পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেভেন ইনস্টল করুন।

সবাই কেমন আছেন।
টিউনটি অনেকদিন ধরে খসড়ায় সেইভ করে রেখে ছিলাম, কারন এই নিয়ে কোন টিউন হয়েছে কিনা তা জানার জন্য। আমার চখে এই ধরনের টিউন চোখে পরেনি, তার পর ও আগে এই ধরনের টিউন হয়ে থাকলে ক্ষমা সুন্দর দিষ্টিতে দেখবেন।

আমরা অনেকেই এখন উইন্ডোজ সেভেন ব্যবহার করি।উইন্ডোজ সেভেন এক্সপি কম্পাটেবল হওয়ায় অনেকেই উইন্ডোজ সেভেন ব্যবহার করছে। উইন্ডোজ সেভেন আমার কাছে ভালোই লাগে , তাই উইন্ডোজ সেভেন নিয়ে এই পোষ্ট লেখা ।
যাদের ডিভিডি ড্রাইভ নাই বা যারা নতুন নেটবুক কম্পিউটার ব্যাবহার করছেন তারা ডিভিডি রোম ছারাই উইন্ডোজ সেভেন ইনস্টল করতে পারবেন। যাদের ডিভিডি ড্রাইভ নাই বা যারা নতুন নেটবুক কম্পিউটার ব্যাবহার করছেন পোষ্টটি তাদের জন্য। আসুন দেখে নেই কিভাবে আপনার পেনড্রাইভটি উইন্ডোজ সেভেন বুটেবল করা যায়

প্রথমে 4GB এর একটি পেনড্রাইভ পিসিতে প্রবেশ করান
পেনড্রাইভটি NTFS ফাইল সিস্টেম এ ফরমাট করুন
Start থেকে All Programs এ যান , Accessories এ যান , Command Promt এর উপর মাউসের ডান বাটন ক্লিক করে Run as Administration এ ক্লিক করুন
টাইপ করার মত বক্স আসবে , এইখানেই যাবতীয় কমান্ড দিতে হবে
CMD টাইপ করুন এবং Enter চাপুন
এখন DISKPART টাইপ করুন এবং Enter চাপুন
LIST DISK টাইপ করুন এবং Enter চাপুন
SELECT DISK 1 টাইপ করুন এবং Enter চাপুন [ বি:দ্র: 1 হচ্ছে আপনার পেনড্রাইভ এর ডিস্ক নাম্বার , আপনার পেনড্রাইভ এর ডিস্ক নাম্বার যদি 2/3 শো করে তাহলে আপনি 1 এর বদলে 2/3 টাইপ করুন ]
CLEAN টাইপ করুন এবং Enter চাপুন
CREATE PARTITION PRIMARY টাইপ করুন এবং Enter চাপুন
SELECT PARTITION 1 টাইপ করুন এবং Enter চাপুন[ বি:দ্র: 1 হচ্ছে আপনার পেনড্রাইভ এর ডিস্ক নাম্বার , আপনার পেনড্রাইভ এর ডিস্ক নাম্বার যদি 2/3 শো করে তাহলে আপনি 1 এর বদলে 2/3 টাইপ করুন। আমারটায় 2 এসেছে ]
ACTIVE টাইপ করুন এবং Enter চাপুন
FORMAT FS=NTFS টাইপ করুন এবং Enter চাপুন [ বি:দ্র: ফরমাট নিতে কিছুক্ষন সময় নিবে ]
ASSIGN টাইপ করুন এবং Enter চাপুন
EXIT টাইপ করুন এবং Enter চাপুন
আপনার পিসিতে উইন্ডোজ সেভেন সিডি প্রবেশ করান [ বি:দ্র: উইন্ডোজ সেভেন সিডি প্রবেশ করানোর সময় কমান্ড প্রোম্ট ফাংশনটা কাটবেন না]
H:CD BOOT টাইপ করুন এবং Enter চাপুন [ বি:দ্র: H হচ্ছে আপনার ডিভিডি এর ড্রাইভের নাম , আপনার ডিভিডি এর ড্রাইভের নাম যদি K/L হয় তাহলে আপনি H এর বদলে K/L টাইপ করুন। ]
CD BOOT টাইপ করুন এবং Enter চাপুন
BOOTSECT.EXE/NT60 L: টাইপ করুন এবং Enter চাপুন [ বি:দ্র: L হচ্ছে আপনার পেনড্রাইভ এর ড্রাইভের নাম , আপনার পেনড্রাইভ এর ড্রাইভের নাম যদি M/N হয় তাহলে আপনি L এর বদলে M/N টাইপ করুন। ]

ব্যস এভাবে আপনার পেনড্রাইভটি বুটেবল হয়ে গেল। এবার আপনি আপনার বুটেবল পেনড্রাইভটি দিয়ে উইন্ডোজ সেভেন ইনস্টল করতে পারবেন।
পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেভেন ইনস্টল করতে -

প্রথমে বুটেবল পেনড্রাইভটি আপনার পিসিতে প্রবেশ করান
আপনার পিসি রি-ষ্টার্ট দিন
Delete/F2/F12 চেপে বায়োস সেটিংস এ প্রবেশ করুন।
First Boot Device এ পেনড্রাইভ সিলেক্ট করে দিন এবং F10 চেপে সেভ করুন।

দেখুন কিছক্ষন পর উইন্ডোজ সেভেন ইনস্টলার রান হচ্ছে , যেভাবে উইন্ডোজ সেভেন ইনস্টল করতে হয় সে্ভাবে উইন্ডোজ সেভেন ইনস্টল করুন।

আশা করি অনেকের কাজে লাগবে। সবাই দোয়া করবেন যাতে সামনে আবার ও আপনাদের সামনে টিউন নিয়ে আসতে পারি।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই আসিফ পাগলা সাব্বির।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 869 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ছবি দেবার চেস্টা করবেন টিউনে। ধন্যবাদ।

    পেন ড্রাইভ এন টি এফ এস এ ফরমাট করতেঃ
    ১. Open my computer/Computer

    ২. Select your USB PEN DRIVE

    ৩. Propertise (কিভাবে?- কীবোর্ড থেকে Alt চেপে Enter দিন)

    ৪. এবার Hardware ট্যাব এ গিয়ে নিচ থেকে Propertise এ যান।

    ৫. এখন এর Policies ট্যাব এ গিয়ে OPTIMIZE FOR PERFORMANCE নির্বাচন করে ওকে দিন।

    ৬. এবার আপনার ইউ এস বি পেন ড্রাইভ কে ফরমাট করার সময় File System এ দেখবেন NTFS যুক্ত হয়েছে।

    ৭. এখন আর কিছু বলা লাগবে না। (আপনি এখন সব জান্তা)

ঠিক এইভাবে আমি বহুবার করেছি। কাজ হয়নি। বুটেবল হয় ঠিকই, কিন্তু ইন্সটল মাঝে গিয়ে সমস্যা করে।

হায় হায়! আপনি কমান্ড দিয়ে ইউএসবি তে বুট ইনফো যোগ করেছেন ঠিক আছে। তারপর ডিভিডি এর ডাটা ইউএসবি তে কপি করতে হবেনা???????????

ধণ্যবাদ, চেষ্টা করব

ভাই xp s2-s3 দেওয়ার নিয়মটা একটু বলবেন? দয়াকরে। এটা দেয়ার জন্য ধন্যবাদ।

মিনহাজুল হক শাওন ভাই এর সাথে আমি একমত।

আসুস ভাইরে সাথে এক মত। ধন্যবাদ

টিউনার ভাই মনেহয় নতুন। সমস্যা নাই চালিয়ে যান। আমরা আছি আপনার সাথে।

Level 0

Vai ami windows 7 teke Xp Korbo but onek chesta koreo parchina.please amake help korun.

    Level 0

    setup এর সময় cmd তে গিয়ে c ড্রাইভ ফরমেট দিন দেন । আশাকরি হবে ।

কাজের জিনিস

Jabed xp setup দিলেইতো হয়

সবাইকে অসংখ্যা ধন্যবাদ, আমাকে সবাই উত্‍সাহ দেবার জন্য

হুম…

Level 0

vai ami seven setup deoar por netbook slow hoia gese. ami ki korle thik hobe? 32 bit 1.6 atom procesor, 250gb hdd, 1gb ddr3 ram. janale upokrito hobo

Level 0

VAI FIRST BOOT DEVICE TA PAI NAI..KOI PABO?

দারুন পোস্ট ভাই। এটা কাজ করেছে। আমি apply করেছি।
অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য 😀
** একটা কথা, command এর কাজ শেষ হলে অর্থাৎ এক্সিট এর পর ,পেন ড্রাইভে উইন্ডোজের সিডি থেকে ডাইরেক্ট কপি করে পেস্ট করলেও সেক্ষেত্রে বুট করা সম্ভব।

vaijan jodi screen soho ar ekbar post korten khub upokar hoto…….