টিপস্ এন্ড ট্রিকস্ [পর্ব-০৬] :: Root এবং Unroot যে কোন ফোন, অসাধারণ সফটওয়্যারের সাথে!

আসসালামু আলাইকুম,

আবারো স্বল্প বিরতি দিয়ে চলে এলাম নতুন একটি টিউন নিয়ে। কারণ নেট ঘাটতে গিয়ে এমন একটি রুট এবং আনরুট করার  সফটওয়্যার পেলাম যা কিনা আপনাদের মাঝে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। সফটওয়্যারটির তথ্য মতে প্রায় ৮ কোটি ফোন রুট হয়েছে উক্ত সফটওয়্যারটির মাধ্যমে। উক্ত সফটওয়্যারটিতে আরো বেশ কিছু অতিরিক্ত ফাংশন আছে।

যে কোন ফোন এটির সাহয্যে রুট এবং আনরুট করতে পারবেন। এটির নাম হচ্ছে IRoot, পিসি ভার্সন। এটির সাহয্যে পিসি দিয়ে রুট এবং আনরুট করতে হবে। আপনার ফোনটি পিসিতে ইউএসবি কেবল দিয়ে সংযোগ দিয়ে

ডিবাগিং মুডে সিলেক্ট করুন, আপনার মোবাইল পিসিতে সংযোগ করার পর দেখবেন সফটওয়্যারটি রুট করার জন্য প্রয়োজনীয় ফাইল অটোমেটিক আপডেট নিবে এর জন্য ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

তারপর সাধারণ নিয়মে রুট করুন রুট অপসনটি সিলেক্ট করে। রুট হয়ে গেলে রির্স্টার্ট নিবে ফোন। ফোন রিস্টার্ট শেষ হলে রুট চেকার দিয়ে চেক করে দেখুন রুট হয়েছে কিনা।

আবার আনরুট করতে চাইলেও একইভাবে আনরুট করতে পারবেন।

সফটওয়্যারটিতে অনেকগুলো অপসন আছে  Flash, ringtone, battary boost ইত্যাদি। আমি সবগুলো নিয়ে ঘাটাঘাটি করার সময় পায়নি।
কিভাবে কি করতে হবে ভিডিও টিউটোরিয়ালে দেয়া আছে।  যারা সফটওয়্যারটি ডাউনলোড করতে চান  ভিডিও টিউটোরিয়ালে ডেসক্রিপসনে পাবেন।

Root and Unroot any android device just 1 click easy way

তবে যাই করুন নিজের রিস্ক এ কারণ রুট সম্বন্ধে ধারণা না থাকলে আপনার ভুলের কারণে সেট ডেড হয়ে গেলে আমি কিছু জানি না:P

FB

Level 0

আমি Zia Uddin Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যাদের ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, তারা সফটওয়্যারটি এখান থেকে resumable ডাউনলোড করে নিতে পারেন >>> https://userscloud.com/k6vs30pis4d3

i root টি কানেক্টিং এসে বসে থাকে।