Cool Home Projects [পর্ব-০৪] :: লাভা ল্যাম্প-মন মাতানো চিত্তাকর্ষক এর অপর নাম

লাভা ল্যাম্প-ভাল লাগার অপর নাম।একটি চমৎকার মন ভোলানো সাইন্স এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্ট টি ভাল লাগবেই। যা লাগবে এই লাভা ল্যাম্প বানাতেঃ

  • ১। একটি গ্লাস
  • ২।ফুড কালার
  • ৩। সয়াবিন তেল
  • ৪। পানি
  • ৫। ক্যলবো সি ট্যাবলেট

প্রথমত হাফ গ্লাস এর একটু কম পরিমান পানি নিন। গ্লাসের উপরের অংশটুক সয়াবিন তেল দিয়ে পূর্ণ করুন। খেয়াল রাখবেন তেলের পরিমান যেন পানির থেকে একটু বেশি হয়।

তেলের উপরে কিছু পরিমান ফুড কালার ছেড়ে দিন।একটু সময় নিন যাতে ফুড কালার টা নিচে পানিতে গিয়ে মিশে। যে কোন  ফুড কালার নিতে পারেন।

কালার টা যখন পানির সাথে মিশে যাবে তখন ক্যালবো সি ট্যাবলেট টি পানিতে ছেড়ে দিন। এই ট্যাবলেট টি আপনি যে কোন ফার্মেসি তে পাবেন। অল্প কয়েক টাকা দাম নিবে।

আর ফুড কালার টি ও বাজারে কিনতে পাবেন। ক্যালবো সি ট্যাবলেট টি পানিতে ছাড়া পর দেখুন মজা।  খুবই চিত্তাকর্ষক দেখতে লাগবে যা না দেখলে বুজতে পারবেন না। ভিডিও টি দেখুন নিচেঃ

ভাল লাগলে টিউনটি শেয়ার করার অনুরোধ রইল।

Level 0

আমি মোঃ সাইফুদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

https://www.techtunes.io/chain-tunes/life-hacks
টেকটিউনসে এর আগে একই টিউনের শিরোনাম দিয়ে চেইন করা হয়েছে। আপনার টিউনের শিরোনামগুলো আপডেট করুন। ধন্যবাদ