জেনে নিন কিছু এক্সক্লুসিভ টিপস এবং সফটওয়্যার ছাড়াই যেসব কাজ করা সম্ভব।।।

আসসালামুআলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ। সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সবাই।  ভালো থাকাটাই সব সময়ের জন্য প্রত্যাশা। ইতিপূর্বে ব্যস্ততার কারণে লেখালেখি করা হয়ে উঠেনি। বৃহস্পতিবার আসলেই মনে আনন্দ চলে আসে যার ধারাবাহিকতায় এরকটি লেখা লিখে ফেললাম। ছোটখাট কয়েকটি টিপস শেয়ার করবো  আজ।  চলুন যথারীতি শুরু করি।কম্পিউটারে আমরা বাংলা লেখার জন্য অভ্র কিংবা বিজয়ের সহায়তা নিয়ে থাকি। কিন্তু অভ্র কিংবা বিজয় ছাড়াই এ কাজটি আপনি খুব সহজেই করতে পারেন গুগল ট্রান্সলেট দিয়ে।  বিশেষ করে ইউনিকোডে বাংলা লেখার ক্ষেত্রে এ বিষয়টি খুবই কার্যকরী।   কাজটি করার জন্য প্রথমে গুগল ট্রান্সলেট-এ যান। বাম পাশে বাংলা এবং ডান পাশে ইংরেজী ভাষা নির্বাচন করুন।  অতপর ইংরেজীতে টাইপ করুন বাংলা ভাষা, সেটি পরিবর্তন হয়ে যাবে বাংলায় এবং এ লেখা সবজায়গায় ব্যবহার করতে পারবেন।  সমস্যা একটাই এ কাজে আপনার ইন্টারনেট সংযোগ থাকা লাগবে।  উদাহরণস্বরূপ আপনি যদি লিখেন Amar nam aiman তবে সেটি বাংলায় পরিবর্তিত হয়ে দেখাবে আমার নাম আইমান। শুধু তাই নয়, ডান পাশে যথারীতি তার ইংরেজী অনুবাদও দেখতে পাবেন। ফলে একের ভিতর দুই সুবিধা।  আপনার ইংরেজী অনুবাদও জানা হয়ে গেলো।  নিচের ভিডিওটিতে ইউনিকোড লেখার প্রক্রিয়া ছাড়াও রয়েছে  আরেকটি মজার বিষয়।  সাম্প্রতিক অত্যন্ত  দুখজনক একটি ঘটনা একের পর এক ব্লগার হত্যা।  ঘটনা দেখে মনে হওয়া স্বভাবিক ব্লগার মানেইকি মেরে ফেলা???  কিন্তু গুগল ট্রান্সলেট এর এ ভিডিও দেখলে আপনার মনে এরকম মনে হতে পারে।  মাইরালা শব্দের অর্থ কেন ব্লগার হতে যাবে।  কিন্তু গুগল ট্রান্সলেটতো তাই প্রমাণ করছে। এ ভিডিওর মাধ্যমে বিষয়টি আরেকটু ষ্পষ্ট হবে।

ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু আপনি কি জানেন? উইন্ডোজ মুভি মেকার নামে অত্যন্ত কার্যকরী একটি সফটওয়্যার উইন্ডোজেই রয়েছে।  উইন্ডোজ এক্সপিতে সফটওয়্যারটি বিল্ট ইন অবস্থায় থাকে, অন্যান্য উইন্ডোজ এর ক্ষেত্রে সফটওয়্যারটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হয়।   উইন্ডোজ মুভি মেকার দিয়ে আপনি ভিডিও এডিট, বিভিন্ন ইফেক্ট সংযোজন, ট্রানজিশন সংযোগসহ অডিও এড করতে পারবেন।  এছাড়াও বিভিন্ন এনিমেশন এবং ছবি যুক্ত করে ছোট পরিসরে ভালো ইউনিক ভিডিও বানাতে পারবেন যা ইউটিউবে ইউনেক কন্টেন্ট হিসেবে কার্যকর ভূমিকা পালন করবে।   আপনার অপারেটিং সিস্টেম উইন্ডাজ এক্সপি না হলে এ লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যারা বাংলা ইংরেজী লিখি আমাদের প্রয়োজন বারবার মাউসে হাত না দিয়ে কীবোর্ড সর্টকাট এর মাধ্যমে একসাথে কাজ করা।  তাহলে একদিকে যেমন সময় বাচবে অন্যদিকে একদিকে মনযোগ দিয়ে দ্রুত কাজ করা যাবে।  এজন্য মাইক্রোসফট ওয়ার্ড এর হোম বাটনে ক্লিক করুন।  তারপর  ওয়ার্ড অপশনে ক্লিক করুন, এখাসে থেকে কাস্টমাইজে গিয়ে আপনি ফন্ট এর সর্টকাট টাইপ করে ইচ্ছামত সর্টকাট বানাতে পারবেন। অতপর কাজের সময় এসব সর্টকাট কাজে আসবে।  ভিডিও থেকে দেখে নিন কিভাবে এটি করবেন।
এবার মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি মজার বিষয় নিয়ে আলোচনা করছি।  মাইক্রোসফট ওয়ার্ডে আমরা বাংলা ইংরেজী একসাথে টাইপ দেখলাম। যদি এমন হয় আরবীও করা যাচ্ছে তবে কেমন হবে।  অবশ্য সেটি সর্বক্ষেত্রে নয় মনে করুন আপনি আমাদের প্রিয় নবী মোহাম্মদ (সাঃ) এর নাম লিখেছেন সেক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডই আপনাকে সহায়তা করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বা লিখতে। এজন্য ইংরেজীতে বাংলায় মোহাম্মদ লিখে একটি স্পেস দিয়ে  এফডিএফএ লিখুন তারপর কীবোর্ড থেকে কমান্ড টাইপ করুন অল্টার + এক্স। Mohammad fdfaAlt+X  এবার দেখুন আরবীতে চলে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।  ভিডিও দেখে আপনিও চেষ্টা করে দেখতে পারেন।  আমরা আমাদের প্রিয় নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললেও ওয়ার্ড সে ব্যবস্থা কিন্তু করে ফেলেছে। আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এজন্য মাইক্রোসফট কর্তৃপক্ষকে।

ইতিপূর্বে আমার অনলাইন আর্নিং সম্পর্কিত লেখাগুলো হয়তো আপনারা অনেকেই দেখেছেন। কেউ কেউ উপকৃত হয়েছেন। আবার কেউ কেউ হাল ছেড়ে দিয়ে অনলাইনে কাজের প্রতি বিরূপ প্রতিক্রিয়াও  ব্যক্ত করেছেন। আসলে প্রতিটি কাজেই পরিশ্রম করতে হয়, পরিশ্রম ব্যতিত সাফল্য সহজে ধরা দেয় না।   অনলাইনে আয়ের বিষয়ে ভিডিও সহ পরিপূর্ণ গাইডলাইন সম্পর্কিত সাম্প্রতিক আরেকটি আর্টিকেল লিখেছি, সবচেয়ে নির্ভরযোগ্য পথ নিয়ে এখানে আলোচনা আছে, যা আপনার উপকারে আসবে।  এবার হয়তো আপনি আয় করতে পারবেন।  দেরী না করে লেখাটি পড়ে ফেলুন। 

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন সবাই।


আমার ব্লগ। 


আমার ফেসবুক    এবং  ফ্যান পেজ। 


অনেক অনেক শুভ কামনা রইলো সবার জন্য।  

Level 2

আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Science & Engineering www.facebook.com/aimanbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বেশ ভালই লাগলো। নতুন নতুন পোস্ট আশা করি।

ইবুক পেতে এখানে দেখতে পারেন http://bnebookspdf.blogspot.com/