আপনার ওয়েবক্যাম কে বানিয়ে নিন আপনার ঘরের সিকিউরিটি মনিটরিং ডিভাইস

নিজের ঘরের সিকিউরিটি আসলে কে না চায়। এর জন্যে হেনস্তাও হতে হয় আমাদের। অনেকে অনেক রকম রণকৌশল নেয়া সত্বেও সব পরিকণ্পনা কে বিফল করে আমাদের ঘরের অফিসের সিকিউরিটি ব্রেক করে ফেলে কোন এক চোর / দুঃস্কৃতিকারী। দারোয়ান ত থাকবে আপনার বাড়ীর দরজায়, তবে আপনার ঘরের ভেতরে কি ঘটছে তা দেখার জন্যে কাউকে রেখেছেন কি? যদি কেউ না ই থেকে থাকে তাহলে আসুন এইবার একটু প্রযুক্তির সাহায্য নেই। আমাদের যাদের ওয়েবক্যাম আছে তারা সহজেই এই জিনিস এ্যাপ্লাই করে দেখতে পারেন।

এর জন্যে আপনার দরকার হবে একটি সুইটেবল সফটওয়্যারের। যা আপনার দেয়া একটি নির্দিষ্ট বিরতির পরে পরে আপনার রুমের ছবি তুলবে এবং সেই ছবিগুলো একটি রিমোট লোকেশানে স্বয়ংক্রীয়ভাবে সেভ করতে থাকবে।

 প্যামো সিম্পল ওয়েব স্পাই ক্যাম

হ্যা, এমনই একটি সফটওয়্যার হচ্ছে "প্যামো সিম্পল ওয়েব স্পাই ক্যাম"।

19.png

এর মাধ্যমে আপনি আপনার ইচ্ছামত একটি বিরতিতে ( যেমন ৩০ সেকেন্ড ) আপনার রুমের ছবি তুলতে পারবেন এবং স্বয়ংক্রীয়ভাবে একটি লোকাল অথবা রিমোট এফটিপি সার্ভারে আপলোড করে সেভ করে রাখতে পারবেন। এবং এই আপলোড হওয়া ইমেজ যে কোন যায়গা থেকে ব্রাউজ করতে পারবেন।

সেনরিসকা

25.png

এরকমই আরেকটি টুল হল "সেনরিসকা"। এটি যদিও ছবি তুলতে অথবা সেভ করতে পারেনা তবে এর একটি আশ্চর্য ফিচার হল যখনই আপনার রুমে নাড়াচারা অথবা কোন মোশন সেন্স করবে তখনই এটি ভিডিও রেকর্ড করা শুরু করবে।

আশা রাখি হয়ত কোন একদিন টিউনটি যে কোনভাবে টিউনার বন্ধুদের কাজে আসবে।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টিনটিন ভাই, 24 ঘনটা তো পিসি চালু রাখা সমভব না।

আপনি 24 ঘন্টা বাড়িতে থাকলে তো এই জিনিসের দরকারও নাই। শুধু যতক্ষন বাইরে থাকবেন ততক্ষন ……. শুধু দরকার একটু মোটামুটি ফাস্ট নেট কানেকশান।