কম গতিসম্পন্ন Processor কে বানিয়ে ফেলুন উচ্চ গতিসম্পন্ন Processor

আমরা অনেকেই আমাদের কম্পিউটার এর গতি নিয়ে খুব বিপাকে পড়ি ।আমার তো আগে কম্পিউটার এ কাজ করতে গেলেই অনেক সময় লাগতো।এখন আমি সর্বোচ্চ গতি সম্পন্ন Processor বানিয়ে নিয়েছি আমার Processor কে।

আমি একা কেন এই সুবিধা ভোগ করবো??? আমার সারা বাংলাদেশের মানুষ যাতে এই সুবিধা ভোগ করতে পারে তাই আমি আমার সব ব্লগ এবং ওয়েব এ দিয়ে দিয়েছি। আসুন জেনে নেই এর পদ্ধতি।

প্রথমেই start থেকে run এ যান এবং নিচের coding লিখুন
Rundll32.exe advapi32.dll,ProcessIdleTasks

এরপর ok করুন । ব্যস হয়ে গেল,এরপর কম্পিউটার একাই কাজ করে নিবে।কাজ হয়ে গেলে কম্পিউটার restart করুন।

ভাল লাগ্লে জানাবেন।

Level 2

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চেষ্টা করে দেখব। তবে এখন না। এখন করলে কম্পিউটার বন্ধ হয়ে যাবে।

ধন্যবাদ আপনাকে মূল্যবান তথ্য শেয়ার করার জন্য।

আমারটা তো 2.6 GHz এটার ক্ষেত্রেও কী এরকম হবে জানাবেন

ভাইয়া আমি উইন্ডোজ ৭ ইউজ করি, রান এ গিয়ে পেষ্ট করলাম
কই কিছুইতো বুঝতে পারলাম না, কাজ কি হচ্ছে ?

আমিও উইন্ডোজ ৭ ইউজার আমাদের কমান্ট প্রন্টট আছে কিন্তু রান সরাসরি নাই এক্ষেত্রে সম্ভবত উইন্ডোজ ৭ এর এটি প্রযোজ্য নয়।

    জুয়েল ভাই উইন্ডোজ ৭ এর জন্য search-এ গিয়ে Run লিখে এন্টার চাপুন দেখুন চলে আসবে Run তারপর coding লিখে এন্টার দিন, তারপর কি হবে বা হচ্ছে সেটা রোমেল ভাই জানেন….হা হা হা

    এটা ভাই auto হয়ে যায়। এরপর শুধু pc restart মারা লাগে। ৫ মিনিট পর।ধন্যবাদ

ami intel core i3 2.93 ghz use kori. amr ta ki proyojon ase ata korar???

Level 0

ami xp use kori but kesui pelam na

ভাই যার কম্পিউটারে গতি কম তাদের ক্ষেত্রে প্রযোয্য বললে ভাল ছিল।

Level 0

ভাই আপনার ইংলিশ কোর্সের কি খবর?

চমৎকার ট্রিক্স, ধন্যবাদ। শরীর ভালো তো এখন?

    এখন আমি অনেক ভালো আছি,তবে ওয়েব ডিজাইন & প্রোগ্রামিং শকখাতে ব্যস্ত আছি।ধন্যবাদ

অনেক ধন্যবাদ রুমেল ভাই, এটা আমার জন্য দরকার কারন আমার প্রসেসর ১,৮৬ তাই আরও গতি দরকার, ভাল থাকুন

আমি নতুন সবার কাছ থেকে জানতে চাইছিযে কিভাবে কম্পিউটারের হাডডিস্ক,রেম প্রসেসর তথা যাবতীয় তথ্য।পদ্ধতিটা জানালে উপকৃত হব।

    CPU Z লিখে গুললিং করেন এবং এই সফটটি ডালো করেন, এবং খালি রান করেন আর কিছু বলার দরকার নাই।

আমি নতুন সবার কাছ থেকে জানতে চাইছিযে কিভাবে কম্পিউটারের হাডডিস্ক,রেম প্রসেসর তথা যাবতীয় তথ্য জানা যায়।পদ্ধতিটা জানালে উপকৃত হব।

donobad bai 🙂

ভাল লাগল। চালিয়ে যান।

এই কোডটা কিভাবে কাজ করে?

    এটা একটা .dll file এর মাধ্যমে processor এর idle অবস্থা কে নিষ্ক্রিয় করে দেয়।তাই processor এর গতি বেড়ে যায়।

এটা আমার দরকার হবে । ধন্যবাদ

আমারটা তো 3.6 GHz এটার ক্ষেত্রেও কী এরকম হবে জানাবেন

Level 0

ওস্তাদ কি দেখ্যালেন ।

Processor-এর speed কেমন বাড়ল সেটা কিভাবে বুঝব?Thanks.

ধন্যবাদ রোমেল ভাই খুবই কাজের টিউন

রোমেল ভাইইইইইই———–গতি কমলো না বাড়লো কিছুই তো বুঝতে পারছি না।

Level New

ভাইয়া,আমি SP2 ইউজ করি ।আমারটাতে রানে কোডিংটি লিখে এন্টার চাপলে rundll.exe টাইটেলে একটা উইন্ডোতে নিচের লেখাগুলো আসে:-

Error in advapi32.dll

Missing entry processIdleTasks

কি করব ভাইয়া ?

Level 0

overclock????????????

দেখি ব্যবহার করে,
ধন্যবাদ টিপসের জন্য।

Level 0

আসলে প্রসেসরের স্পীড আপ করে এর সর্বোচ্চ পারফরম্যান্স পাওয়া যায় তবে কখনই একই ক্লকস্পীডের একটি প্রসেসর তার উপরের লেভেলের প্রসেসরের সমান হতে পারবে না,অর্থাত পেন্টিয়াম-৪ এর স্পীড আপ করে এর ১০০% পারফরম্যান্স পাওয়া সম্ভব কিন্তু তা ডুয়েল কোর বা কোর টু ডুয়ো এর সমান হয়ে যাবে না। কিন্তু আপনার শিরোনামে অনেকটা তাই মনে হচ্ছে। এক্ষেত্রে শিরোনাম চেঞ্জ করা দরকার নয় কি?ধরুন,”প্রসেসরের পারফরম্যান্স ১০০% করুন” এই টাইপ?

    কোন প্রসেসর ই সর্বোচ্চ performance দিতে পারে না।তাই সেটি idle অবস্থায় থাকে। অর্থাৎ, ১০০% performance কন প্রসেসর এ পাওয়া যায়না। তাই যদি আপনি এ পদ্ধতি ব্যাবহার করে থাকেন তবে ৪০% বেশি স্পীড পাবেন।তাহলে এটা কি উচ্চগতি সম্পন্ন প্রসেসর এ পরিনত হল না?

ভেলকি না তো ?

go ahead…

পেস্ট মারলাম, রিস্টার্ট দিয়া দেখি কি হয়……