(Mozilla Firefox) ফায়ারফক্স কে আমি যেভাবে ব্যাকআপ রাখি

ফায়ারফক্স

নতুন করে OS (Operating System) দিলে ফায়ারফক্স কে আগের মতো সজাতে অনেক বেগ পেতে হয়, না হলে অন্য সফটওয়ার এর সাহায্য নিতে হয় । তারপর কিছু কমতি রয়েই যায় ।

আমি যেভাবে কোন সফটওয়ার ছাড়া ব্যাকআপ রাখি ,

প্রথম ফায়ারফক্স ওপেন করুন , Help মেনু থেকে "Troubleshooting Information" ক্লিক করুন , Troubleshooting Information উইন্ডো আসবে , এখানে আপনার ফায়ারফক্স এর সাধারন তথ্য পাবেন । "Profile Directory" পাশে "Open Containing Folder" বাটন এ ক্লিক করুন, নতুন একটি ফোল্ডার ওপেন হবে, আর এ ফোল্ডার এ যাকিছু আছে তাই আপনার ফায়ারফক্স এর যাবতিয়  অ্যাড অন্স, বুক মার্কস, কুকিস এমন কি আপনার ব্যক্তিগত সব ধরনের তথ্য ।

এই ফোল্ডার এর সব কিছু আন্য কোথাও সেভ করে রাখুন, এটাই আমার ব্যাকআপ । আবার যখন ফায়ারফক্স নতুন করে ইন্সটল দেবেন অথবা ফায়ারফক্স এ ঝামেলা হলে "Profile Directory" সব কিছু ডিলিট করে ব্যাকআপ এর সব ফাইল এখানে পেস্ট করে দিলেই আবার আগের মোত ফায়ারফক্স কে ফিরে পাওয়া যাবে

Level 0

আমি আলফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল, ধন্যবাদ।

Level 0

awesome tune, kaaj r tune e beshi kotha na lihleo chole