কম্পিউটার স্লো হলে করণীয়

কম্পিউটার ও ল্যাপটপ এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। আমরা আমাদের অফিসের কাজে, ফ্রিলান্সিং এর কাজে বা নিত্য প্রয়োজনীয় কাজে কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহার করে থাকি। আমরা যখন নতুন অবস্থায় কম্পিউটার নেই তখন তা থাকে অনেক ফাস্ট, কিন্তু কিছুদিন ব্যবহারের পর তা স্লো হয়ে যায়। যার ফলে আমরা যেকোনো কাজ করতে বিরক্তিবোধ করি। তাই আজকে আমি কম্পিউটারের গতি ফাস্ট করার আটটি টিপসের কথা বলব। যেগুলো আপনারা ফলো করলে আপনার পিসি বা ল্যাপটপ আর স্লো হবে না।

১। অপ্রয়জনীয় ফাইলসমূহ remove বা delete করুন।
২। অপ্রয়জনীয় জাঙ্কফাইল দূর করুন। এজন্য Windows + R বাটন চেপে tree তারপর prefetch, recent, temp, %temp% লিখে অপ্রয়জনীয় ফাইলগুলো delete করুন।
৩। পিসিতে Disk Defragmenter ও Disk Cleanup ব্যবহার করুন।
৪। Windows এর Automatic update অপশন Disable করুন।
৫। পিসিতে শক্তিশালী Antivirus Firewall ব্যবহার করুন ও নিয়মিত হালনাগাত করুন।
৬। অপ্রয়জনীয় সফটওয়্যার Uninstall করুন।
৭। ইন্টারনেট ব্যবহারের পর Browser থেকে Browsing History ও Cookies delete করুন।
৮। Third paty সফটওয়্যার ব্যবহার করুন।

Level 0

আমি সিয়াম মাহফিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নিজের সম্পর্কে কিছুই বলার নেই...।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস