পাসোয়ার্ড দিন যে কোন প্রোগ্রামে এমনকি ইউএসবি পোর্টেও :: একটি ফ্রি দেশী সফটওয়্যার

ভূমিকা:

কখনো কি এরকম দেখেছেন-ভাইরাস আপনার কাছে পারমিশন চাচ্ছে যে সে আপনার কম্পিউটারে হামলা চালাবে কিনা? কি! পারমিশন দেবেন তখন? নিশ্চয় এমন অভিজ্ঞতা আছে যে আপনার কোন একটা পিসিতে গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে বিধায় আপনি চান এটিকে ভাইরাস ফ্রি রাখতে। আপনি যথেষ্ট সচেতনও বটে বিধায় খুব সাবধানেই পেন ড্রাইভ ব্যবহার করেন কিন্তু প্রায়শই কোন নবীশ ইউজার যেকোন ক্রমেই পেন ড্রাইভ থেকে অনভিজ্ঞতা বশত ভাইরাস ছড়িয়ে দিয়ে আপনার সিস্টেমের বারোটা বাজিয়ে দেয় এমনকি আপনার কোন দরকারী ডকুমেন্টসও হয়তো চুরি করে নিয়ে যাচ্ছে পেনড্রাইভে করে।

এতো গেলো সিকিউরিটির কথা আবার এমনো অভিজ্ঞতা নিশ্চয় আছে যে আপনার অফিসে হয়তো এন্টিভাইরাস আপডেটের জন্য নেটের লাইন লাগিয়ে রেখেছেন কিন্তু এর অপব্যবহার করছে কোন কর্মী সারাদিন ফেসবুকে গেমস খেলে কিংবা তার কাজ খেলে সারাদিন ধরে তাস (হার্টস) খেলে। মাত্র সকাল বেলা পিসিটা ঠিকঠাক করলেন নতুন উইন্ডোজ সেটআপ দিয়ে বিকেলে এসে দেখছেন যত্তোসব হাবিজাবি ইনষ্টল করে সেই আগের অবস্থা।

এ ধরনের সমস্যা মোটেও নতুন কিছু নয় এবং এগুলো সমাধান করার জন্য অনেক ধরনের সফটওয়্যার (যেমন ডিপ ফ্রিজ)পিসিতে ইনষ্টলও করা আছে কিন্তু তারপরও কিছু সমস্যা যেনো থেকেই যাচ্ছে। আমি নিজেও একসময় কর্পোরেট পর্যায়ে ডিপ ফ্রিজ ব্যবহার করতাম কিন্তু এটি দিয়ে ডাটা চুরি ঠেকাতে পারিনি। আবার এটি সবসময় সিস্টেমে রান থেকে রিসোর্স ব্যবহার করতে থাকে।

যদি এই সব সমস্যার সমাধান মাত্র ৮৮ কেবি একটি পোর্টেবল সফটওয়্যার দিয়ে সল্ভ করা যায় তাহলে নিশ্চয় মন্দ হয়না। যেটি কিনা আবার তার নিজের কাজ ব্যতীত কখনোই সিস্টেমে ভিজিবল বা ইনভিজিবল কোন মোডেই রান থাকবেনা।

ইতিহাসটা একটু লম্বা করে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। কর্পোরেট পর্যায়ে ব্রডকাষ্ট নিয়ে কাজ করছি সুদীর্ঘ সময় ধরে কিন্তু আমার পেছনে ফেলে আসা ফিল্ড হচ্ছে আইটি তাই নিয়মিতই আইটি বিভাগের কর্মীদের সাথে আলাপচারিতা হয় তাদের বিভাগের সুবিধা অসুবিধা সম্পর্কে। আমার অফিসে যারা কম্পিউটার ব্যবহার করে তারা প্রায় মোটামুটি সবাই কম্পিউটারের দক্ষ ব্যবহারকারীই বলতে পারি। কিন্তু এই দক্ষতাকে তারা অপব্যবহার করতেও সমান তালে দক্ষ।

অনেক সময় তারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে ব্যবহার করে আবার অনেক সময় কাউকে বিপদে ফেলার জন্য অথবা কোন কাজকে দেরী করিয়ে দেয়ার জন্য করে। এদের এই অতিদক্ষতার কাছে আইটি বিভাগ সারাদিন অকারণে দৌড়ের উপর থাকতে হয়।

একটা সিস্টেম ঠিক করার সাথে সাথে আরেকটা নষ্ট করে (করিয়ে) বসে থাকে। আর পেন ড্রাইভের দৌরাত্মতো আছেই। আমাদের অফিসে অনেক সংবেদনশীল ডাটা (ভিডিও ফুটেজ) নিয়ে কাজ করা হয় যা সম্প্রচারের আগে বাইরে প্রকাশ ঝুঁকিপূর্ণ এবং বড় ধরণের ক্ষতির কারণও হতে পারে। কিন্তু পেন ড্রাইভের অপব্যবহারে এই অতিদক্ষরা সুক্ষ্মভাবে চুরিবিদ্যা এখানে প্রয়োগ করে থাকেন। তাদের ঠেকাতে গিয়ে আইটি বিভাগ প্রতিদিনই গলদঘর্ম। যাইহোক আইটি এ সমস্যা থেকে উত্তরণ পাবার জন্য অনেক কিছুরই ব্যবহার করেছে কিন্তু কোন সিকিউরিটিই ষ্ট্যাবল হয়নি।

কারণ যে সিস্টেমগুলোর (ভিডিও এডিটিং প্যানেল) ব্যাপারে কথা হচ্ছে সেগুলোর মুল শর্ত হচ্ছে কোন প্রকার রিসোর্স হাঙরি এপ্লিকেশন রান করানো যাবেনা। আইটিকে সহযোগিতা করার জন্য কোম্পানীর একজন ডিরেক্টর আমাকে অনুরোধ করলেন। কাজে লেগে গেলাম। টানা ৬ মাস পরীক্ষা-নিরীক্ষার পর প্রথমবারের মত রিলিজ করা হলো "ডিফেন্ডার" মানে রক্ষক। এই ছিল আমার এই সফটওয়্যারটির সংক্ষিপ্ত ইতিহাস এবার দেখা যাক কি কি রয়েছে ডিফেন্ডারে।

বিশেষ বিশেষ দ্রষ্টব্য: পুরো টিউনটি না পড়ে কেউ এই সফটওয়্যারটি ইনষ্টল করবেন না। প্লিজ।

ফিচার:

  • (১) কোন প্রকার পেনড্রাইভ/পোর্টেবেল মেমোরী/ইউএসবি ম্যাস ষ্টোরেজ ডিভাইস কর্তৃপক্ষ বা নির্দিষ্ট ব্যক্তির অনুমতি ছাড়া ব্যবহার করা সম্ভব নয়। ডিফেন্ডারের সিকিউরিটির সাহায্যে আপনার সিস্টেমে ইউএসবি পোর্টটিকে পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখা হবে। যার দ্বারা কেবল মাত্র নির্দিষ্ট পাসওয়ার্ড প্রদানের সাপেৰেই যেকোন ইউএসবি ষ্টোরেজ ডিভাইস বা পেনড্রাইভ ব্যবহার করা যাবে। অন্যথায় সিস্টেম পেনড্রাইভকে ডিটেক্টই করবেনা। ভাইরাস ছড়ানোতো অনেক পরের ব্যাপার। পেনড্রাইভের মাধ্যমে ডাটাচুরির ব্যাপারে নাকে তেল দিয়ে ঘুমান।
  • (২) ধরুন আপনিই আপনার পিসিতে ডিফেন্ডার ইনষ্টল করে ব্যবহার করছেন এবং ইউএসবি ষ্টোরেজ ডিভাইসও এনাবল করা আছে। কিন্তু ডিফেন্ডার ইনষ্টল করা থাকলে অটোম্যাটিক্যালি আপনার পেন ড্রাইভ রান হয়ে সিস্টেমে ভাইরাস অটোমেটিক রান করতে পারবেনা। অর্থাৎ আপনার সিস্টেমের অটোম্যাটিক রান ফিচারটি সিকিউরিটির কারণে ডিফেন্ডার বন্ধ করে দিবে।
  • (৩) নাইবা পেনড্রাইভ অটোম্যাটিক ভাইরাস ছড়ালো কিন্তু আপনি নিজেও হয়তো অসচেতন ভাবে ডাবল ক্লিক করে পেনড্রাইভ ওপেন করতে গিয়ে ভাইরাস ছড়িয়ে দিতে পারেন। না। সম্ভব নয়। যদি আপনার পেনড্রাইভ ভাইরাস এফেক্টেড হয়ে তাহলে ডাবল ক্লিক করার সাথে সাথে ডিফেন্ডার উক্ত ভাইরাসকে ব্লক করে দিয়ে আপনার কাছে পারমিশনের জন্য পাঠাবে, হোক সেটা exe, bat, com যেকোন এক্সটেনশনের। কি!!! দেবেন পারমিশন?
  • (৪) একটা ভাইরাসের কথা নিশ্চয় ভুলে যাননি। ভাইরাসটির চেহারা হুহুব ফোল্ডারের মত আর পেনড্রাইভের মুল ফোল্ডারগুলো লুকিয়ে ওই নামগুলো নিজে নিয়ে বসে থাকে। খুব জ্ঞানী কারও ধোঁকা খাওয়ার ব্যাপক সম্ভাবনা এই ভাইরাসটায়। কিন্তু ডিফেন্ডার থাকলে নিশ্চিন্ত। ভাইরাস হলে ডিফেন্ডার আটকে দেবে এটিকে তৎক্ষনাত।
  • (৫) ডিফেন্ডার ইনষ্টল করা থাকলে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অন্য কোন প্রোগ্রাম ব্যবহার বা ইনষ্টল করা যাবেনা। ডিফেন্ডারের মাধ্যমে আপনি ইচ্ছে করলে ইউজার কোন কোন সফট্ওয়্যার ব্যবহার করতে পারবে তার একটি তালিকা তৈরী করে দিতে (আনব্লক লিষ্ট) পারবেন বিধায় ঐ তালিকার বাইরে কোন সফটওয়্যার কোন ইউজার ব্যবহার করতে পারবেনা। ব্যবহার করতে হলে কর্তৃপক্ষকে জানিয়ে পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করতে হবে। এমনকি কোন সফটওয়্যার ইনষ্টলও করা যাবেনা (কিছু বিশেষ ধরণের ইনষ্টলার ব্যতীত, তবে ফাইনাল বিষয় একই)। অন্য আর একটি লিষ্ট আপনি তৈরী করে দিতে পারবেন (পারমানেন্টলি ব্লকড লিষ্ট) যেখানকার তালিকাভুক্ত সফটওয়্যার গুলো কোনক্রমেই রান করানো সম্ভব নয় বা এই তালিকার সফটওয়্যারগুলো রান করাতে গেলে কোন প্রকার ম্যাসেজ বা কোন পাসওয়ার্ডও চাইবেনা এবং রান করার চেষ্টাও করবেনা। সন্দেহজনক কোন ফাইল যেমন ভাইরাস রান করতে গেলে আপনি তাদেরকে এই তালিকাভুক্ত করে দিতে পারেন যাতে করে ভবিষ্যতে আর রান করার চেষ্টাও না করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে সিস্টেমের কিছু সেটিংসের উপরও আপনি বাধ্যবাধকতা সেট করে দিতে পারেন যেমন সিস্টেমের তারিখ, স্ক্রীণ রেজুলেশন ইত্যাদি।
  • (৬) ডিফেন্ডার আপনার সিস্টেমকে অনেকপ্রকার অনাহুত সেটিংসের হাত থেকে বাঁচাতে পারে। এর সাহায্যে আপনি আপনার পুরো পিসির কন্ট্রোল নিজের হাতে নিয়ে নিতে পারেন। একটু পরেই এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে।
  • (৭) ডিফেন্ডার ইনষ্টল করা পৃথিবীর সহজতম কাজটির মধ্যে একটি। কেবল মাত্র একটি ডাবল ক্লিক। ব্যাস রিয়েলটাইম ইনষ্টলেশন কমপ্লিট। সাথে সাথেই আপনার সিস্টেম প্রোটেক্টেড। তবে রিসোর্স নিয়ে চিন্তিত, এটি আপনার সিস্টেমে এখনই রান অবস্থায় নেই বিধায় কোন রিসোর্সও সে ব্যবহার করছে না। যখনি কোন আক্রমণ আসবে তখনি এটি শুধুমাত্র ঐ সময়টুকুর জন্য রান করবে। বিষয়টি আপনি যে কোন প্রকার সিস্টেম রিসোর্স মিটার টাইপের টুলস দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আপনি এর অস্তিত্বও পাবেন না কারণ ডিফেন্ডার কোন কাজের বাইরের সময়টুকু স্লিপ  মুডে থাকে। আরো বিস্তারিত বুঝতে চাইলে কোন এ্যাডভান্সড টুলস দিয়ে গ্লোবাল ষ্টার্টআপ চেক করে দেখতে পারেন।
  • (৮) কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ডিফেন্ডার আনইনষ্টল করা সম্ভব নয় কারণ এটিকে আনইনষ্টল করতে হলে পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে।
  • (৯) ডিফেন্ডারের কাজ সম্পাদনের রয়েছে পাসওয়ার্ড প্রোটেক্টেড কমান্ড লাইন। শুধুমাত্র নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়েই নির্দিষ্ট ব্যবহারকারী ফুল গ্রাফিক্যাল মোডে না গিয়েই কমান্ড লাইনের মাধ্যমে সব ধরণের কাজ সম্পাদন করতে পারবেন।

কিভাবে ব্যবহার করবেন:

ডিফেন্ডার এখান থেকে ডাউনলোড করে আনজিপ করে নিন। এবার ফাইলটির উপর ডাবল ক্লিক করুন। কোন কিছুই আসবেনা। এর মানে হচ্ছে ডিফেন্ডার ইনষ্টলেশন কমপ্লিটেড। এবার যে কোন একটা সফটওয়্যার চালুর চেষ্টা করুন। সাথে সাথেই পাসওয়ার্ড চেয়ে ডিফেন্ডারের সাথে আপনার প্রথম সাক্ষাত হবে। ডিফেন্ডারের প্রথমবারের অর্থাৎ ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে  rubel । সুতরাং পাসওয়ার্ডের ঘরে rubel লিখে এন্টার দিন। যে সফট্ওয়্যারটি চালু করতে চেয়েছিলেন সেটি স্বাভাবিকভাবেই চালু হবে। ডিফেন্ডার স্লিপ মোডে চলে যাবে। এটি হচ্ছে ডিফেন্ডারের সাধারণ ব্যবহার।

এবার আপনার চালু করা সফটওয়্যারটি বন্ধ করে দিন। পুনরায় চালু করুন আবারো পাসওয়ার্ড চাইবে। না এবার আর পাসওয়ার্ড না দিয়ে পাসওয়ার্ডের সাথে  add লিখে এন্টার প্রেস করম্নন মানে পাসওয়ার্ডের ঘরে আপনার সম্পুর্ণ লাইনটি হবে rubeladd  সফটওয়্যারটি চালু হলো এবং সেই সাথে এই সফটওয়্যারটির ভবিষ্যতে চালু হবার জন্য আর কোন প্রকার পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। অর্থাৎ সফটওয়্যারটি আনব্লকড থাকবে এবং যে কেউ পাসওয়ার্ড ছাড়াই এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবে মানে এই সফটওয়্যারটি ডিফেন্ডারের আওতামুক্ত।

এবারে একটি ভাইরাসকে কিভাবে ব্লক করতে হবে তার উদাহরণ দেখি একটি গেমসের মাধ্যমে । start>programs>games>hearts.exe ক্লিক করে হার্টস গেমসটি চালু করুন। পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডের ঘরে  rubel লিখে একই সাথে no লিখে এন্টারদিন মানে rubelno লিখে এন্টার দিন (ডিফল্ট পাসওয়ার্ড rubel যতক্ষণ না আপনি এটি পরিবর্তন করছেন)। এখন থেকে এই সফটওয়্যারটি অর্থাৎ গেমটি মৃত। এটি আর কখনো পাসওয়ার্ড চাইতে আসবেনা মানে এই অপারেটিং সিস্টেম এবং ডিফেন্ডারের জীবদ্দশায় আপনি আর চালু করতে পারবেন না যদি পরবর্তীতে কখনো চালু করতে হয় তাহলে কিভাবে করবেন তা নিচের প্যারায় দেখুন। এই কমান্ডটি প্রয়োগ করবেন শুধু মাত্র চরম সন্দেহজনক ফাইলের এক্সিকিউশনের সময় যেমন ভাইরাসের সময়। কি মজা তাইনা ভাইরাস আপনার পিসিতে আছে কিন্তু মৃত অবস্থায় এক কোনে পড়ে আছে।

ব্লক আর আনব্লক দেখলাম এবার এর গ্রাফিক্যাল মুডটা একটু দেখে নেয়া যাক। কোন একটি প্রোগ্রাম চালু করুন। কনফার্ম পাসওয়ার্ড চাইবে আগের মতই। এবার পাসওয়ার্ডের ঘরে rubel অর্থাৎ মুল পাসওয়ার্ড লিখে কোন ফাক না দিয়ে তার সাথে show লিখে দিন।

ডিফেন্ডার এবার তার ফুল ভিউ নিয়ে আপনার সামনে হাজির হবে। দুটি লিষ্ট দেখতে পাবেন দুই দিকে। বা দিকে টা হচ্ছে আনব্লক লিষ্ট অর্থাৎ সেসমস্ত সফটওয়্যারের জন্য কোন পাসওয়ার্ডের প্রয়োজন নেই আর ডান দিকেরটা হচ্ছে মৃত সফটওয়্যারের তালিকা। যদি কোন সফটওয়্যারকে আনব্লক বা মৃত তালিকা থেকে বাদ দিতে হয় তাহলে সিলেক্ট করে নিচের ডিলেট বাটনে ক্লিক করে মুছে দিন আগের অবস্থায় ফিরে যাবে।

এবারে Change PWD বাটনে ক্লিক করম্নন। নতুন পাসওয়ার্ডের জন্য ইনপুট বক্স আসবে। নতুন পাসওয়ার্ড সেট করে এন্টার দিন এখন থেকে এইমাত্র সেট করা পাসওয়ার্ডই আপনার পরবর্তী পাসওয়ার্ড হবে এবং কমান্ড লাইনে কোন কমান্ড দিতে হলে নতুন সেট করা পাসওয়ার্ডের সাথে ব্যবহার করতে হবে। এখানে উল্লেখ্য যে এই ভার্সণে আপনি পাসওয়ার্ড রিকনফার্ম করার কোন চান্স নেই বিধায় একবারই ইনপুট দিতে হবে সুতরাং সতর্ক হয়ে পাসওয়ার্ড দিন। পরবর্তী ভার্সণে এটি ফিক্স করে দেয়া হবে। ডিফেন্ডারের পাসওয়ার্ড নিয়ে খুব সাধারণভাবে কাজ করা হয়েছে অর্থাৎ এটি এনক্রিপটেড নয় এবং রেজিষ্ট্রিতে সেভ করা আছে (হায় হায় বলেই দিলাম)। সমস্যা নেই কারণ রেজিষ্ট্রি এডিটর খুলতে গেলেও কিন্তু পাসওয়ার্ড লাগবে। যাদের হ্যাক করার ইচ্ছে বা কৌতুহল আছে তারা একটু চেষ্টা করে দেখুন, হয়তো আমার পরবর্তী ভার্সণের জন্য কাজে লাগবে।

দুটি লিষ্টেরই নিচের দিকে Export এবং Import নামের বাটন আছে। এগুলো মুলত আপনার বর্তমান পিসির সেটিংস অন্য কোন পিসিতে নিতে চাইলে Export বাটনে ক্লিক করম্নন। আনব্লক লিষ্টের জন্য explist.rbl এবং ফাইনাল ব্লক বা মৃত লিষ্টের জন্য explistno.rbl নামের ফাইল যে লোকেশন বা ফোল্ডার থেকে আপনি ডিফেন্ডার রান করছেন সেখানে তৈরী হবে। নতুন অপারেটিং সিস্টেম দিলে অথবা অন্য কোন পিসিতে লিষ্ট ট্রান্সফার করতে চাইলে ডিফেন্ডার যেখান থেকে রান করবে সেই ফোল্ডারে রেখে Import বাটনে ক্লিক করম্নন। আপনার লিষ্টে চলে আসবে।

ডিফেন্ডার ইনষ্টল করার পর প্রথমবার পিসি রিষ্টার্ট দিলে দেখবেন অনেকবার ডিফেন্ডার চালু হয়ে আছে অর্থাৎ পাসওয়ার্ড চাচ্ছে। এর মানে হচ্ছে আপনার যে  সমস্ত সফটওয়্যারগুলো ষ্টার্টআপে ছিলো সেগুলোর জন্য আপনার কন্ডিশন সেট করতে হবে। হয় জীবিত নয় মৃত। খুব সাবধানে খেয়াল কারণ যে ফাঁক গলে কোন ভাইরাসকে না আবার আনব্লকড লিষ্টে এড করে ফেলেন কিনা । ভাইরাস সন্দেহ হলে [password]no কমান্ড দিয়ে মৃতদের তালিকায় পাঠিয়ে দিন। আপনার পিসি থাকবে ভাইরাস মুক্ত।

এতো ধরনের সিকিউরিটির পরও যদি আপনার মন না ভরে তাহলে আছে আরো চমক। পাসওয়ার্ডের ঘরে [yourpassword] এর সাথে more লিখে এন্টার দিন যার কায্যপ্রণালীর বিবরণ নিম্নরুপ

  • Disable Portable Memory Write Permission
    এটি এনাবল করলে কোন পেন ড্রাইভ বা পোর্টেবল মেমোরীতে আপনার পিসি থেকে কোন কিছু রাইট করা যাবেনা। পেন ড্রাইভ রাইট প্রোটেক্টেড হয়ে যাবে। অপশনটি চালু করে পিসি একবার রিষ্টার্ট দিয়ে এবার পেন ড্রাইভ লাগিয়ে চেক করুন।
  • Disable Registry Editor
    অপশনটি এনাবল করলে আপনি ম্যানুয়ালী রেজিষ্ট্রি ডাটা চেঞ্জ করতে পারবেননা। কারণ এটি রেজিষ্ট্রি এডিটরকে ব্লক করবে। পোর্টেবল মেমোরীকে ব্লক করার সাথে সাথে এই অপশনটি সবাইকে ব্যবহার করতে পরামর্শ দেয়া হলো।
  • Disable Taks Manager
    এটি এনাবল করা হলে কী বোর্ড থেকে Ctrl+Alt+Del চাপলে যে টাস্ক ম্যানেজারটি আসার কথা তা আসবেনা। কোন প্রসেসকে কিল করার জন্য টাস্ক ম্যানেজার বহুল ব্যবহৃত হয়।
  • Disable System Properties
    মাই কম্পিউটারের প্রোপারটিজ আমরা কমবেশী সবাই ব্যবহার করি। সাধারণভাবে পিসির প্রাথমিক কনফিগারেশন জানার জন্য এবং ডিভাইস ড্রাইভার ইনষ্টল করার জন্যই এর বহুল ব্যবহার। এই অপশনটি এনাবল করলে উপরোক্ত কাজগুলো করা যাবেনা।
  • Disable Control Panel
    উইন্ডোজের কন্ট্রোল প্যানেল কি কাজে লাগে তা আর নতুন করে বলতে চাচ্ছিনা। এই অপশনটি এনাবল করলে কন্ট্রোল প্যানেল ডিজেবল হয়ে যাবে। এবং এর সাথে সম্পর্কিত সবগুলো এপলেটসই ব্লক হয়ে যাবে যেমন ডিসপ্লে প্রোপার্টিজ,সাউন্ড কনফিগারেশন, কি বোর্ড কনফিগারেশন ইত্যাদি।
  • Hide Control Panel, Printer & Network Settings
    এটি কন্ট্রোল প্যানেল, প্রিন্টার এবং নেটওয়ার্ক সেটিংসকে লুকিয়ে রাখবে।
  • Disable Command Prompot
    ষ্টার্ট থেকে রান এ গিয়ে cmd কমান্ডের সাথে আমরা কম বেশী পরিচিত। এই কমান্ডটির মাধ্যমে কমান্ড প্রম্পটকে ওপেন করা হয়। উপরের অপশনটি এনাবল করা হলে কমান্ড প্রম্পট কাজ করবেনা।
  • Disable Run From Start Menu
    রান অপশনটিকে ষ্টার্ট মেনু হতে রিমুভ করবে।
  • Disable Folder Option Menu
    অপশনটির মাধ্যমে টুলস মেনুর ফোল্ডার অপশনকে এনাবল ডিজেবল করা যাবে
  • Disable Default CD/DVD Burner
    অপশনটি আপনার সিস্টেমের ডিফল্ট সিডি/ডিভিডি বার্নারকে অফ করবে।
  • Disable Group Policy Object
    যারা এডভান্স লেভেলে কাজ করেন তাদের কাছে এই অপশনটি অতীব প্রয়োজনীয় হবে। এর মাধ্যমে গ্রুপ পলিসিকে অফ করা যাবে।
  • Disable MMC
    এডভান্স লেভেলে এমএমসি স্ন্যাপ ইনের বহুল ব্যবহার রয়েছে। একে রেষ্ট্রিক্ট করার জন্য অপশনটি ব্যবহার করা যাবে।
    এই সেটিংসগুলোর কিছু কিছু একটিভ হওয়ার জন্য রিষ্টার্টের প্রয়োজন হবে।

কমান্ড লাইন রেফারেন্স:

ডিফেন্ডারের সম্পূর্ণ অপারেশনই কমান্ড লাইনের মাধ্যমে করা সম্ভব। নিচে ডিফেন্ডারের কমান্ড লাইন রেফারেন্স দেয়া হলো

  • [yourpassword]add কমান্ড দিয়ে আপনি কোন ফাইলকে আনব্লক লিষ্টে এড করতে পারবেন।
  • [yourpassword]no কমান্ড দিয়ে কোন ফাইলকে মৃত বা ফাইনাল ব্লক লিষ্টে এড করা যাবে।
  • [yourpassword]show পূর্ণ গ্রাফিক্যাল মুড দেখা যাবে।
  • [yourpassword]change পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য।
  • [yourpassword]usb ইউএসবি ডিজেবল বা এনাবল করার জন্য।
  • [yourpassword]more আরো বিস্তারিত সিকিউরিটি সেটিংস এর জন্য।
  • [yourpassword]uninstall আনইনষ্টল করার জন্য।
  • [yourpassword]help কমান্ড লাইন সংক্রান্ত সাহায্য এবং তথ্যাবলী।

এখানে [yourpassword] মানে আপনি যদি নতুন কোন পাসওয়ার্ড সেট করে থাকেন তাহলে সেটি আর যদি কোন পাসোয়ার্ড না দিয়ে থাকেন তাহলে ডিফেন্ডারের ডিফল্ট পাসওয়ার্ড rubel লিখতে হবে। পাসওয়ার্ড এবং কমান্ডের মাঝে কোন ফাঁক থাকবেনা।

আনইনষ্টলেশন:

আপনার যদি কোন প্রকার সিকিউরিটির প্রয়োজন না থাকে তাহলে ডিফেন্ডার আপনার কাছে একটা বিরক্তিকর হতচ্ছাড়া প্রোগ্রাম ছাড়া আর কিছুই নয়। কিন্তু একবার যখন ইনষ্টল করেই ফেলেছেন তাহলে আনইনষ্টলও তো করতে হবে। খুবই সোজা। যেকোন জীবিত প্রোগ্রামকে চালু করার চেষ্টা করম্নন। পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডের ঘরে আপনার সেট করা পাসওয়ার্ড দিয়ে কোন ফাক না দিয়ে uninstall লিখে এন্টার প্রেস করুন

আমার কিছু অভিজ্ঞতা:

ডিফেন্ডার রিলিজের পর আমার অফিসে ১০টি পিসিতে ট্রায়ালের জন্য ইনষ্টল করা হলো। আমার নিজের পিসিতেও ইনষ্টল করে রাখলাম। হা হতোষ্মি! এ কি দেখছি! এরা আবার কারা? পিসি ঠিকঠাক মত চলছে আমি কাজ করছি হঠাৎ করেই a1.exe, e2.exe, ass.exe নামের তিনটা ফাইল এসে পারমিশন চাইছে। বাহ! দারুন। ভাইরাস বেটা আমার কাছে পারমিশন চাচ্ছে রান করবে কিনা। সোজা মৃতদের তালিকায়।

টেষ্টিংয়ের জন্য আমার পেনড্রাইভটাকে একটা এফেক্টেড পিসিতে ঢুকিয়ে আমার পিসিতে এনে মনে মনে আল্লাহ আল্লাহ করছি আর দিলাম ডাবল ক্লিক। আরে একি হলো। আমার পেনড্রাইভ ওপেন হয়নি ডিফেন্ডার এসে হাজির। কোন এক হিজিবিজি নামের এক ভাইরাস রান করার চেষ্টা করছে আমার কাছে পারমিশন চেয়ে। ব্যাস ফোল্ডার মুডে ব্রাউজ করে ভাইরাসটা আর তার সাথের autorun.inf ফাইল দুটোই মুছে দিলাম। ধরা খেল ভাইরাস।

ভবিষ্যত পরিকল্পনা:

সফটওয়্যারটিতে আরো কিছু ফিচার যোগ করার চিন্তা ভাবনা করছি যেমন: পেনড্রাইভের autorun.inf ফাইলকে রিড করে এর মধ্যথেকে ভাইরাস এর নাম নিয়ে সেটাকে অটোম্যাটিক মুছে দেয়ার সক্ষমতা প্রদান করব। পরবর্তী ভার্সণে চোর ধরার একটা মুড রাখব যাতে করে ইউজার তার কাজের বাইরে কিছু করতে গেলে হয় লগে লিখে রাখবে নয়তো তার কাজ কর্ম আপাতত অনুমোদিত ব্যক্তির পাসওয়ার্ড না দেয়া পর্যন্ত বন্ধ করে রাখবে।

কিছু সতর্কতা:

  • (১) কখনোই ডিফেন্ডারের নিজের defender.exe ফাইলটিকে মোছার চেষ্টা করবেন না। যদি মুছতে হয় তাহলে অবশ্যই আন-ইনষ্টল করে নিবেন। যদি ভুল ক্রমে মুছেই ফেলেন তাহলে আবার আগের লোকেশনে রেখে ইনষ্টল করে আন-ইনষ্টল করুন এবার মুছে ফেলুন। অন্যথায় নানা ধরনের উপসর্গ তৈরী হতে পারে।
  • (২) বর্তমান ভার্সণটি সবার জন্য ফ্রি। তবে এটিকে আগামী বছরের অথ্যাৎ ২০১২ সালের ১৫ জানুয়ারীর আগে যে কোন সময়ে আপনার পিসি থেকে আন-ইনষ্টল করে ফেলুন। কারণ এ সময়ের পর এটি আর ফ্রি থাকবেনা।
  • (৩) কোন প্রকার সমস্যায় পড়লে rubel.tv[@]gmail.com ঠিকানায় মেইল করুন। আশা করি উত্তর পেয়ে যাবেন।
  • (৪) কোন কোন সফটওয়্যার প্রথমবার রান করতে গেলে একটু সময় নিতে পারে। চিন্তার কিছু নেই, শুধুমাত্র প্রথমবারের জন্য এরপর আর সময় নিবেনা। ধৈর্য্য শীলকে আল্লাহ পছন্দ করেন বা সবুরে মেওয়া ফলে-কথা দু'টো মনে আছে নিশ্চয়।
  • (৫) ডিফেন্ডার তৈরী করা হয়েছে মুলতঃ উইন্ডোজ এক্সপির জন্য (আমার অফিসে সব এক্সপি)। অন্য ভার্সণে অথ্যাৎ ভিসতা বা ৭ এ ঠিকমত কাজ করে কিনা আমি চেক করিনি। ভবিষ্যতে চেক করে হয়তো পরবর্তী ভার্সণ রিলিজ করা হবে। তার আগে ব্যবহার করতে চাইলে নিজ দায়িত্বে চেক করে নিতে পারেন।
  • (৬) পৃথিবীতে ১০০% নিরাপত্তা বলতে কিছুই নেই।

আর হ্যাঁ আপনাদের মতামত এর উপর এই সফটওয়্যারটির ভবিষ্যত এর ভালোমন্দ নির্ভর করছে। সুতরাং মন্তব্য জানাতে ভুলবেন না। বাংলা অনেকদিন লিখা হয়না তাই লিখতে গিয়ে কোন ভুল-ভ্রান্তি হলে ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকুন । ধন্যবাদ

কামরুল ইসলাম রুবেল
ইনচার্জ,  মেইন কন্ট্রোল রুম (ব্রডকাষ্ট)
মাইটিভি

Level 3

আমি কামরুল ইসলাম রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 352 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো থামিনি, কখনো পিছন ফিরেও চাইনি। আর থামবোও না কোনদিন। চলছি। চলবই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Pendrive এ Date send control করতে Usb write protect software best এবং যেকোন ধরনের ফাইলকে Password protect করতে Protect me software ব্যবহার করি।Use করা খুবই সহজ।শেয়ার করার জন্য ধন্যবাদ।

    কিন্তু Usb write protect software কি পেনড্রাইভ থেকে অনাকাংখিত কারো দ্বারা ভাইরাস ছড়ানো থেকে রক্ষা দেয়? আর ডিফেন্ডার শুধুমাত্র পেনড্রাইভই নয় বরঞ্চ সিস্টেমকে যেকোন অনাকাংখিত এক্সিকিউশন থেকে রক্ষা করে। আশা করি পার্থক্যটা বুঝতে পারবেন। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

আপনার টিউনটি অনেক ভালো লাগল। ভাইয়া আমাকে কি একটা Help করতে পারবেন, আমি নতুন কোন টিউন করতে গেলেই প্রকাশ করার সময় “”””টিউনে ট্যাগের পরিমান অল্প (টিউনে কমপক্ষে 3 টি ট্যাগ থাকতে হবে, টিউনটিতে আছে 0 টি)
টিউনটি খসড়া হিসেবে সংরক্ষিত হল।””” এরকম দেখাচ্ছে। Please Help M.

    আমার টিউনটি খেয়াল করুন একদম নিচে আছে “ট্যাগ : Security, Software, প্রোগ্রামিং”। আপনার টিউন সংক্রান্ত এরকম তিনটি ট্যাগ দিয়ে পাবলিশ করুন।

    ট্যাগ দিবেন ৩ টি।প্রথমটি দেয়ার পর কমা (,) দিয়ে দ্বিতীয় টি দিবেন এরপর কমা (,) দিয়ে তৃতীয়টি।

কি বলবো ভাই !!! আমিও একজন আই.টি । ব্যবহার করে দেখি ! কেমন লাগে তারপর মন্তব্য করব 🙂

ভাই কামের কাম করছেন !!!! ধন্যবাদ । চালিয়ে যান!

ভাইয়া অনেক বড় লেখা পরতে বিরক্ত লাগে । তবুও পরছি ধন্যবাদ ।

অসাধারন টিউন।আমার অনেক কাজে আসবে। 😀

আমার অফিসের জন্য এর থেকে ভালো সফট. আর কি আছে?? ধন্যবাদ আপনাকে 😀

শেয়ার করার জন্য ধন্যবাদ , তবে একটু জটিল মনে হচ্ছে

ধন্যবাদ। তবে কাজটি জটিল মনে হলো।

    আসলে ভুলটা আমার হয়েছে। আমি এই টিউনে শুধু মাত্র কমান্ড লাইন নিয়ে আলাপ করেছি। কিন্তু ডিফেন্ডারকে ইচ্ছে করলে পুরোপুরি গ্রাফিক্যাল মোডেও অর্থাৎ মাউস দিয়ে ক্লিক করেও চালানো সম্ভব। ফুল গ্রাফিক্যাল মুড পেতে পাসওয়ার্ড দিয়ে show লিখে এন্টার দিন।

    ধন্যবাদ

অনেক ধন্যবাদ। সংগ্রহে রাখলাম, এবং প্রিয়তে।

অসাধারণ রুবেল ভাই।

Level 0

বাহ! একি সাথে সিকিউরিটি ও অ্যান্টিভাইরাস। দারুন।

Level 0

Jotil jinish banaichen vai………….DHONNOBAD

আমার কাছেও জিনিসটা খুবই ভাল মনে হইল,
অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
আর আমার একটা সফট দরকার আমি প্লাশ মেমোরি পাশওয়ার্ড দিয়ে রাখব এবং পাশওয়ার্ড ছাড়া প্লাশ মেমোরি ফরমেটও করা যাবেনা।
থাকলে শেয়ার করবেন আশা করছি।

    না আতাউর ভাই, কোন হার্ডওয়্যারে পাসোয়ার্ড দেয়ার মত প্রোগ্রামিং সরাসরি করা সম্ভব কিনা তা আমার জানা নেই। আপনি যা চেয়েছেন তাতে করে ফ্লাশ মেমোরিকে সরাসরি হার্ডওয়্যার বেজড রাইট প্রোটেক্টেড সাথে সফটওয়্যার বেজড পাসোয়ার্ড প্রটেকশন দিতে হবে। যেটা আসলে আমি চিন্তাও করতে পারছিনা যে কোথা থেকে চিন্তা শুরু করা যায়। হয়তোবা আমার জ্ঞানের সীমাবদ্ধতা।

    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

”(২) বর্তমান ভার্সণটি সবার জন্য ফ্রি। তবে এটিকে আগামী বছরের অথ্যাৎ ২০১২ সালের ১৫ জানুয়ারীর আগে যে কোন সময়ে আপনার পিসি থেকে আন-ইনষ্টল করে ফেলুন। কারণ এ সময়ের পর এটি আর ফ্রি থাকবেনা।”

Kintu tar pore ki hobe?
ar Free thankbe o na keno ?

Thanks. khub valo hoyechhe.

    ১০ই জানুয়ারী ২০১২ অথ্যাৎ আগামী বছর এই সফটওয়্যারটির কমার্শিয়াল ভার্সণ রিলিজ করা হবে এর সাথে যুক্ত হবে আরো অনেকগুলো অত্যাধুনিক আপডেটেড ফিচার, যেগুলোর কাজ এখন চলছে। আর এটি ফ্রি না থাকলেও খুব বেশী যে দাম হবে তাও কিন্তু নয়। হয়তো বা বড়জোর ২০০ টাকা হতে পারে। কারণ হচ্ছে ফ্রিতে এমন একটি জটিল বিষয় নিয়ে আমাদের দেশে খুব বেশী সময় এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় যদি এর থেকে বিন্দুমাত্র আউটপুট না আসে। আমার মনে হয় বিষয়টি আপনারা বুঝতে পারবেন। তবে আরো কিছুদিন পর একটি ঘোষণা হয়তো দেব যে, যারা আমার এই সফটওয়্যারটি ব্যবহার করে মুল্যবান মতামত জানাবেন তাদের কে কমার্শিয়াল ভার্সণটি ব্যক্তিগত ব্যবহারের জন্য ফ্রিতে দেয়া হবে। ব্যবহার করে মতামত দিয়ে একটু সাহায্য করুন। হয়তো কমার্শিয়াল ভার্সণ আপনিই প্রথম ফ্রিতে পাবেন।

    ভাইজান আমিও আছি।

এই রকম soft আমি অনেকদিন ধরে খুজছিলাম। তবে ২০১২ পর্যন্ত ব্যবহার করতে পারবো……। খুব খারাপ লাগলো। ২০১২ তে আরো অত্যাধুনিক ফিচার আসলে এটি এমনিতে ডেমু হয়ে যাবে তখন আমরা নতুন ভার্সনটা কিনে নেব ২০০/৩০০ টাকা হলেও। তাই আপনার কাছে আমার একটা অনুরোধ এই বিষয়ে আপনার প্রথম soft হিসেবে টেকটিউনের সবাইকে এটি আজীবন ব্যবহার করার সুযোগ দিন যদিও এটি আপনার ব্যক্তগত ব্যপার। আপনাকে অশেষ ধন্যবাদ।

ভালো লাগলো।বেবহার করে দেখি।

ভালো বানাইছেন। জটিল কাজে লাগতাছে। প্রিয়তে ।

ফাটাফাটি। মাত্র ব্যবহার শুরু করলাম। এটি আমার অফিসের ১২টি পিসির নিরাপত্তা দিতে পারলে আমি কৃতজ্ঞ হবো। একটি বাগ জানাচ্ছি। কোন ফাইলে রাইট ক্লিক করে ওপেন উইথ দিয়ে খুললে ঐ সফটওয়্যারটি ওপেন হয়ে য়ায়।

    আপনার বাগ ডিটেক্ট করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ। আমার একটু জানার ছিলো আপনি যে ফাইলের কথা বলছেন সেটা কি exe নাকি অন্য কোন ফাইল যেমন doc, xls, psd. যদি তাই হয় তাহলে আসলে এ ধরনের ফাইলের জন্য কোডিং আসলে করিইনি। ডিফেন্ডার কাজ করবে শুধুমাত্র exe, com, bat ফাইলের জন্য। তবে এরকম যদি মনে হয় যে কোন স্পেসিফিক টাইপ ফাইলের জন্য পাসওয়ার্ড দরকার তাহলে সেটা আলাদা ভাবে কোডিং করে কোন কাষ্টমাইজড ভার্সণ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার প্রতুত্তরের অপেক্ষায় রইলাম।

    আমি doc, xls এই ধরনের ফাইলের কথাই বলেছি। এ ধরনের ফাইল ওপেন করলে মূলত exe ওপেন হয়ে তারপর ফাইলটি ওপেন হয়। আর একটি সমস্যার কথা বলি – MP3 ওপেন করলে প্রতিবারই পাসওয়ার্ড চায়। প্রিন্ট স্ক্রিন দিলাম http://www.zumodrive.com/share/aN0pMmI4Mz

    বাহ ! সোহেল তো ফাটাফাটি একটা বাগ (বাঘ) ধরছে।

সফ্টওয়ারটি বেশ ছোট। তবে টিউনটি বেশ বড়। সময় করে আবার পড়ে চেষ্ঠা করব। তবে আপনার চেস্টার বেশ প্রশংসা করতেই হয়। ভাল থাকুন।

Level 0

শুধুমাত্র আপনার লেখায় মন্তব্য করার জন্য একাউন্ট খুলে ফেললাম । আপনার এই সফটয়্যার টি আমার খুবি পছন্দ হয়েছে । তবে একটি বিরক্তিকর বাগ পেলাম । কোন রার ফাইল ওপেন করতে গেলে বারবার পাসওয়ার্ড চাচ্ছে । এবং এই রকম সমস্যা হচ্ছে কোন কিছু কপি পেস্ট করার ক্ষেত্রে । আমি teracopy ব্যবহার করি কপি পেস্টের জন্য ।আনলক লিস্টে যোগ করেও লাভ হচ্ছে না । আশা করি বাগটি তাড়াতাড়ি দূর করতে পারবেন । শুভ কামনা রইল ।

আপনার সফটওয়্যারটি আমি ব্যবহার করছি। খুবই প্রয়োজনীয় একটি সফটওয়্যার। সফটওয়্যারটি আপডেট করলে অনেকে উপকৃত হবে। আশা করি আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করবেন।

Level 0

simple awesome.it should be cost 1000 tk if it works perfectly as u described.many many thanks. go ahead………