১০০% unique content তৈরি করুন বিনামূল্যে!!!

টিউনটি আগেও করেছিলাম। কাল হঠাৎ দেখলাম টিউনটি খসড়া হিসেবে সংরক্ষিত রয়েছে। কোনভাবেই প্রকাশ করতে পারছিলাম না। তাই রি-পোষ্ট করলাম।

আপনি যদি ব্লগার হন এবং যদি নিয়মিত ব্লগ লিখেন, তাহলে অবশ্যই জানেন Unique Content এর মূল্য কত? এ ও জানেন Unique Content তৈরি করা কতটা কঠিন।

আমি Unique Content তৈরি করার কিছু tricks জানি, যার একটি আজ আপনাদের সাথে শেয়ার করব। এই tricks ব্যবহার করে আপনি খুব সহজেই Copyscape এর বাধাঁ পার হতে পারবেন।

কিভাবে করবেন নিচে তা দেয়া হলো।

  • যেকোনো High Quality Article বাছাই করুন।
  • বাছাইকৃত Article কপি করে MS Word এ paste করুন।
  • অপ্রয়োজনীয় অংশ বাদ দিন, যা আপনি বুঝেন নাই তাও বাদ দিন। নইলে পরে comment এর ঊওর দিতে পারবেন না।
  • এখন আপনার নিজের কিছু অংশ যোগ করুন এবং সুন্দর করে সাজান।
  • এরপর Google Translator এ যান।
  • English টু Spanish ভাষায় translate করুন। আবার Spanish টু English ভাষায় translate করুন।
  • এবার English থেকে French এবং এরপর French থেকে German ভাষায় translate করুন।
  • সবশেষে German থেকে English এ translate করুন।

আপনি যা পেলেন তা ১০০% Unique Content যা Copyscape ও ধরতে পারবে না। তবে খুব বেশি (৫০% +) এই process অনুসরন করবেন না। খুব বেশি অনুসরন করলে আপনার ব্লগ এ আপনার নিজের কোনো creativity কিছু থাকবে না।

প্রমানঃ

  • পরলেই বুঝবেন Article টিতে অনেক change এসেছে।
  • Article টি আপনার ব্লগ এ post করুন। লিঙ্কটি দিয়ে Copyscape এ search করুন। দেখবেন Copyscape আপনার লিঙ্কটিকে unique বলবে।
  • Articles Submission সাইটে submit করে দেখতে পারেন। খুব সহজেই আপনার Article approve হবে।

টিউনটি ভাল লাগলে comment করবেন এবং আমার ব্লগটিতে ঘুরে আসবেন। এমন অনেক টিপস সেখানে পাবেন।

আমার ব্লগ আমার ব্লগঃ http://www.techncom.net

টিউনটি আগেও করেছিলাম। কাল হঠাৎ দেখলাম টিউনটি খসড়া হিসেবে সংরক্ষিত রয়েছে। কোনভাবেই প্রকাশ করতে পারছিলাম না। তাই রি-পোষ্ট করলাম।

Level 0

আমি রাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এডসেন্স, এস.ই.ও, ব্লজ্ঞিং সম্পকে জানতে ভিজিট করুন http://www.techncom.net তে। আশা করুন নতুন কিছু পাবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Darun Tricks…….
Thanks for the sharing.

    মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

    আপনাকেও ধন্যবাদ।

এরকম একটা ধারণা অনেক আগে পেয়েছিলাম কিন্তু পরিপূর্ণ ছিল না, বাট এইবার পাকা পোক্ত হল,, লট থ্যাকস …

    পরিপূর্ণ ধারণা দিতে পেরে আনন্দিত হলাম।

Level 0

হুম……ভাল লিখেছেন।ধন্যবাদ।

    মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ..

হুউম জটিল

আপনার লেখা পড়ে ট্রাই করেছিলাম। কিন্তু ইউনিক আর্টিকেল হয় ঠিক আছে। কিন্তু গ্রামারটিকালি অনেক ভুল থাকে। আমি ফ্রীল্যান্সিং করতে গিয়ে আপনার এই পদ্বতি লাগিয়ে ট্রাই করেছিলাম। বিধিবাম, গ্রামারটিকালি ভূলের কারনে কটবিহাইন্ড।

    দেখুন গ্রামার চেক করার কোনো ভালো সফট আছে কিনা। তাহলে আপনার এই ট্রিকস পুরাই পাংখা 🙂 ।

    যে আর্টিকেলটি বাছাই করেছেন তা যদি ১০০% গ্রামারটিকালি ঠিক থাকে, তো আপনি ৯০% গ্রামারটিকালি ঠিক পাবেন। বাকিটা নিজেকে করে নিতে হবে। আর যদি ফ্রীল্যান্সিং করতে চান তাহলে "পাওয়ার আর্টিকেল রিরাইটার" সফটওয়্যার ব্যবহার করুন।

Level 0

ব্লগারদের কাজে লাগবে কিন্তু সবাই একি উপাই গ্রহন করলে কোন লাভ নাই।

শেয়ারের জন্য ধন্যবাদ।

Level 0

Many many thanks for sharing a ROCKING idea.
May ALLAH bless U.

    OMG… একটা ট্রিকসের জন্য এত দোয়া। OK, ধন্যবাদ।

আগে একবার শুনেছিলাম । ty

Level 0

কত পার্ছেন্ট কপি পেস্ট থাকলেও গুগোল কিছু মনেকরে না?

Level 0

খুবই ভাল লাগল। রাজিব ভাই আমি weebly দিয়ে এডসেন্স পাইছি, এখন weebly কে আমার একাউন্ট থেকে বাদ দিব কিভাবে জানালে উপকার হয়। আর বাদ দিলে কোন সমস্যা হবেনা তো?

    এডসেন্স একাউন্ট পেয়েছেন যেনে খুশি হলাম। আর weebly কে বাদ দেয়া যাবে না। এই কাজটি ভূলেও করবেন না। কয়েক মিনিটের মধ্যে একাউন্ট ব্যান হয়ে যাবে।

    Level 0

    আর আমার weebly তে যে সাইট টি আছে তাতে আড বসাতে পারছিনা……মানে আমি বুঝতেছি না……একটু বিস্তারত বলবেন?

    পোষ্টের বাইরে কিছু জানতে চাইলে আমার ব্লগ http://www.techncom.net এ যোগাযোগ করুন।

    Level 0

    মেইল করেছি। ধন্যবাদ

Level 2

Mathar vitor kichu akta ache_____bujhlam atodin pore.ja hok thnx

Level 2

Jaha amar vitor nai ,tahai ache………..thnx for reply

Level 0

Ki bole je dhannabad debo amar vasa nai. Tobuo boli vai asonkho dhannabad!!!!! Aro valo valo tune post korun” tech tunes” a.

Level 0

Article writing niye.. khub-e pain-a cilam, >atodine.. pain-killer pailam! (y)

Level 0

ধন্যবাদ