ভিসা চেক করুন একেবারে সহজে (ভিডিও সহ)

আসসালামু আলাইকুম

কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই কুশলেই আছেন।

আজ ভিসা চেক সংক্রান্ত একটি টিউন করছি আপনাদের জন্য। কিভাবে সিংগাপুরের ভিসা চেক করার যায় সেটা নিয়ে আলোচনা করব। কারণ ভিসা জালিয়াতির মাধ্যমে অনেক বড় বড় চক্র সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে শান্ত করে দেয়।

চলুন কিভাবে কাজটি করা যায়

প্রথমে আমাদের সিংগাপুর ম্যানপাওয়ারের ওয়েব সাইটে ঢুকতে হবে। সেখান থেকে e service বাটনে ক্লিক করলে নিচে অনেক মেনু আসবে সেখান থেকে Application Status Check via Work Permit Online (Non-login) তার পর যে পেজ আসবে সেখান থেকে  I Agree তে ক্লিক করুন। তার পর বাম পাশে  inquiry বাটনে ক্লিক করুন। সেখানে ক্লিক করলে একটি সাবমেনু ওপেন হবে এবার Work Permit Validity / Application Status  সিলেক্ট করলে নতুন আরো একটি পেজ আসব। সেখানে Passport no এবং Name সিলেক্ট করে পাসপোর্ট নম্বর এবং ভিসা প্রার্থীর পাসপোর্টে যে নাম আছে সেটা দিনে Next বাটনে ক্লিক করলে যে পেজ পাওয়া যাবে সেখান থেকে ৩ নম্বর অপশন সিলেক্ট করে work permit নম্বর এবং কত তারিখে পারমিট করা হয়েছে সেটা লিখে next বাটনে ক্লিক করুন। সব ঠিক থাকলে ভিসা প্রার্থীর তথ্য আসবে।

এ ছাড়া ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখানো হযেছে কিভাবে ভিসা চেক করবেন অত্যন্ত সহজে।

ভিডিও লিংকটি এখানেও পাওয়া যাবে

আমার ভিডিওটিতে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।

যে কোন প্রশ্ন থাকলে ফেসবুকে আমি

 

আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপি‍উটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস