সকল এপ কন্ট্রোল করে মোবাইলের এম্বি+চার্জ বাচান

যে এপ টির কথা বলছি, সেটা অনেক প্রয়োজনীয় একটা অ্যাপস।

আমরা প্রায় সবাই অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন ইউজ করে থাকি, কিন্তু কখনো কি দেখেছি আমাদের মোবাইল কতক্ষন যাবত অন করা হয়েছে?

আমাদের ফোনে ভিবিন্ন ধরনের এপ ইন্সটল দেয়া থাকে এর মাঝে কিছু দরকারি আর কিছু অদরকারি। আর এই অদরকারি অ্যাপস গুলো আমাদের প্রয়োজন তেমন একটা হয়না। কিন্তু সেই অ্যাপসগুলো সব সময় চালু থাকার কারনে আমাদের এম্বি, এবং প্রচুর চার্জ খেয়ে যায়।

তাই আমার আজকের টিউনের মাধ্যমে এমন একটি অ্যাপস নিয়ে আসছি তা দিয়ে আপনি দেখতে পারবেন আপনার ফোনের অন টাইম+ কতবার ইন অফ করেছেন + কোন এপ কতক্ষন যাবত ইউজ করেছেন, কতবার ইউজ করেছেন এবং কি যে কোন অ্যাপসকে আপ্নি নির্দিষ্ট টাইম লিমিট করে দিতে পারবেন। আর অ্যাপসটি টাইম লিমিট শেষ হয়ে গেলে অটো অফ হয়ে যাবে।

এতে আপনার এম্বি, চার্জ বেচে যাবে অনেক।

এবং মোবাইলের উপর চাপ কমে যাবে।

তো কিভাবে কাজ কাজ করবেন তা নিচের ভিডিওতে দেখে নিন-

ভাল লাগলে চ্যানেলটি ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ
চ্যানেল-Mix Tune BD

Level 2

আমি রাসেল মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস