ভেঙে ফেলুন লক করা ফোল্ডার ৩০ সেকেন্ডে(ভিডিও সহ)

প্রথমেই মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। প্রতিবারের মত আমি অভিশুভ আছি আপনাদের সাথে...

যারা  ফোল্ডার লকের পাসওয়ার্ড ভুলে গেছেন, জরুরী ডাটাগুলো উদ্ধার করতে পারছেন না শুধুমাত্র তাদের জন্য... তাদেরকে আমি দেখাবো কিভাবে ফোল্ডার লক ভাঙ্গা যায়, আশা করি কেউ কারো ক্ষতি করার জন্য এই প্রসেসটি ইউজ করবেন না। আমি সবসময় টিউন করিনা, শুধু আপনাদের প্রয়োজনীয় বিষয় গুলো নিয়েই টিউন করি, প্রতিবারের মত আশাকরি এইবার ও আপনারা ভালো কিছু পাবেন... এবং আমি ভালো কিছু দেয়ার চেষ্টা সবসময় করি এবং আজও করব.
আরেকটা কথা--
"আমি শুধু মাত্র Lockerdir (লকার ডিরেক্টরি) সফটওয়ার ভাঙ্গার কাজটি করেছি অন্য গুলোতে কাজ করে কিনা আমার জানা নেই, চেষ্টা করে দেখতে পারেন"

আসুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি-
প্রথমেই ExplorerXP software টি নামিয়ে নিন এইখান থেকে

তারপর এটি অন্য সফটওয়্যারের মত সেটাপ দিয়ে নিন, সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন।

এইবার যে ফোল্ডারটি লক করেছেন সেটির উপর রাইট বাটন ক্লিক করে ExplorerXP দিয়ে ওপেন করুন।

তারপর

Thumbs.ms  এ ডাবল ক্লিক করুন।

com.1{}এই লেখাটির মত একটি লেখা আসবে সেখানে ক্লিক করুন তারপর

.a -এইখানে ক্লিক করুন

তারপর আসবে-

LastF - এইখানে ক্লিক করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত ডাটাসমুহ পেয়ে যাবেন।

এইখান থেকে আপনারা কাট কপি পেস্ট করে ডাটা সমূহ নিতে পারেন, চাইলে ডিলেট ও করতে পারেন।

ভিডিও তে আরও ভালভাবে দেখানো হয়েছে বুঝতে না পারলে ভিডিও দেখুন এইখানে

যেকোনো কিছু জানতে চাইলে টিউমেন্ট করুন...
ফেসবুকে আমি এইখানে
সাথে থাকার জন্য ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন, ভালো লাগলে আমার চ্যানেল লাইক টিউমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন ...
আশা করি পরবর্তীতে আপনাদের আরও মান সম্মত টিউটোরিয়াল উপহার দিতে পারব।

কষ্ট করে দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে এইখানেই বিদায় নিচ্ছি। শুভ রাত্রি

 

Level 0

আমি অভি শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি আমার ল্যাপটপের কিছু গুরুত্ব পুর্ণ ডাটা ফিরে পেয়েছি,
আশাকরি আপনি এই রকম আরো ভালো পোষ্ট দিবার চেষ্টা করবেন।

Wow, খু-ব-ই মজার সফটওয়ার ত। অনেক দিন ধরে খুজতে ছিলাম। যাযাকাল্রাহ

bro,,,,,,video download link ta dan plzzzzzzzzz