ফ্রী আনলিমিটেড কল করুন ইন্টারনেট থেকে মোবাইলে

আসসালামুওয়ালাইকুম।

অনেকদিন টেকটিউনে আসা হয়না। আজ আসলাম। এখন দেখি টেকটিনের জনপ্রিয়তা আগের থেকে অনেক কমে গেছে। আগে একটা টিউন হলে তাতে কিছু না কিছু টিউমেন্ট থাকত এখন অঙ্কে টিউন এ টিউমেন্ট দেখিনা। থাকবে কিভাবে অনেকে টিউন করে তাদের টিউনের মান অনেক কম। টেকটিউন মডারেটর কি করে বুঝতে পারিনা, অনেক সময় দেখি কি সব আজেবাজে টিউনও হট টিউনে চলে আসে কিন্তু মডারেটর কোন হস্তক্ষেপ করছে না। আসাকরি টেকটিনের মডারেটর আরো যত্নবান হবে।

যাক এবার আসল টিউনে আসি। আমাদের দৈনন্দিন জীবনে কল করা একটি গুরুত্বপূর্ন বিষয়। প্রতিটা কাজে আমাদের অন্যের সাথে যোগাযোগ করার প্রয়োজন পড়ে। বাংলাদেশে অনেক মোবাইলফোন কোম্পানি রয়েছে যাদের সিব ব্যবহার করে আমরা কল করে থাকি এবং এজন্য আমাদের কিছু আর্থিক খরচের প্রয়োজন পড়ে। কিন্তু দিনদিন এই খরচের পরিমান বেড়েই চলেছে। আপনি যদি আপনার সারা বছরের মোবাইল ফোনের পিছনে কত টাকা খরচ করেছেন তার একটা পরিসংখ্যান দেখেন তাহলে আপনি নিজেই চমকে উঠবেন। এই খরচের পরিমানটা আমরা ইচ্ছা করলেই শূন্যতে নামিয়ে আনতে পারি। মানে আপনার কল করাতে আপনার কোন টাকাই লাগবে না। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হবার মতই কথা কিন্তু এই কথা ১০০ ভাগ সত্য। আপনি একটা এন্ড্রয়ড এপস ব্যবহার করেই আপনার প্রয়োজনীয় ফোনালাপ সেরে ফেলতে পারেন এবং তা কোন বাড়তি খরচ ছাড়াই।

তো কিভাবে আমরা ফ্রি কল করব?

আপনাকে ফ্রী কল করার জন্য একটি এপস ব্যবহার করতে হবে। এপসটির নাম Whatscall .আপনি এটি এখানে থেকে ডাউনলোড করতে পারেন। কিন্তু সমস্যা আরেকটা আছে। আপনি এই এপস ইন্সটল করে বুঝতে পারবেন যে এটাও ক্রেডিট ব্যবহার করে কল প্রদান করে। এবং এই ক্রেডিট বিভিন্ন এড দেখেই আর্ন করা যায়। কিন্তু এইখানেই সমস্যা। আপনি যদি অনেক বেশী কথা বলতে চান তাহলে আপনার অনেক বেশী ক্রেডিট এর প্রয়োজন পড়বে। কিন্তু আপনি এত ক্রেডিট কিভাবে পাবেন। সারাদিন ধরে ক্রেডিট আর্ন করতে গেলে তো আপনার সময়ও অপচয় হবে।

তাহলে কিভাবে অনেক বেশী ক্রেডিট পেতে পারি?

এবার আসি আসল কথায়। আমি যেভাবে দেখাব তাতে করে আপনি এই এপসের মাধ্যমে আনলিমিটে ক্রেডিট আর্ন করার মাধ্যমে আনলিমিটেড কথা বলতে পারবেন। এতকিছু আমি যদি বলি তার থেকে যদি ভিডিও এর মাধ্যমে দেখাই তাহলে সেইটা আপনাদের জন্য আরো সুবিধাজনক হবে একারনে আমি নীচে ভিডিওতে দেখাচ্ছি আপনি কিভাবে Whatscall এর মাধ্যমে আনলিমিটেড ক্রেডিট আর্ন করে কথা বলতে পারেন।

আপনি আরো নতুন ট্রিকস পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পারেন। আর যদি ভিডিওটি ভাল লাগে তাহলে একটা লাইক দিবেন আসাকরি খারাপ লাগলেও ডিসলাইক দিতে ভুলবেন না। আর কোন প্রশ্ন থাকলে টিউমেন্টে জানাবেন।

ধন্যবাদ।

Level 0

আমি এস কে মিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 482 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এস কে মিরাজ। আমি একজন ছাত্র এবং পাশাপাশি একজন ফ্রীল্যান্সার । আমি ভিডিও এডিটিং , ভি এফ এক্স , গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজ করে থাকি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনিই বলুন আপনার টিউনটি কতোটুকু মানসম্পন্ন?
আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব, অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনসকমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।

    কিন্তু স্পাম পোস্টগুলি কিভাবে হট টিউনে যায় এইগুলি তো বুঝি না। আমার টিউনটি উচ্চ মানসম্পন্ন নয় মানলাম। কিন্তু আমি যেটা বলেছি সেইটিই তো দেখিয়েছি।

    উনার ভিডিও টি ইংরেজিতে ,। টেকটিউন্সের নীতিমালায় আছে কিনা ভেবে দেখবেন ।

আপনার কথা শুনে ভেবেছিলাম আপনি আজ সেই কিছু দেখাবেন । কিন্তু আপনি নিজে কি করলেন ? আপনার ভিডিও এর টাইটেল এ যে কথা টা বলেছেন তার কাজই ত দেখালেন না । আপনার টা যদি মান সম্মত হয় তাহলে আমরা চুনোপটি । আমরা যখন টিউন করে তখন সব লেখার চেষ্টা করি । তারপর যে অংশ টুকু লিখে বুঝাতে পারিনা তা ভিডিও আকারে দেই । আশাকরি অন্যর দোষ না খুজে নিজে ভালো টিউন করবেন । আর ভালো কথা হট টিউন এ স্পাম টিউন এর লিঙ্ক দিয়েন ত । আমি ত নিয়মিত থাকি কখনো ত দেখলাম না

    ভিডিওতে বিস্তারিত দিয়েছিলাম তাই ভেবেছিলাম লেখার দরকার হবেনা তবে আমি লিখেও দিচ্ছি। ধন্যবাদ সমালোচনার জন্য।