ইমো ব্যবহারকারীরা এ দুটি গুরুত্বপূর্ণ টিপস দেখে নিতে পারেন, আশা করি লাভ হবে লস হবে না

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। অনেকদিন পর টেকটিউনসে আজকে একটি টিউন করলাম। আমার আজকের টিউন হল ইমো অ্যাপস এর দুটি সেটিংস নিয়ে।

বর্তমানে আমরা কমবেশি সবাই ইমো অ্যাপস ব্যবহার করি। ইমু আশাকরি সেহেতু আমাদের কিছু টিপস জানা দরকার। আজকে আমি আপনাদের সাথে দুইটি টিপস শেয়ার করব। টিপস গুলো হয়তো অনেকেই জানেন। কিন্তু অনেকে আছেন যারা জানেন না। আমার আজকের টিউনটি তাদের জন্য যারা এই বিষয়গুলো জানেন না বা করতে পারেন না। তাহলে চলুন শুরু করি।

➡ আমার প্রথম টিপসটি হল কিভাবে আপনি খুব সহজে আপনার ফোনের ইমু নাম্বার টি হাইড করে রাখবেন। আপনি যদি আপনার ইমো নাম্বারটা হাইড করে রাখেন তাহলে কেউ আপনার এমন কন্ট্যাক্ট নাম্বারটি পাবেনা। যদিও কারো সাথে আপনার এড থাকে এরপরও সে আপনার নাম্বারটি দেখবে না। এটি করা খুব সিম্পল একটি কাজ। প্রথমে আপনি আপনার ইমো অ্যাপস টি ওপেন করুন। এরপর নিচে যে তিনটি দাগ আছে এই তিনটি দাগ এ ক্লিক করুন। এখান থেকে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে সেটিংস অপশনে যান। সেটিংস এ যাওয়ার পর এখানে আপনি আরো কয়েকটি অপশন দেখতে পাবেন। এখন আপনি Privacy তে যাবেন। এখানে আপনি Read Recepts  নামে একটি অপশন পাবেন। এখানে আপনি ক্লিক করার পর তিনটি অপশন দেখবেন। এই তিনটি অপশন থেকে সিলেক্ট করে দিন Nobody। এবার আপনার কাজ শেষ। এখন থেকে কেউ আপনার নাম্বার দেখতে পারবে না

➡ আমার দ্বিতীয় টিপসটি হল কিভাবে আপনি আপনার কন্টাক্ট এ থাকা কোন বন্ধুর নাম্বার খুঁজে বের করবেন। সাধারণত আমাদের ইমুতে অনেকগুলো কনট্যাক্ট যুক্ত থাকে। যেখানে আমরা অনেকের কন্টাক্ট নাম্বার জানিনা। অর্থাৎ আমাদের সাথে ইমুতে এড আছে তার সাথে কিন্তু তার নাম্বারটা আমি জানিনা এবং নাম্বারটা সেখানে শো করে না। এখন আমি যে টিপসটি দেখাবো এই টিপস এর মাধ্যমে আপনি খুব সহজে তার নাম্বারটি জানতে পারবেন। শুরুতে আপনি আপনার দরকারি কন্টাক্ট টি ওপেন করুন। ওপেন করার পর তার প্রোফাইলে যান। গেলেই দেখতে পাবেন এখানে তার সাথে অ্যাড আছে কিন্তু তার কোন নাম্বার শো করছে না। এখান থেকে আপনি তাকে ডিলিট করে দিন। ডিলিট করে আপনি নিচে যে চ্যাট এর অপশন দেখা যাবে ওইখানে গিয়ে চ্যাট এ যান। চ্যাটে গিয়ে আপনি তাকে একটা মেসেজ করুন। তারপর সে যখন আপনাকে মেসেজের রিপ্লাই দিবে। তখনই তাকে এড করার জন্য উপর একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি তাকে এড করে নিন। আবার আগের মত তার প্রোফাইলে যান। আবার তাকে ডিলিট করুন। এবার আবার চ্যাট অপশন এ যান। চ্যাট অপশন এ গেলে উপরে আপনি তার নাম্বারটি দেখতে পাবেন। এভাবে আপনি খুব সহজে তার নাম্বারটি নিয়ে নিতে পারবেন। আমার আজকের টিউনটি এই পর্যন্তই।

আপনি যদি কোন কিছু বুঝতে না পারেন বা আপনি যদি এটা ভিডিওর মাধ্যমে দেখতে চান তাহলে নিচের ভিডিওটি দেখুন।

ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আর যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন মোবাইল টিপস এবং দরকারী সব টিপস শেয়ার করে থাকি। নিচে আমার ইউটিউব চ্যানেল লিংক দেওয়া হল।

Level 4

আমি রুদ্র অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 73 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস