জানুন সেরা কিছু অনলাইন শপিং ট্রিকস ও হাক্স Online Shopping Hacks

সে অনেক আগের কথা যখন আমরা পরিবারের সবাই মিলে, বাড়ির ছোট বড় যেকোনো অনুষ্ঠানে সবাই এক সাথে গিয়ে দেখে শুনে পছন্দ করে শপিং বা কেনাকাটা করতাম। কারণ এখন কিছু মুষ্টিমেয় লোক ছাড়া আমরা প্রায় সবাই অনলাইনে শপিং বা কেনাকাটা করতে পছন্দ করি। আর করবো নাই বা কেন? যখন হাতের সামনে থাকা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে টুক করে এপ্লিকেশন বা ওয়েবসাইট খুলে নিজের পছন্দের যেকোনো জিনিস অর্ডার করে দিতে পারছি আর বাড়িতে বসে বসেই সেই জিনিস পেয়ে যাচ্ছি। তখন কেইবা আর পায়ে হেটে বা গাড়িতে করে বাড়িরই বাইরে বেরিয়ে কষ্ট করে জামা কাপড় কিনতে যাবে বলুন।

তবে এর মানে এই না যে কখনোই আমরা নিজেরা গিয়ে শপিং করি না। অবশ্যই করি তবে তা কোন বিশেষ সময়েই, তবে সর্বদা বা ছোট খাটো বিষয়ে তো একদমই না। আর একথাও ঠিক যে নিজে গিয়ে মল, হাট বা মার্কেট থেকে কেনাকাটা করার যা মজা তা ওই অনলাইন শপিং এর মধ্যে আর কোথায়। তো আপনিও যদি তাদের মধ্যে একজন হন যে বেশির ভাগ এবং প্রায়ই শপিং অনলাইনে করে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। কারণ এখানে আমি আপনাকে এরকম কিছু অনলাইন শপিং টিপস ও ট্রিকস বলবো যা আপনার অনলাইন শপিংয়ে অনেক টাকা সাশ্রয় করবে তার সাথে অনলাইন শপিং করতে গিয়ে নিজেকে প্রতারিত হাওয়া থেকেও দূরে রাখতে পারবেন।

অনলাইন শপিং হাক্স এবং সেফটি টিপস

১. নির্দিষ্ট দিনে কিনুন

আপনি কি জানেন আপনি যদি সপ্তাহের কিছু নির্দিষ্ট দিনে অনলাইনে কেনাকাটা করেন সেই ক্ষেত্রে বিশেষ অফারস এবং বেশি ডিসকাউন্ট পেতে পারেন।

যেরকম বিভিন্ন শপিং মলে কখনো কখনো বেশি ডিসকাউন্ট দেওয়া হয় সেরকমই অনলাইন শপিং সাইটে আপনি যদি Wednesday, Thursday and Friday শপিং করেন তাহলে বেশি অফারস এবং ডিসকাউন্ট পেতে পারেন।

২. প্রোডাক্ট শপিং কার্টে রেখে দিন

আপনি যদি কোনো প্রোডাক্ট সার্চ করেন এবং সেই মুহূর্তে না কিনে যদি শপিং কার্টের মধ্যেই বেশি কিছু  দিন ফেলে রেখে দেন তাহলে সেই প্রডাক্টি আপনার কাছে বিক্রয় করানোর জন্য সেলার আপনাকে অধিক কিছু ছাড় বা ডিসকাউন্ট প্রদান করবে।

তাই আপনার যদি কোনো প্রোডাক্ট কেনার তাড়াহুড়ো না থেকে থাকে তাহলে আপনিও এই ট্রিকসটি ব্যবহার করে দেখতে পারেন।

৩. অফারস এবং কুপন কোড এক্সটেনশন ব্যবহার করুন

আপনি যদি অনলাইন কোনো ই-কমার্স সাইট থেকে শপিং করার জন্য ব্রাউসার ব্যবহার করেন তাহলে অবশ্যই "Honey" এই এক্সটেনশনটি আপনার ক্রোম বা ফায়ারফক্স ব্রাউসারের মধ্যে ইনস্টল করে নিন।

কারণ এই এক্সটেনশনটি অত্যান্ত হেল্পফুল হবে আপনার যেকোনো অনলাইন কেনাকাটাতে।

এই এক্সটেনশনটি অটোমেটিক নিজে থেকে আপনার জন্য কুপন কোড খুঁজে আপনার প্রোডাক্টের সাথে যুক্ত করে দিবে যাতে আপনি আরো ডিসকাউন্ট বা ছাড় পেয়ে যাবেন।

৪. কুপন সাইট ব্যবহার করুন

আমরা যখন অনলাইনে শপিং করি তখন সেই শপিং ওয়েবসাইট যা অফারস বা ডিসকাউন্ট দেয় শুধু তার ওপরেই আমাদের নির্ভর থাকতে হয়।

কিন্তু আপনি কি জানেন অনলাইনে এরকম প্রচুর কুপন ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ফ্রিতে কুপন নিয়ে আরো বেশি ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন।

ঠিক ওপরের এক্সটেনশনটি যেরকম কাজ করবে সেরকমই খালি এখানে আপনাকে নিজে থেকে কুপন খুঁজে আপনার প্রোডাক্টের সাথে এড কোর্ট হবে।

৫. সরাসরি ডিসকাউন্ট চান

এরকম বিভিন্ন অনলাইন সাইট আছে যাদের চ্যাট সিস্টেম থাকে। আপনিও যদি এরকম কোনো সাইট থেকে শপিং করেন যাদের চ্যাট সিস্টেম আছে তাহলে তাদের চ্যাটের মাধ্যমে সরাসরি ডিসকাউন্ট কুপন চাইতে পারেন।

যদি সেই ওয়েবসাইটে কোনো অফারস বা ডিসকাউন্ট চলে থাকে তাহলে তারা অবশ্যই আপনাকে সেই কুপন বা ডিসকাউন্ট প্রদান করবে।

৬. নতুন ই-কমার্স সাইট থেকে ক্রয় করবেন না

আপনি যদি এরকম কোনো সাইটে শপিং করার জন্য প্রবেশ করেন যার সম্পর্কে আপনি আগে শোনেননি এবং সম্পূণ একটি নতুন শপিং সাইট।

সেই ক্ষেত্রে সব থেকে ভালো হবে ওই ওয়েবসাইট থেকে কোনো কিছু ক্রয় না করা। আর যদিও করেন তাহলে অবশ্যই COD এবং রিটার্ন পলিসি থাকলে তখনি করবেন।

৭. রিভিউ পরে নিন

অনলাইন কেনাকাটা করে যাতে না ঠকে যান তার সব থেকে নিরাপদ উপায় হল যে জিনিসটি কিনতে চাইছেন তার ভালো ভাবে কাস্টমার রিভিউ পরে নেওয়া।

এবং বিশেষ করে নেগেটিভ বা কম রেটিং রিভিউ গুলি পড়া যার মাধ্যমে আপনি আরো ভালো ভাবে জানতে পারবেন যে প্রডাক্টির মধ্যে থেকে কি কি খারাপ জিনিস দেখা যাচ্ছে যার জন্য কিছু ব্যবহারকরি খারাপ রিভিউ দিয়েছে।

৮. দ্রব্যের দাম কম দেখে ফাঁদে পড়বেন না

আপনি ইন্টারনেটে এরকম অনেক অনলাইন শপিং সাইট দেখতে পাবেন যেখানে প্রোডাক্টের দাম খুবই সস্তা এবং পেমেন্ট মেথড শুধু মাত্র অনলাইন ট্রান্সেকশন।

সেই ক্ষেত্রে ভুল করেও সেই সাইট বা সাইটগুলি থেকে কোনো কিছু কিনবেন না এতে প্রতারিত হওয়ার সম্বাভনা সব থেকে বেশি থাকে।

-

# BONUS TIPS: আপনি যদি এরকম আরো অনলাইন টিপস এবং অনলাইন ইনকাম সম্পৰ্কে জানতে চান তাহলে অবশ্যই আমার সাইটটি ভিসিট করুন এখানে ক্লিক করে

Level 1

আমি সুকান্ত মাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস