিয়েই সব ধরণের মোবাইল ফোনে চার্জ দিন

কোন জায়গায় বেড়াতে গিয়ে যদি চার্জার নিয়ে যেতে ভুলে যান কিংবা অরজিন্যাল মোবাইল চার্জারটি নষ্ট হয়ে গেলে কি বিপাকে পড়ে যান? উত্তর হ্যাঁ হলে এই টিউনটি আপনের জন্য। এখন আপনাদের সামনে দুটি পদ্ধতি উপস্থাপন করা হবে কিভাবে যে কোনো চার্জার দিয়ে সব ধরণের মোবাইল চার্জ করবেন। এখানে সেই পদ্ধতি গুলোর কিছুটা সংক্ষিপ্ত আকারে বলা হল। বিস্তারিত জানতে বা সমস্যা হলে টিউমেন্ট এ জিজ্ঞাসা করতে পারেন।

বর্তমানে বাজারে দুই ধরনের চার্জার প্রচলিত রয়েছে। একটা গোল পিনের, আর একটা চ্যাপ্টা/ইউএসবি। এ পদ্ধতিতে চার্জ দেয়ার বেশ কিছু উপ-পদ্ধতি আছে। যাইহোক প্রথমে গোল পিন চার্জার এর কথা বলি।
গোল পিনের চার্জার এর তারের ভিতরে ২ বা ৪ টি চিকন তার থাকে। ২ টি তার থাকলে একটি লাল এবং অন্যটি কাল হয়। লাল টি ফেজ/পজিটিভ আর কাল টি নিউট্রাল/নেগেটিভ। 

আবার চার্জার এর ভেতরের তার যদি হয় ৪ টি তবে এদের একটি সাদা, একটি কাল, একটি সবুজ ও অন্যটি লাল হয়। আমরা আমাদের কাজের জন্য লাল আর কাল তার ব্যবহার করবো। সাদা ও সবুজ তার আমরা বাদ দিচ্ছি।


এখন আমরা এই দুটি তার এর ইন্সুলেশন উঠিয়ে নিব। এতে আমরা যে দুটি তার পাচ্ছি তাহল ফেজ ও নিউট্রাল। এবার মোবাইলের পেছনের কাভার খুলে ব্যাটারি খুলে নিলে দেখা যাবে যে ব্যাটারির সাথে ৩ টি পিন আছে।

সাধারনত ডান দিকেরটা ফেজ হয় আর বামের টা নিউট্রাল হয়। মোবাইল চার্জারের ইন্সুলেশন উঠানো তারগুলো এবার ব্যাটারির ফেজ এ ফেজ তার লাগাই আর নিউট্রাল এ নিউট্রাল তার লাগিয়ে ব্যাটারিটা আটকিয়ে বিদ্যুৎ সংযোগ দিলেই চার্জ শুরু হবে।

এতক্ষন‬ যে পদ্ধতিটি বললাম সেটা কারো করা সম্ভব না হলে নিচের এই পদ্ধতিটি করতে পারেন।

গোল চার্জার পিনের বাহিরের উজ্জ্বল অ্যালুমিনিয়ামের অংশটি হল ফেজ এবং ভেতরের ফুটোটা হল নিউট্রাল। বিশেষ কিছু মোবাইল সেট এর ক্ষেত্রে এর উল্টোটাও হতে পারে।

অতএব দুটি চিকন ইলেক্ট্রিক তার নিয়ে একটি ফেজে ও অন্যটি নিউট্রালে ভালভাবে লাগিয়ে মোবাইল এর কাভার খুলে এর ব্যাটারির ওই পিন গুলতে সংযোগ দিই। তাহলেই চার্জ শুরু হবে।

ইউ‬এসবি চার্জারের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য। চার্জারের বাহিরের অংশটি হল ফেজ আর ভেতরেরটি হল নিউট্রাল।

পূর্ব সুত্রঃ আমার ব্লগ

Level 1

আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

iPhone a kivabe korbo????

Nice Tune bro,,go ahead!!!!

dude এই সিস্টেমে চার্জ করতে গেলে ব্যাটারিও নষ্ট হবে সেটও নষ্ট হবে। আর চার্যারের কথা নাই বা বললাম।

    ব্রাদার আপনি যখন বিপদে পড়বেন, শুধুমাত্র তখন এই সিস্টেম অ্যাপ্লাই করবেন। বিপদের সময়ে নাই মামার চেয়ে কি কানা মামাই ভাল না? কিংবা চার্জারটি নষ্ট হয়ে গেলে এ সিস্টেমটি কাজে লাগাতে পারেন। মূল কথা হল টিউনটি ভালভাবে আয়ত্ব করে রাখুন। অ্যাটলিস্ট কিছু শিখতে তো পারবেন 🙂

    মোঃ আব্দুল কাউসার ওনার একটা ইনভেনশন শেয়ার করেছেন। ওমর ফারুক এবং Ratul007 দুইজনই ‍আরও ভাল কিছু করে দেখাতে পারেন।

টিটিতে এবং Ashiktech.com এরকম post চাই

Level 0

bro eto solpo giyan niye eshob tune korte hoina. r dc te positive n negtive thake ac te thake fase nutral. evabe charge korle phn n battery dutai nosto hoye jabe.

    মোঃ আব্দুল কাউসার ওনার একটা ইনভেনশন শেয়ার করেছেন। ওমর ফারুক এবং Ratul007 দুইজনই ‍আরও ভাল কিছু করে দেখাতে পারেন।

মোঃ আব্দুল কাউসার ওনার একটা ইনভেনশন শেয়ার করেছেন। ওমর ফারুক এবং Ratul007 দুইজনই ‍আরও ভাল কিছু করে দেখাতে পারেন।

ব্যটারির কোন সমস্যা হবে???