যে ২ মিনিটের টিপস্‌ জীবন বদলে দিতে পারে #১ – ইন্টারনেটে অযথা সময় অপচয় না করে নিজের কোয়ালিটি বাড়ান হাজার গুণ।

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

নো ফর্মালিটি, নো কথা বাড়াবাড়ি। তবুও অনেক দিন পরে যেহেতু- কেমন আছেন প্রযুক্তি বন্ধুরা? আজকের টিউন দুই মিনিটের প্রযুক্তি লাইফ হ্যাক অর্থাৎ ২ মিনিটেই জানবো ইন্টারনেটে অযথা সময় অপচয় না করে কীভাবে আপনার কোয়ালিটি হাজার গুণ বাড়াতে পারবেন? চলুন শুরু করি।

শুরুর কথাঃ

প্রযুক্তি এমন এক দুনিয়া যেখানে ছোট ছোট টিপস্‌ও আপনার জীবন আরও সহজ এবং প্রোডাক্টিভ করতে পারে। কিন্তু আমরা ফেসবুক, ইউটিউব এবং কিছু এডাল্ট কনটেন্টে এতো বেশি সময় নষ্ট করি যে কোয়ালিটি ছাড়া সামাজিক হয়ে যায়। বাস্তবিক অর্থে তার কোন মূল্য নাই। সেহেতু আপনি চাইলে নিত্য নতুন জিনিস শিখে নিজেকে অন্যদের থেকে আরও একটু আপগ্রেড করতে পারেন। যদিও আজকে জানবো শেখার পথে বাধা সেইসব সাইট থেকে দূরে থেকে কীভাবে নিজেকে প্রোডাক্টিভ করতে পারি।

আর সেইজন্য আমি একটি সহজ সমাধান বের করছি আমার নিজের জন্য। যেটা আপনাদের জন্য আজকের টু মিনিটস্‌ হ্যাকের প্রথম টিউন।

কীভাবে?

১. আপনার কম্পিউটার থেকে গুগল ক্রোম এবং ইন্টারনেট এক্সপ্লোরার (উইন্ডোজ ১০ Edge) ছাড়া সব ব্রাউজার আনইনিস্টল করে ফেলুন।

২. গুগল ক্রোমে এই এক্সটেনশনটা (Stay Focused) ইনস্টল/অ্যাড করে নিন।

৩. এবার নিচের স্ক্রিনশট অনুসারে অ্যাপস্‌টির সেটিং অপশনে যান।

৪. তারপর আপনি নির্দিষ্ট কিছু সাইট (যেমন ফেসবুক) কতক্ষণ ব্যয় করতে চান তা ঠিক করে দিন। Blocked Sites থেকে আপনি যে সাইটগুলোর জন্য টাইম নির্দিষ্ট করতে চান সেটা অ্যাড করে দিন।

৫. এখন থেকে আপনি ব্লকড সাইট ছাড়া সবই নিজের ইচ্ছামতো ব্যবহার করতে পারবেন, নিজের কোয়ালিটি বাড়াতে পারবেন। কারণ যে সাইটগুলোতে অযথা সময় ব্যয় হয় সেগুলো আপনি ব্লকড করে ফেলছেন।

যা মনে রাখবেন?

১. আপনি দিনে মাত্র একবার সেটিং পরিবর্তন করতে পারবেন। সেহেতু ভেবে চিন্তে সেটিং ঠিক করুন।

২. এমারজেন্সি যদি কিছু সময়ের পরেও ব্লকড সাইটে প্রয়োজন পড়ে, তখন কি করবো? এজন্যই আপনাকে ইন্টারনেট এক্সপ্লোরার পিসিতে ইনস্টল করে রাখতে বলছিই। কেন ইন্টারনেট এক্সপ্লোরার? কারণ এখানে কোন সাইট বেশিক্ষণ চালাতে আপনি স্বাচ্ছন্দবোধ করবেন না। :p

আজকে এই পর্যন্ত। দেখা হবে নেক্সট টিউনে। টেকটিউনসের  সাথে থাকুন। ভালো লাগলে বা কোন জিজ্ঞাসা থাকলে কমেস্ট অপশনেও আমাকে জানাতে পারেন।

সবশেষে ধন্যবাদ সবাইকে।

বিঃদ্রঃ টিউনটার একটা পারফেক্ট ক্যাটাগরি সাজেস্ট করতে পারেন। 🙂

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরে আরে সরদার ভাই যে 😮 কই ছিলেন এতদিন ? কেমন আছেন ?

    জ্বি হাবিব ভাই! ভালো আছি। টিটি ছাড়া কই থাকবো। তবে সামনে কিছু ভালো অবসর আছে তাই আবার টিউনে চলে আসলাম।
    অনেক অনেক ধন্যবাদ 🙂

good tune bro…

টাইটেল দেখে মনে হল কতভাল মানের একটা পোস্ট পাব আপনার কাছ থেকে কিন্তু সেইই পুরনো কথা নতুন করে বলা হল।

    টিউনটার মূল উদ্দেশ্য ফেসবুক বা তথাকথিত ইউটিউব ভিডিও নিয়ে দেখছি আপামর জনগণ মেতে উঠেছে, সেটা থেকে বিরত থেকে কিভাবে নিজেকে গঠনমূলক করতে পারে সেই জন্য। আর খুব শিঘ্রই একটা টিউন করার চেষ্টা করবো কীভাবে অন্য কোথা থেকে কীভাবে কি কি মাধ্যমে নিজের কোয়ালিটি ইনক্রিস করতে পারে সেটা নিয়ে। এটা জাস্ট নেক্সট টিউনের ফর্মালিটি টিউন। সাথে থাকবেন আশা করি।
    .
    অনেক ধন্যবাদ মত প্রকাশের জন্য জিল্লুর ভাই। 🙂

    It’s not a good way to build backlink for any site, it’ll take google as spam and you’ll be caught with penguin. Oh no! it’s a .tk site. So do as much as you like 😉