নিজের খেয়ে বনের মহিষ আর কতো দিন তাড়াবেন? চলুন এখন রকেট গতিতে সব ধরণের ওয়েব পেজ, ভিডিও অফলাইনেই দেখি, সেভ/বুকমার্ক করি এবং যখন ইচ্ছা তখন ডাটা খরচ ছাড়ায় নিজের কাজ মেটায়! (১০০% বৈধ এবং ভেরিফাইড মেথড)

কেমন আছেন প্রুযুক্তি বন্ধুরা। আইটি সরদার এর নতুন গিগা টিউনে আপনাদের স্বাগতম। আজকে আমরা পৃথিবীর সেরা এক নতুন প্রযুক্তি আবিস্কার অফলাইনেই কীভাবে ফ্রিতে ডাটা খরচ ছাড়াই আপনার ওয়েবের কাজ মেটাবেন সেটা দেখাবো এবং এটাই আজকের আমাদের টু মিনিটস্‌ হ্যাকের ১০০% বৈধ এবং ভেরিফাইড টিউন। চলুন শুরু করি।

কীভাবে?

আমরা অফলাইনে ওয়েবপেজ আর্টিকেল, ভিডিও এমনকি ৫০০+ জনপ্রিয় সাইট থেকে সরাসরি কোন টেকনিক্যাল প্যাচাল ছাড়াই আপনার প্রয়োজনীয় ওয়েবপেজ বুকমার্ক এবং সেভ করে সেটা পরবর্তী আপনার প্রয়োজন মতো সরাসরি কোন ডাটা খরচ ছাড়ায় দেখতে পারবেন।

আরও কিছু অ্যাপস্‌ এ ধরণের সেবা দিলেও সেটা মোবাইল, কম্পিউটার সব কিছু মিলেয়ে ১০০% পারফেক্ট ছিল না। সেদিক থেকে প্রযক্তি দুনিয়ায় পকেট (Pocket) আসার সাথে সাথে আলোড়ন সৃষ্টি করেছে।

আজকে আমরা দেখবো পকেট কীভাবে আপনার নিজের মতো ব্যবহার করবেন। (পরবর্তীতে একটা ভিডিও দিতে পারি টোটাল প্রসেস নিয়ে। দিলে এখানে অ্যাড করে দিবো।)

পকেট কাস্টমাইজ করে ব্যবহার পদ্ধতিঃ

১. প্রথমে আপনার ডিভাইসে পকেট ডাউনলোড করে ইনস্টল করে নিন। নিচে সব ধরণের ডিভাইসের ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক দেওয়া হলো-

২. আপনার সব কাজ প্রায় ডাউনলোড এবং ইনস্টলের পরে শেষ। যদি কম্পিউটারে ব্যবহার করেন তাহলে ব্রাউজারগুলোতে এড-অনস্‌ (মজিলা) এবং এক্সটেনশন ইনস্টল (ক্রোম) করে নিবেন।

কীভাবে কাজ করেঃ

১. এন্ড্রোইডের জন্য একবার অ্যাপটি গুগল প্লে থেকে ইনস্ট করলে। সেখান থেকে বের হয়ে যেকোন ওয়েব ব্রাউজারে ঢুকুন। আপনার কাঙ্খিত ওয়েব পোর্টাল ভিজিট করুন (যেটা আপনি পরবর্তীতে অফলাইনেও পড়তে চান বা সেভ/বুকমার্ক করে পরেও পড়তে চান)

২. এবার নিচের ছবির মতো আপনার মোবাইল ব্রাউজারের অপশনে ক্লিক করুন। দেখুন Share নামে একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করুন।

৩. এবার নিচের ছবির মতো Add To Pocket দিন।

৪. এবার পকেট অ্যাপস্‌টি ওপেন করুন। দেখবেন আপনার কাঙ্খিত ওয়েব পেজ সেখানে সেভ হয়ে আছে। এখান থেকে ক্লিক করে আপনি খুব সহজে কোন ডাটা খরচ ছাড়াই বা অফলাইনে নিইজটি পড়তে পারবেন। (তবে সেভ হতে ১০-১৫ সেকেন্ড টাইম নিতে পারে ফুল পেজটি ডাউনলোড হতে)

৫. এখন যখন খুশি আপনি অফলাইনে পেজটি বিজ্ঞাপন ছাড়াই ফ্রিতে দেখতে পারবেন, পড়তে পারবেন।

এভোবে যত খুশি ওয়েব পেজ আপনি সেভ করে নিন প্রয়োজন মতো পরে একসাথে পড়তে থাকুন। ইচ্ছা মতো পড়া শেষে ডিলিট করেও দিতে পারেন।

কম্পিউটারে কীভাবে করবেনঃ

১. প্র্রথমে এক্সটেনশনটি বাউজারে ইনস্টল করে নিন। (লিঙ্ক উপরে দেওয়া আছে)

২. তরপর কাঙ্খিত ওয়েব পেজ নিচের ছবির মতো ব্রাউজার অপশন থেকে সেভ করে নিন।

৩. এবং পকেট ওয়েব পেজে প্রবশ করে দেখুন কাঙ্খিত পেজটি সেভ হয়ে গেছে এবং সেটা আপনি ক্লিক করে পড়তে পারছেন।

এভাবে একের অধিক ইচ্ছামতো ওয়েবপেজ, ভিডিও আপনি সেভ/বুকমার্ক করে রাখতে পারেন। এমনকি ফোল্ডার করে নিজের ইচ্ছামতো কাস্টমাইজ করেও নিতে পারেন।

যা করে নিবেন অবশ্যইঃ

১. মোবা্‌ইলে সেভ বা বুকমার্ক করে কম্পিউটারেও চালাতে চাইলে বা উল্টা করতে চাইলে একস্ট্রা কোন কাজ নাই শুধু একই জিমেইল এড্রেস দিয়ে মো্বাইল বা কম্পিউটার অন্য যেকোন ডিভাইসে চালালেই হলো।

২. অবশ্যই সাইন-আপ করে নিবেন।

আশা করি টিউনটি আপনাদের কাজে লাগবে এবং ভালোও লাগবে। অন্যকে পড়ার সুযোগ করে দিতে টিউনটি শেয়ার করুন, একটু বেশি ভাল লাগলে প্রিয়তে রাখুন আর হ্যাঁ অবশ্যই নির্বাচিত টিউনের জন্য মনোনিত করুন।

আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য টিউনে। টেকটিউনসের সাথেই ভাল থাকুন আর কোন সমস্যা ভালা লাগা আমাকে টিউমেন্টে শেয়ার করুন।

ধন্যবাদ সবাইকে। 🙂

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি দুঃখের সাথে জানাচ্ছি যে, আমি আপনার টিউন এর মেইন বিষয় বস্তু বুঝতে পারি নাই। যে কোনো ওয়েবসাইট কি সেভের মতো কাজ টার কথা বলছেন? নাকি মনে করেন আমি Techtunes সেখানে সেভ করলাম। যখন খুশি সেখানে ভিজিট করে লেটেস্ট পোস্ট গুলা পড়তে পারবো? ডাটা কানেকশন বা মোডেম কি নেট connect করে রাখতে হবে কিনা সেটা পরিষ্কার করে বলেন নি তাই বুঝতে পারলাম না। অনেকখন চেস্টা করলাম…

    আমি বোঝাতে ব্যর্থ নাকি আপনি বুঝতে ব্যর্থ বুঝে উঠতে পারছি না। যাইহোক ধরুন আপনার দ্য নিউওয়ার্ক টাইমসের কোন আর্টিকেল পছন্দ হলো আবার প্রথম-আলোর কোন কলাম পছন্দ হলো এবং সেই সাথে অন্য কোন ব্লগের গুরুত্বপূর্ন আর্টিকেল পছন্দ হলো, এভাবে দিনে আমাদের প্রয়োজন মতো অনেক আর্টিকেল পড়তে হয় শেখার জন্য।

    কিন্তু আমরা কী সব একবার পড়েই জিনিসটা কাজে লাগাতে পারি অথবা হয়তো সময়ের কারণে জাস্ট সেটা এখন পড়তে পারছেন না। তখন কী করেন আপনি? যদি আপনি এমন কোন ওয়ে/অ্যাপস্‌ পান যেটা দিয়ে আপনি এই পেজটা সেভ /বুকমার্ক করে রাখতে পারেন। তাহলে কিন্তু আপনি পরে সেটা আপনি সহজেই সেই অ্যাপস থেকে বের করতে পারতেন। তাতে আপনার লেখাগুলো কোথা থেকে পেয়েছেন বা কোথায় যেন পড়েছিলাম এসব মনে করে ব্রেনের সময় নষ্ট করতে হচ্ছে না।

    এই টিউনটি সেই ধরনের একটি জনপ্রিয় অ্যাপস্‌ নিয়ে আলোচনা করা হয়েছে। সেম ভাবে টেকটিউনসের কোন টিউনও আপনি এভাবে সেভ করে বুকমার্ক বা সেভ করে পরবর্তীতে পড়তে পারবেন। (যদিও টেকটিউনসের কোন টিউন আমি এটা দিয়ে ব্যবহার করি নাই কখনও)

    অর্থাৎ এখানে আপনি ইচ্ছামতো সময়ে-অসময়ে প্রয়োজনীয় আর্টিকেল সেভ করে রাখবেন। সেটা পরবর্তীতে আপনি অফলাইনেও পড়তে পারবেন।

এর জন্য পকেট এর দরকার কি ?
এমনিতেই তো পেজ সেভ করে রাখা যায় ।

    কিন্তু সেভ/বুকমার্ক করা পেজ পরে নেট কানেকশন ছাড়া পড়তে পারেন কি? :p

আইটি সরদার Opera Mini তে ও এইটা করা যায়।

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।

    ধন্যবাদ মিঃ শোয়াইব ভাই যোগাযোগ করার জন্য। 🙂 Check your mailbox to find your desired information from me.

ইমরান তপু সরদার ভাইয়া শুধু নির্দিষ্ট আর্টিকেল সেভ করে রাখা যায় বললেন .. এমন কোন কিছু কি আছে যে পুরো ওয়েবসাইট টাই সেভ করে রাখা যায় এবং অফলাইনে পড়া যায়…? পকেট দিয়েই কি পুরো ওয়েবসাইট অফলাইনের জন্য কি সেভ করে ফেলা যায়..? উদাহরণ স্বরুপ কোন বাংলায় কোন টিউটোরিয়াল ওয়েবসাইট..
আপনার টিউন আমার খুব ভালো লাগে… ধন্যবাদ ভাইয়া আমাদের জন্য অনেক কষ্ট করে গবেষণামূলক টিউন উপহার দেয়ার জন্য…

    এরকম পদ্ধতি আগে দেখেছি। এক সময় টিউন করবো। ধন্যবাদ। 🙂