এডসেন্স ফর ফিড পর্ব ২

আগের পর্ব এডসেন্স ফর ফিড পর্ব ১

এডসেন্স ফর ফিড পর্ব ২ এ আমরা জানবো কিভাবে গুগল বাজ এ স্ট্যাটাসে ব্লগের টাইটেল ও সর্ট ডিস্ক্রিপশন সহ এড দেখানো যায়। এর আগের পর্বে শুধু মাত্র ফিড এডস কিভাবে বার্ন করতে হয় তা আলোচনা করেছিলাম। যারা আগের পর্ব পড়েন নাই এই লিঙ্কে ক্লিক করে পড়তে পারেন। https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/62118l

এডসেন্স ফর ফিড - AdSense for feed
এডসেন্স ফর ফিড - AdSense for feed


নিচেরর ছবিটার সাথে অনেকেই পরিচিত যারা গুগল বাজ ব্যবহার করেন। আমি যখন প্রথম গুগল বাজ ব্যবহার শুরু করি এই রকম স্ট্যাটাস বা মাইক্রো ব্লগিং এর মত জিনিসটার নিচে গুগল এডস দেখে ভালই লাগে। আমি মূলত টুইটার থেকে কানেক্ট করে আমি স্ট্যাটাস দিতাম এখনো আমার টুইটার কানেক্ট করা আছে। তখন দেখতাম অনেকেই এইরকম এডস দেখাতো তাদের স্ট্যাটাসে। তারপর আমি খোঁজা শুরু করি কিভাবে। অনেক খোজার পরও পাই নাই। একদিন বাজ এর অপশন গুলা দেখতে দেখতে জিনিস্টা পাই। শেয়ার করব করব ভেবেও শেয়ার করা হয় নাই এই টিপসটা। 🙁

এডসেন্স ফর ফিড - AdSense for feed
AdSense for feed - এডসেন্স ফর ফিড

এবার তাহলে আমরা দেখি কিভাবে গুগল বাজ এ এডসেন্স শো করানো যায়। এটা শুধু মাত্র ফিড এডসের মাধ্যমে করা সম্ভব। মানে আপনার ব্লগের ফিড বার্ন করা থাকতে হবে। কিভাবে ব্লগারের ফিড বার্ন করবেন - এই লিঙ্কে ক্লিক করে জেনে নিন।
প্রথমেই আপনার জিমেইলের বাজ এ প্রবেশ করুন। না বুঝলে নিচের ছবিটা দেখুন। অনেকের জিমেইলে বাজ এনাবল করা থাকে। মেনুয়ালি সেটিং থেকে এনাবল করে নিন যদি না করা থাকে।

এডসেন্স ফর ফিড - AdSense for feed
এডসেন্স ফর ফিড - AdSense for feed

তারপর উপরের ছবিতে দেখুন 37 connected sites লেখা আছে। আমি সর্বমোট ৩৭ টা সাইট কানেট করে দিছি। এর মধ্যে গুগল রিডার, পিকাসা, আরো অনেক সাইট + ব্লগ আছে 🙂 এবার ঐখানে ক্লিক করেন।

এডসেন্স ফর ফিড - AdSense for feed
এডসেন্স ফর ফিড - AdSense for feed

আপনার ব্লগারের সবগুলা ব্লগের নাম এখানে আসবে। তারপর Add এ ক্লিক করুন। যে সাইটগুলোতে ফিড এডস লাগাবেন সেইগুলা অবশ্যই এই জিমেইলের আধিনে ব্লগার একাউন্টে থাকতে হবে। তা না হলে এখানে Add করতে পারবেন না।
আমার গুগল প্রোফাইলের বাজ দেখুন এই লিঙ্কে। আমার ইউজার নেম samazgor ফলো করবেন আশাকরি।
https://profiles.google.com/samazgor/buzz

সূত্রঃ http://sam.azgor.com/2011/05/show-adsense-for-feed-to-google-buzz.html

আরো কিছু পোস্টঃ

by Azgor

Level 2

আমি মর্নিং স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I'm a bad boy - Me


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Fine tune

Level 0

জটিল।আমি অ্যাডসেন্স এ ফিড কনফিগার করিনি।আপনার টা দেখে উপক্রিত হলাম।ধন্যবাদ।

    🙂 ধন্যবাদ মন্তব্যের জন্য।

আমি অ্যাডসেন্স এ ফিড কোন দিন কনফিগার করিনি । কিন্তু এবার কোন ঝামেলা ছারাই করতে পারবো। আপনাকে ধন্যবাদ

https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/62118l এটা দেয়ার অরথ কি? নিজের সাইট এর ট্রাফিক বাড়ানো? টেক টিউন এর নিচে আপনার লিঙ্ক!!!!!