কিভাবে ব্যবহার করবেন YouTube End Screen And Annotation ইউটিউবের নতুন ফিচার।

সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন!! অনেক দিন পর একটা ছোট টিপস শেয়ার করব। এটা সবার কাজে লাগবে না অবশ্য। শুধুমাত্র যারা ইউটিউবে কাজ করেন অথবা নতুন ইউটিউব ভিডিও নিয়ে কাজ করেন তাদের জন্য।

তো চলুন শুরু করা যাক, ইউটিউব কি নিশ্চয় সবাই জানেন। ইউটিউব নিয়ে বেশি কিছু বলব না। যেটা দরকার সেইটা হল YouTube End Screen And Annotation কি তা দেখানো এবং কিভাবে তা ব্যবহার করবেন নিম্মে দেখানো হল।

YouTube End Screen And Annotation কিঃ

ইউটিউব রিসেন্টলি End Screens নামে নতুন একটা অপশন রিলিজ করেছে! আপনারা যারা আগে থেকে ইউটিউবে কাজ করেন তারা নিশ্চয় ইউটিউব কার্ড অপশন এর সাথে পরিচিত। এটা ও প্রায় একই রকম। মানে আপনার ভিডিও এর শেষে আপনি আপনার অন্য ভিডিও গুলো প্রমোট করতে পারবেন। মানে কোন ভিউয়ার যদি আপনার ভিডিও টি শেষ পর্যন্ত দেখে তাহলে End Screen And Annotation দিয়ে যে ভিডিও গুলো প্রমোট করছেন সেগুলো তে ট্রাফিক পাওয়ার চান্স আছে।

কিভাবে ব্যবহার করবেনঃ

প্রথমে আপনার ইউটিউব চ্যানেল টিতে লগিন করবেন এবং ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করবেন।

YouTube End Screen And Annotation step 01

তারপর নিচের স্ক্রীনশট এর মত পেজ দেখতে পাবেন সেখান থেকে ভিডি ম্যানেজার এ ক্লিক করবেন।

YouTube End Screen And Annotation step 0২
YouTube End Screen And Annotation step 02

যেটাতে আপনি End Screen অপশনটি ব্যবহার করতে চান সেই ভিডিওটির নিচ থেকে Edit তারপর End Screen And Annotation এ ক্লিক করবেন।

YouTube End Screen And Annotation step 03
YouTube End Screen And Annotation step 03

তারপর নিচের ছবির মত কাজ করবেন। Add element থেকে যে ভিডিও গুলো এড করতে চান সেগুলো এড করে দিবে আপনার ভিউয়ার দের জন্য।

YouTube End Screen And Annotation step 04
YouTube End Screen And Annotation step 04

তো যাদের আমার লিখা বুঝতে সমস্যা হয় তারা ভিডিও টি দেখতে পারেন।

How To Use Youtube End Screen And Annotation To Get More Traffics On Your Videos

আমার চ্যানেল এর ভিডিও ভাল লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।

তো সবাই ভাল থাকবেন, সমস্যায় পরলে মেসেজ করতে পারেনঃ

http://www.fb.com/amrita.bijoy

http://www.twitter.com/amritadasbijoy

Level 0

আমি অমৃত দাশ বিজয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 248 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Trying to learn new somethings!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য। আশা করি অনেকে উপকৃত হবেন।