আসুন জানি Autorun.inf [আটোরান) সম্পর্কে

Autorun.inf কি?

এটা সম্পর্কে নতুন করে কিছু  বলার নেই। যারা মোটামুটি পিসি ব্যাবহার করি সবাই Autorun.inf এই নামটা দেখেছি। এই Autorun.inf হল একটা ছোট্ট প্রোগ্রামের মত, যা অন্য কোন ফাইল/ডকুমেন্ট/প্রোগ্রাম/ফাইল ইত্যাদি ওপেন করে যখন কোন সিডি/পেনড্রাইভ প্রবেশ করে। সাধারনত কোন CD/Pen drive পিসিতে প্রবেশ করানো হয় তখন উইন্ডোজ এই Autorun.inf এই ফোল্ডারটি খোজ করে, তারপর ওই ফাইলটিতে যে প্রোগ্রাম/বর্ননা দেওয়া থাকে সেই অনুযায়ী পেন্ড্রাইভ/সিডি উইন্ডোজ পরিচালনা করে। 😆

                                               

কিভাবে তৈরি করব Autorun.inf ?  

হ্যা, আপনিও পারবেন এই আটোরান ফাইলটি তৈরি করতে। অনেকে হয়ত না জেনেই এই ফাইলটি তৈরি করেছেন। আজ বিস্তারিত জানব এই আটোরান সম্পর্কে।

প্রথমে Notepad ওপেন করুন। [স্টার্ট মেনু>রান(Run)>notepad]

এখন নিচের কমান্ডটি লিখুনঃ

[Autorun]

এখন সেভ করুন autorun.inf  নামে। হয়ে গেল আপনার তৈরি আটোরান! এখন এই ফাইলটি সিডি/পেনড্রাইভে কপি করুন।

কিছু কমান্ড ও কাজঃ

ওপেনঃ

হ্যা, এই আটোরান দিয়ে আপনি যদি কোন ফাইল ওপেন করতে চান তাহলে নিচের কমান্ডটি লিখুনঃ

              open=virus.exe

এখানে virus.exe এর বদলে আপনার কোন ছবি/ডকুমেন্ট আপনার ইচ্ছামত দিতে পারনে। অবশ্যই ফাইলের এক্সটেনশন উল্লেখ করতে হবে। যেমনঃ .mp3 .jpg ইত্যাদি। আর যে ফাইলটি ওপেনটি হবে ওই ফাইলটি পেনড্রাইভে/সিডিতে থাকতে হবে। আর আপনি যদি পেনড্রাইভের ফাইল ওপেন না করে ওই পিসি এর ফাইল ওপেন করতে চান তাহলে কমান্ডটি হবেঃ

Open=C:\Windows\notepad.exe

আমার মতে C ড্রাইভের ফাইল ওপেন করা ই ভাল কারন এইটা কমন ড্রাইভ। সব পিসিতে এই ফাইল গুলা থাকে।

আটোপ্লেঃ

এই কমান্ডের মাধ্যমে কোন ফাইল আটোমেটিক প্লে করবে। যেমনঃ

        AutoPlay=movie.avi

এখানে movie.avi এর স্থলে আপনার ফাইলটি দিবেন।

আইকনঃ

হুম এইটার সাথে কেউ কেউ পরিচিত। আইকন চেঞ্জ হবে। ওই পেনড্রাইভের/সিডির আইকনটি পরিবর্তন হবে। তাহলে কমান্ডটি হবেঃ

           icon=YourIcon.ico   

আপনার এইখানে ico এর বদলে exe আইকনও দিতে পারেন যেমনঃ  icon= Photoshop.exe  তাহলে ফটোশপ এর আইকনটি আপনার পেনড্রাইভে/সিডিতে দেখাবে।

লেবেলঃ

Label এর মাধ্যমে কোন নিদৃস্ট কন লেখা দেখাবে। তবে মাঝে মাঝে লেবেল এর কারনে আইকন ঠিকমত দেখায় না। [XP এর বেলায় এটা হয়]

               Label=Bangladesh Cyber Army

   মাঝে মাঝে এ্যন্টিভাইরাস এই আটোরান ফাইল্টি ভাইরাস হিসেবে ধরে/ব্লক করে দেয়। কিন্ত এটি কোন ভাইরাস না। কিছু কিছু এ্যন্টিভাইরাসে দেওয়াই থাকে যে এই নামের কোন ফাইল থাকলে তা ডিলিট করবে। যেমনঃ USB Disc Security। এটি আটোরান আপনাকে আপনার ভাইরাসটি ওপেন করতে সাহায্য করে। এখন আপনি যদি কোন ভাইরাসই না দেন ওই পেনড্রাইভে তাহলে এটি কোন ভাইরাসই না।  ধরেন আপনার বন্ধুকে পেন্ড্রাইভ দিলেন কিছু গান/ছবির সাথে একটা Trojan ও দিয়ে দিলেন সে যদি ওপেন না করে তাহলে তো আর তার পিসি আপনার ট্রজানের দ্বারা আক্রান্ত হচ্ছে না।  এখন যদি আটোরান করে দেন  তাহলে আপনার বন্ধুর আর ওপেন করা লাগবে না এমনি এমনিই ওপেন হয়ে যাবে! আসুন দেখে নেই একটা ছোট্ট আটোরানঃ

[Autorun]

Open=virus.exe

Icon=kaspersky.ico

Label=No Virus Detected!

নোটঃ [Autorun] এই লেখাটা কিন্তু প্রথমে থাকতেই হবে।

--------------------------

চাইলে এই টিউনটি পিডিএফ হিসেবেও পড়তে পারেনঃ http://www.mediafire.com/?7qw52s21f2w5o1f

----------------------------

Level 0

আমি মারুফ আলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 296 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

uid=0(root) gid=0(root) groups=0(root)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাইয়া দারুন টিউনের জন্য

দারুন তো! ধন্যবাদ।

Level 0

বেশ জানলাম, ধন্যবাদ।

Level 0

amito atake virus mone kortam

ধন্যবাদ। আরো কিছু দরকারী মজার টিউন চাই……………..

Level 0

চমৎকার … এক কথায় অসাধারন…
চালিয়ে যান …

ভাল

wow khub shundor akta tune korlen…valo laglo pore