ফোনকে করে নিন PC মনিটর

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

আমরা যারা গ্রাফিক ডিজাইন কিংবা ভিডিও এডিটিং এর কাজ করি তারা নিশ্চয়ই সেকেন্ডারি মনিটর এর গুরুত্ব কতটুকু সেটি জানি. আমাদের অনেকেরই সামর্থ্য নেই নতুন একটি মনিটর কিনবো অথবা দেখা যায় on the go এ আমাদের কোনো আর্জেন্ট কাজ করতে হলো যেখানে আমাদের ডুয়েল মনিটর যদি হতো কাজটি অনেক সহজে আমরা করতে পারতাম. তো আপনি যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন আজকের টিউনটি আপনার জন্য। আজকের আমরা জানবো আমাদের কাছে থাকে স্মার্টফোন কিংবা ট্যাব ব্যবহার করে কিভাবে আমাদের কম্পিউটারের সেকেন্ডারি ডিসপ্লের হিসেবে সেটিকে ব্যবহার করব।

নিচের ভিডিওটিতে দেখে নিতে পারেন বিস্তারিত,

তো স্মার্ট ফোন কে আমাদের কম্পিউটারে সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে ব্যবহার করার জন্য প্রথমে যে কি দরকার হবে সেটি হল হলে স্মার্টফোনের জন্য একটি অ্যাপস আপনার যদি এন্ড্রয়েড ফোন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন.

spacedesk লিখে যদি আমরা search করি তাহলে আমরা কাঙ্ক্ষিত অ্যাপটি পেয়ে যাব. এই অ্যাপটি ব্যবহার করে আপনার মোবাইল ফোনকে ডিসপ্লে হিসেবে কি ব্যবহার করতে চান আপনার কম্পিউটারের জন্য একটি সার্ভার অ্যাপ দরকার হবে যেটি আপনি speedtest.net থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আমরা ডাউনলোড করে সেটি ইন্সটল করে নেব এবং এরপর যদি আমরা আমাদের মোবাইল ফোনে অ্যাপটিকে ওপেন করি তাহলে আমাদের লিস্টের যে সার্ভার সেখানে সেটি দেখতে পাব তবে এক্ষেত্রে বলে রাখা ভাল সেটি হল আপনার কিন্তু একই ওয়াইফাই এর আন্ডারে থাকতে হবে আপনার ল্যাপটপ মোবাইল। এরপর আপনি স্ক্রিনে প্রদর্শিত সার্ভার আইপির উপরে যদি ক্লিক করেন তাহলে আপনার মোবাইল ফোনটি আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপের সাথে সংযুক্ত হয়ে যাবে এবং আপনার কম্পিউটারের ডিসপ্লে অপশন এ গিয়ে আপনার মোবাইল ফোনের যে পজিশন আপনি কোন পাশে ডিসপ্লে ঠিক রাখতে চান সে অনুযায়ী সেটিকে সজ্জিত করতে পারবেন এবং আপনার মোবাইল রয়েছে সেটি কি আপনার ল্যাপটপের সেকেন্ডারি ডিসপ্লে ব্যবহার করতে পারবেন.

যারা ভিডিও এডিটিং করেন তাদের জন্য এটি অনেক সময় অনেক সুফল বয়ে নিয়ে আসতে পারে কারণ দেখা যায় ছোট স্ক্রিনে ভিডিও এডিটিং করা আসলে অনেক সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল ফোনের স্ক্রিনে প্রিভিউ দেখলেন এবং আপনার কম্পিউটার কিভাবে ল্যাপটপে আপনি কাজ করলেন। যেহেতু এটি ওয়াইফাই নেটওয়ার্ক এর আন্ডারে কাজ করে সেক্ষেত্রে কিছু তো দিলে হতে পারে তবে আপনার ওয়াইফাই রাউটারের স্পিড যদি ভালো হয়ে থাকে যদি আপনি রাউটার এর কাছাকাছি অবস্থান করেন সেক্ষেত্রে ডিলিট করবেন খুবই সামান্য ভাবে কাজ করতে পারবে

Level 2

আমি জেমস্ প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস