ওয়েব ব্রাউজার নিয়ে মজার খেলা

টিউনার বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আপনি আপনাদের একটি খেলার কথা বলবো। তবে এটি সাধারন কম্পিউটার গেম এর মত নয়। এটি ব্রাউজার নিয়ে খেলা। চলুন দেখি কিভাবে খেলবেন।

এখানে ক্লিক করে নোট প্যাডটি ওপেন করুন। তাহলে নিচের ছবির মত একটি কোড পাবেন। এ কোডটি কপি করে নিন।

java.JPG

এবার আপনার ইন্টারনেট এক্সফ্লোরার থেকে যে কোন একটি ওয়েব সাইট এ ব্রাউজ করুন। যেমন: http://www.yahoo.com , http://www.bdwebzone.com ইত্যাদি। ওয়েবপেজটি ফুল লোড হওয়ার পর আপনার কপি করা কোডটি ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে Enter চাপুন।

দেখুন তো খেলাটি আপনাদের কাছে কেমন লাগছে।
টিউনার বন্ধুরা আমি Adove Premire নিয়ে কয়েকটি টিউন করতে চায়। আপনারা বাড়িতে বসে নিজে নিজে মুভি তৈরি করতে পারবেন। তবে আপনাদের মন্ত্ব্যর উপর নির্ভর। এধরনের টিউন করবো কিনা তা আমাকে অবশ্যবই জানাবেন।

Level 0

আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ami korlam ,,kintu kisu bujhlam na,,ektu bujie bola jabe?

আসলেই মজার…..

আসলেই মজার। ভাই যে টিউন করতে চাচ্ছেন করেন। কোন টিউনই অপ্রয়োজনীয় নয়। হয়তো আপনার আমার কাজে না লাগুক আমাদের ছোট ভাই বোনদের তো কাজে লাগবে। তাই সব টিউনেরই আলাদা পাঠক আছে। মান সম্পন্ন টিউন করতে কোন চিন্তা করবেন না।

Level 0

ভাই Adove Premire নিয়ে টিউন করেন।

হ্যা Adobe Premier িনেয িটউন করেত পারন।

Level 0

Moza Palam!!! Tnx..

আসলেই মজার…..

অবশ্যই লিখবেন Adobe Premier নিয়ে, তবে প্লিজ আমাকে জানাবেন Adobe Premier কেমন করে ইন্সটল করব আমি প্রি সফটওয়ার ডাউনলোড করে ইন্সটল করার চেষ্টা করেছিলাম কিন্তু হয় নাই। ইন্টারনেট কানেকশন চায়। আমি কি ইন্টারনেট কানেকশন ছাড়া Adobe Premier ইন্সটল করতে পারব। দয়া করে জানাবেন।
[email protected]

আকাশ ভাই আপনাকে কোন চিন্তা করতে হবে না। আমি সব টিউনে লিখে দিব। কারন আমার টিউন পড়ে যদি কেউ কাজ করতে না পারে তাহলে টিউনের মুল্যটা কোথায়? আর ইন্টারনেট কানেকশন ছাড়া আপনি অবশ্যউ সেটাপ দিতে পারবেন। আমি সব বলে দিবনি।

Level 0

Thanks..
Really funny…looks differnt… but not for all web address…

টেকটিউনতো টিউন করার জন্যই,তবে একটু বিস্তারিত করুণ।

Level 0

ভাই দারুন লাগ্লো টিউনটা।মজার ব্যাপার।Adove Premire নিয়ে যে টিউন করতে চাইলে করে ফেলেন।দারুন দারুন টিপস দেন

ভাই অন্য কোন ব্রাউজার দিয়ে কি কাজ করবে না?