ইউটিউব থাম্বনেল বানান পাওয়ার পয়েন্টে খুব সহযে (যাদের ভালো ফটোশপ জ্ঞান নেই)

আজকাল ইউটিউব একটা ক্রেজ এ পরিণত হয়েছে।  থাম্বনেল কিন্তু ইউটিউব এ ভিউ পাবার অন্যতম একটা ইস্যু। ভালো থাম্বনেল দেখে অনেক সময় ই ভিসিটর আসে। সবাই তো আর ভালো ফটোশপ এর কাজ করতে পারে না। কিন্তু পাওয়ার পয়েন্ট ব্যবহার করে সহযেই ড্রাগ এন্ড ড্রপের সাহায্যে নজরকাড়া থাম্বনেল তৈরী করা যায়। আজকে আমরা দেখবো এই কিভাবে পাওয়ার পয়েন্টে ড্রাগ এন্ড ড্রপের সাহায্যে খুব সুন্দর থাম্বনেল তৈরী করা যায়।

সংযুক্তিঃ যেহেতূ ড্রাগ এন্ড ড্রপ এর সাহায্যে তৈরী করা হবে তাই আগেই সকল ইমেজ অর্থাৎ যা যা লাগবে যেমন আপনার চ্যানেলের লগো, আনুষংগিক ইমেজ সব একযায়গায় বা একটি ফোল্ডারে রেখে দেবেন যেনো কাজের সময় খোজাখুজি করতে না হয়। যে সকল ছবির যতোটুকু প্রোয়োজন, তত তুটুকুই রাখবেন। যাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দরকার তাদের ব্যাকগ্রাউন্ড আগেই রিমুভ করে রাখবেন। যেহেতু ড্রাগ এন্ড ড্রপ সিস্টেমে কাজ করবেন তাই ইমেজ ফরম্যাট পিএনজি (.png) ফরম্যাটে হলে ভালো হয়। কারন এতে ইমেজের কোয়ালিটি কমে যাবে না। আমি অফিস ২০০৭ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো অফিস প্রোগ্রাম ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। লক্ষ্য রাখবেন, সেভ করার সময় save as এ গিয়ে jpeg ফরম্যাট সেট করে নিতে হবে।

আজ আর কি, ভিডীও টা দেখুন, আরো ক্লিয়া হয়ে যাবে। আশা করি সমস্যা হবে না, কারন এটা খুব সহয একটা কাজ। তারপরেও সাথে আছি, টিউমেন্টে জানাবেন কিছু দরকার হলে।

ভালো থাকবেন সবাই।

Level 0

আমি শেখ রাশেদুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 226 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ মরে গেলে পচে যায়, বেচে থাকলে বদলায়। কারনে - অকারনে বদলায়। ---------------------------- আমি ও বদলাতে চাই। কিন্তু সবার ভালবাসায়, ভালভাবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস