ল্যাপটপ কেনার সময় আপনার মাথায় যা রাখতে হবে

বিসমিল্লাহির রহমানির রাহীম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

বিভিন্ন কারণে আমাদের ল্যাপটপ কিনতে হয়, যেমন - ভিডিও এডিটিং এর জন্য, গ্রাফিক্স ডিজাইনের জন্য, ওয়েবের জন্য, ফ্রিল্যান্সিং এর জন্য। তাছাড়া আরও বিভিন্ন কারণে আমাদের ল্যাপটপ কিনতে হয়। এখন কথা হলো আমরা যখন ল্যাপটপ কিনতে যাই তখন আমরা একটা সমস্যায় পড়ি। কারন আমাদের অনেকের ল্যাপটপ সম্পর্কে ভালো আইডিয়া নেই। তাই এই সকল ভাইদের জন্য আমি মাহফুজ হাজির হয়েছি আপনাদের ভালো কিছু আইডিয়া দেওয়ার জন্য। তাহলে চলুন শুরু করি আজকের এই মূল আলোচনা।

  • ১. আমরা ল্যাপটপ কিনার পরে যদি এটা একটু বড় হয় বা একটু ছোট হয় তাহলে সমস্যা। তাই এটা ভালো করে বুঝে সুবিধা অনুযায়ী কিনবেন।
  • ২. Display quality এটাও আপনার সুবিধা অনুযায়ী লক্ষ রাখাবেন।
  • ৩. Keyboard quality এটা আমাদের একটু ভালো করে দেখে কিনতে হবে। না হলে কয়েকদিন ব্যবহার করার পর বিভিন্ন সমস্যা করে।
  • ৪. CPU Processor এটা ব্যাজেট অনুযায়ী একটু ভালো কিনার চেষ্টা করবেন।
  • ৫. Mother board এটা একটু ভালো ব্রান্ডের কিনার জন্য চেষ্টা করবেন।
  • ৬. Ram এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এটা যত বেশি হবে বা এর সাথে processor যত ভালো হবে তাতে ভালো। তবে 4GB এর নিছে না কিনা ভালো।
  • ৭. Hard disk এটাও আপনার সুবিধা অনুযায়ী কিনবেন।
  • ৮. Battery এটা ল্যাপটপের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি যদি কোন সমস্যা করে তাহলে ল্যাপটপ ব্যবহার করতে সুবিধা পাবেন না। তাই এটাও বুঝে কিনবেন।

তবে আপনাকে আগে ভাবতে হবে যে আপনি কেন ল্যাপটপ কিনবেন।

আপনার কাজ অনুযায়ী ল্যাপটপ কিনতে হবে যেমন - একজন গেইমারের জন্য আলাদা ল্যাপটপ, একজন গ্রাফিক্স ডিজাইনারের জন্য আলাদা ল্যাপটপ, একজন ফ্রিলান্সারের জন্য আলাদা ল্যাপটপ। এভাবে বিভিন্ন ধাপের জন্য আলাদা আলাদা ল্যাপটপ। আপনি যখন ল্যাপটপ কিনবেন তখন অপারেটিং সিস্টেম সেট আপ দিবেন অবশ্যই আপনাকে 64bt অপারেটিং সিস্টেম করতে হবে। তা না হলে অনেক সফটওয়্যার ইন্সটল হয়না বা সাপোর্ট করে না। তবে অফিসিয়াল কাজের জন্য বেশি ব্যাজেট না করলেও চলবে। তাই আশা করি বুঝে শুনে তারপর ল্যাপটপ কিনবেন।

আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো ও সুস্থ থাকবেন।

Level 5

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস