বন্ধ করুন সবধরনের অটোপ্লে

অটোপ্লে!!!কোনো সিডি/ডিভিডি বা পেনড্রাইভ যাই আপনি পিসিতে প্রবেশ করার না কেনো এটি এসে হাজির হয় আমাদের সামনে।মনে করে দেখুন তো শেষ কবে আপনি এই অপশনটি ব্যবহার করেছেন?প্রায়শই আমরাতো ব্রাউজ করেই সেই ড্রাইভে ঢুকে তাহলে।তাহলে এই বিরক্তিকর (অনেকক্ষেত্রে !) ফিচারটি কিভাবে বন্ধ করবেন এবার তা আপনাদের বলে দিই। স্টার্ট মেনুতে gpedit.msc লিখে এন্টার প্রেস করুন।

গ্রুপ পলিসি উইন্ডো আসবে।এখানে থেকে এডমিনিস্ট্রেটিভ টেম্পলেটস>সিস্টেম-এ যান।

251.png

*এখন ডান পাশের প্যানেলে Turn off Autoplay নামের বাটনে রাইট ক্লিক করে তার প্রোপার্টিজে যান।

26.png

Enable সিলেক্ট করে Ok করুন।

27.png

ব্যাস! কাজ হয়ে গেল।

Level New

আমি সেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 466 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আছি কম্পিউটার আর ইন্টারনেটকে সাথে নিয়ে।ভালোবাসি নতুন আর আনকোরা সফটওয়ার নিয়ে কাজ করতে।ভালো লাগে হার্ডওয়ার নিয়ে ঘাটাঘাটি করতে।পড়ছি বুয়েটে।কাজ করছি টেকনোলজি টুডে'র সহকারি সম্পাদক হিসেবে।কম্পিউটার-এর জগতে শুধু ঘুরেই বেড়াচ্ছি গত প্রায় ১২/১৩ বছর ধরে।কম্পিউটার নিয়েই কাজ করছি ৮/৯ বছর ধরে।জড়িত আছি বিভিন্ন দেশী-বিদেশী সাইট-এর সাথে।মোটামুটি দেশীয় কম্পিউটারের সবক্ষেত্রেই নজর রাখতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাইজান এই টিউনের কিছু অংশ আমার টিউনে লেখা হয়েছিল ।

https://www.techtunes.io/other/tune-id/7210/

Level New

@ হামিদ ভাই, ধন্যবাদ আমাকে অবগত করার জন্য।কিন্তু ভাইয়া আপনি আমার প্রোফাইল দেখলেই বুঝবেন ব্যাপারটা।২০০১ সাল থেকেই আমি বিভিন্ন ম্যাগাজিনে লিখালিখির সাথে যুক্ত আছি।
আর এক লিখা অনেকভাবেই অনেক লেখক লিখে থাকতেই পারেন।তাই না?

Level New

হা ভাইজান দেখলাম আপনার পোস্ট।১০০% একই মেথড।

ভালো টিউন

হুম…..বেশ ভাল টিউন ….