Cool Home Projects [পর্ব-০১] :: কিভাবে ইনসুলিন সেট দিয়ে সুন্দর চাবির রিং বানাবেন (ভিডিও সহ)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ?

আজকে আমি দেখাব  কিভাবে ইনসুলিন সেট দিয়ে সুন্দর একটা চাবির রিং বানাবেন। রিং টি অব্যশই চমৎকার হবে কথা দিলাম। দেখে নিন কি লাগবে এটি বানাতে

১। ৩ টি ইনসুলিন সেট
২। নাইলন সুতা

ইনসুলিন সেট গুলো আপনি বাজার থেকে ২৫ টা করে পার পিস কিনতে পারবেন। আর সুতো দরকার হবে ৫ টাকার।

চাইলে আপনি রিং টাকে বিভিন্ন কালার করতে পারেন। সেজন্য বাজার থেকে ফুড কালার কিনে এনে গরম পানিতে দিয়ে আপনার কালার করতে হবে। প্রতিটি পাতা আপনি আলাদা আলাদা কালার করতে পারেন।

কিভাবে বানাবেনঃ

প্রথমে সেট গুলো ভিডিও তে দেখে সুন্দর করে পিস পিস করে কেটে নিন। তারপর ছোট সিজার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিন। তারপর চিরিচিরি পাতার মত করে কাটুন।

ভিডিও ঃ

এভাবে ৭ থেকে ৮ টার মত পাতা বানান।

তারপর সব গুলোকে একত্রে করে সেট এর মাথাটা কেটে সুন্দর করে নাইলন দিয়ে আটকে দিন। এবার কালার করে নিন। ব্যস হয়ে গেল আপানার চাবির রিং।

Level 0

আমি মোঃ সাইফুদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় মোঃ সাইফুদ্দিন,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।