DU Meter এর লাইসেন্স খুঁজছিলেন ? ১০০০০০% ওয়ার্কিং লিংক, মিস কইরেন না

আসসালামু আলাইকুম। আশা করি ভাল আছেন এই রমজানে।  টেকটিউনসে এইটাই আমার প্রথম টিউটোটিয়াল।

অনেক হেল্প নিয়েছি আপনাদের থেকে, ভাবছিলাম আমিও চেষ্টা করি আপনাদের হেল্প করা যায় নাকি।

তাই এসেছি প্রথম একটা টিউটোরিয়াল নিয়ে। ভুল ত্রুটি অবশ্যই হবে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ইন্সপায়ার করবেন একটু। যাতে আপনাদের জন্য ভবিষ্যতে আরো ভাল কিছু নিয়ে আসতে পারি।

 

তাই কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি।

অনেক দিন ই বোধহয় খুঁজছিলেন, পেয়েছেনও আবার কিছু সময়ের জন্য কাজ ও বোধহয় করেছে। কিন্তু আবারো লাইসেন্স চায়, আমি নিজেও এই প্রবলেম এ পড়েছি, আপনারাও বোধহয় পড়েছেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই টিউটোরিয়াল টা ফলো করলে আপনি অবশ্যই সারাজীবনের জন্য DU Meter  চালাতে পারবেন ইনশাআল্লাহ।

 

আমি কথায় না কাজে বিশ্বাসী,তাই করে দেখিয়ে দিতে চাই। অনেক টিউটোরিয়াল দেখেছি আমি নিজে। সেখানে বলে দেয়া হয়েছে কিন্তু করতে গেলে দেখা যাচ্ছে হচ্ছে না। তাই আমি করে দেখিয়েছি ইউটিউবে।

আমি এখানে যদি ইমেজ স্ক্রিনশট নিয়ে দেখাতে পারতাম, কিন্তু আপনি ওতোটা বুঝতে পারতেন না। অথবা করতে পারতেন না কাজ টা, তাই দেখেই আসতে পারেন ইচ্ছে হলে।

যদি সত্যিই আপনার DU Meter এর লাইসেন্স টা অবশ্যই লাগে। তাও যদি আপনি না পারেন। Youtube  এ দেখে আসেন /অথবা এখানে টিউমেন্ট করেন সাপোর্ট দিতে রেডী আছি ভাইয়া।

যদি সাকসেসফুলি লাইসেন্স করতে পারেন তাহলে লাইক টিউমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দাবী রেখে দিচ্ছি যদি উপকার হয়। DU Meter Preview

 

 

 

 

আল্লাহ হাফেজ।

 

 

 

Level 2

আমি Shafikur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস