মা দিবসে মাকে উপহার দেওয়ার মতো কিছু টেক পণ্য

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

আসলে ১৩ই মে বিশ্ব মা দিবস। মা দিবসে সবারই চেষ্টা থাকে বিভিন্ন গিফট এবং অনান্য আয়োজনের মধ্য দিয়ে মাকে খুশি করতে। আর আমিও আজ নিয়ে এলাম মা দিবসে মাকে উপহার দিতে পারেন এমন কিছু স্মার্ট টেক পণ্যের খবর নিয়ে। এদের মধ্যে হয়তো কিছু কিছু পণ্য বাংলাদেশে নাও পাওয়া যেতে পারে কিন্তু তাতে কি হয়েছে? পছন্দ হতে সেগুলো আপনি বিদেশ হতে অর্ডার দিয়ে আনিয়ে নেতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই কি কি টেক পণ্য আপনি মাকে গিফট দিতে পারেন:

১) আমাজন ইকো

আপনার মায়ের একটি পারসোনাল এসিসটেন্স এর প্রয়োজন হতেই পারে। তাই আপনি তাকে মা দিবসে উপহার দিতে পারেন Amazon Echo।  আমাজন ব্রান্ডের ইকো হলো একটি স্মার্ট স্পিকারস যেটি ভয়েস কনট্রোলেড ইন্টেলিজেন্ট পারসোনাল এসিসটেন্ট সার্ভিস Alexa এর সাথে কানেক্ট হয়ে আপনাকে একটি ডিজিটাল পারসোনাল এসিসটেন্স এর সুবিধা দিতে পারবে। এটির সাহায্যে আপনি ভয়েস কমান্ডের মাধ্যমে Voice Interaction, মিউজিক প্লেব্যাক, To-Do লিস্ট বানানো এবং এর ট্রাকিং করা, এলার্ম সেটিং করা, পডক্যাস্ট স্ট্রিমিং করা, অডিওবুক প্লে করা সহ ইন্টারনেটের মাধ্যমে আবহাওয়া, ট্রাফিক এবং অনান্য রিয়েল টাইম ইনফো আপনাকে জানিয়ে দিতে পারবে।

২) Tile Style

Tile Style হলো একটি ব্লুটুথ ট্রাকার ডিভাইস যেটির মাধ্যমে আপনার মা আর কখনোই তার প্রয়োজনীয় জিনিসকে হারিয়ে ফেলতে পারবেন না। আর বর্তমানে Tile Style এ রয়েছে ডাবল ভলিউম সিস্টেম এবং ডাবল রেঞ্জ সিস্টেম এর উন্নত মানের লুকও রয়েছে এতে। এটিকে আপনি চাবির রিংয়ের সাথে, ব্যাগের সাথে, মোবাইলের সাথে ইত্যাদি সাথে সংযুক্ত করে তাদেরকে সবসময় ট্রাকিংয়ের মধ্যে রাখতে পারেন। ২০০ ফিট পর্যন্ত Tile Style আপনার পছন্দের জিনিসটির ট্রাকিং করতে পারবে আর এটিকে আপনি অ্যান্ড্রয়েড এবং আইওএস এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন।

৩) মার্ক এন্ড গ্রাহাম কমিউট ক্লাটচস

ভ্রমণে কিংবা সচারচর যাতায়াতে প্রয়োজনীয় জিনিস সঠিক ও সুন্দর ভাবে বহনের জন্য আপনি নিজে কিংবা মা কে উপহার দিত পারেন Mark & Graham Commute Clutch। এখানে ফোন, চার্জর, ক্যাবল, কার্ডস, চাবি সহ বিভিন্ন কিছু সঠিক ভাবে ফিট হয়ে থাকবে। আর দেখতেও জিনিসটি বেশ চমৎকার।

৪) ড্রপ স্কেল

Drop Scale এর রেসিপি এপপ দিয়ে আপনি আপনার মায়ের জন্য একটি ডিজিটাল শেফ এর ব্যবস্থা করে দিতে পারেন। স্কেল আপনার মাকে প্রতিটি রান্নার জন্য সঠিক উপাদানের পরিমাণ ইত্যাদি বলে দেবে আর রেসিপি এপপ দিয়ে প্রতিদিন নতুন কিছুর রেসিপি আপনার মা সেখান থেকে বেছে নিতে পারবেন।

৫) ফিটবিট ফ্লেক্স ২

ফিটনেস ট্রাকিং করতে আমরা আজকাল অনেক ধরনের ব্রান্ডের ট্রাকার ঘড়ির মতো পড়ে থাকি। কিন্তু এবারের মা দিবসে আপনার মাকে উপহার দিতে পারেন চমৎকার এই স্টাইলিশ ফিটনেস ট্রাকিং ডিভাইস Fitbit Flex 2 Bangle টি। তবে এখানে আপনি Fitbit Flex 2 tracker (যার মূল্য প্রায় ৫৯.৯৫ মার্কিন ডলার) টি পাবেন না তবে তার প্রয়োজন হলে সেটিও আপনি কিনে নিতে পারেন।

৬) ফিলিপস লাইটিং কিট

রাত্রের ঘুমানোর সময় লাইটটি যদি অটোমেটিক ড্রিম হয়ে যায় আর সকালে উঠার সময় আরেক ধরনের হয় আর অনান্য সময় স্বাভাবিক আলো যদি দেয় তাহলে কেমন হতো? হ্যাঁ ঠিক এটাই করা সম্ভব Philips Hue White Ambiance Starter Kit এর মাধ্যমে। এটি অটোমেটিক্যালি সূর্যের আলো সাথে রুমের আলোর সাথে এডজাস্ট করে নেয়। এছাড়াও এই Bulbs গুলো আপনি নিজের মতো করেও কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার প্রয়োজন মেটানোর জন্য।

৭) শাওমি ময়েস্টার মিটার

আমাদের অনেকেরই মা ঘরের মধ্যেই গাছ এবং বাগান করতে ভালোবাসেন। তাদের জন্য আপনি উপহার দিতে পারেন Xiaomi Moisture Meter Light Soil Testing Kit For Gardens। এটি আপনার বাগানকে ডিজিটালি মনিটর করবে এবং কোন গাছের কখন কি ধরনের পরিচর্যা করতে হবে সেটা একটি এপপের মাধ্যমে আপনার মাকে জানিয়ে দেবে।

৮) নর্থ সিক্স ডিভাইস চার্জিং ডক

ডিজিটাল আর মাল্টিটাস্কিং চাকুরীজীবি মায়েদের সবসময় তাদের সাথে ল্যাপটপ, নোটবুক, স্মার্টফোন সহ ইত্যাদি স্মার্ট ডিভাইস রাখেন। আর তাদেরকে সঠিক সময়ে চার্জ দিতে না পারলে সেটা দরকারী সময়ে আর ব্যাটারী ব্যাকআপ দিতে পারে না। আর তাই আপনি এই মা দিবসে আপনার মাকে উপহার দিতে পারে একটি North ব্রান্ডের Six-Device Charging Dock যাতে আপনার মা একটি চার্জিং ডক ব্যবহার করেই তার সকল স্মার্ট ডিভাইসগুলোকে চার্জিং করে নিতে পারেন।

৯) সুডিও ভাসা ব্লা ওয়্যারলেস ইয়ারফোনস

AirPods এর থেকে বেটার লুকিং আর এর ট্রাকিং রাখাও বেশ সহজ আর সাউন্ড কোয়ালিটির বেশ সুন্দর। Sudio Vasa Bla ব্রান্ডের ওয়্যারলেস ইয়ারফোনস আপনি আপনার মাকে উপহার দিতে পারেন কিংবা নিজেও ব্যবহার করতে পারেন। একবার চার্জে এটি প্রায় ৯ ঘন্টা মিউজিক প্লেব্যাক করতে সক্ষম।

১০) আথেনা রোয়ার

বর্তমান যুগে নারীদের নিরাপত্তা জিনিসটিও এখন ডিজিটাল হয়ে গিয়েছে। আপনি আপনার মায়ের সুরক্ষা নিশ্চিত করতে তাকে এই মা দিবসে উপহার দিতে পারেন Athena Roar। এটি আপনার মাকে সবসময় সুরক্ষিত রাখবে ডিজিটাল ট্রাকিং আর কোনো বিপদে পড়লে তিনি এটির মাধ্যমে কাছের বন্ধুবান্ধব কিংবা পরিবারের সদস্যদেরকে এলার্ট করে দিতে পারবেন।

তো এই ছিলো আজকের সব আয়োজন। এগুলো ছাড়াও আপনার মায়ের আলাদা কোনো চাহিদা বা প্রয়োজন থাকলে সেগুলো ডিজিটাল ভাবে সমাধানের কোনো ডিভাইস থাকলে আপনি সেগুলোও আপনার মাকে উপহার দিতে পারেন।

যেমন আজকাল বাজারে বিভিন্ন ব্রান্ডের ব্যাটারী চালিত ছোট এসি, পাখা, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ডিভাইস, স্মার্ট ওয়াচ ইত্যাদি জিনিসও উপহার দিতে পারেন। টিউনটি ভালো লাগলে অবশ্যই টিউনটি জোস করতে ভুলবেন না যেন আর মতামত থাকলে সেটা নিচের টিউমেন্ট বক্সে জানান।

আজ তাহলে এ পর্যন্ত থাক। আগামীতে অন্য কোনো টপিক নিয়ে আমি চলে আসবো আপনাদেরই প্রিয় বাংলা টেকনোলজি প্লাটফর্ম টেকটিউনস এ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস