ফটোসোপ টিউটরিয়ালঃ এক্সক্লুসিভ!!! Water Splash Effect On Your Photo!! [Part: 2]

আসসালামুয়ালিকুম 😀

আজ কে শুরু করছি Water Splash Effect On Your Photo!! [Part: 2] 😀

তো তৈরি হয়ে যান। আর আসুন শুরু করি পরের স্টেপ গুলো।

আগের টিউন টি নিচের লিঙ্ক এ পাবেন।

আগের টিউটরিয়ালঃ

ফটোসোপ টিউটরিয়ালঃ এক্সক্লুসিভ!!! Water Splash Effect On Your Photo!! [Part: 1]

আগের টিউনের পরের স্টেপ থেকে শুরু করছি।

STEP  6:

Eraser tool(E)  Select করে ছবির কিছু অংশ মুছে ফেলুন।

STEP 7:

Photo 2(Water Image) [See Previous Tutorial] টির নির্দিষ্ট অংশ কেটে ছবি তে কপি করে পেস্ট করুন।

STEP 8:

Layer>> New>> Layer থেকে নতুন একটি লেয়ার তৈরি করুন। সফট ব্রাশ দিয়ে আপনার পছন্দ মত কালার water এর উপর দিন।

এখানে আমি # a864a8 Color  ব্যাবহার করেছি।

STEP 9:

Layer>> Layer Style>> Blending Option  থেকে Bland mode  color set করুন।

STE P10:

water image টি আর একবার পেস্ট করুন। তারপর image> Adjustments> Hue/Saturation এ গিয়ে নিচের মত সেটিং দিন।

STEP 11:

Layer>> New>> Layer থেকে নতুন লেয়ার নিন। এ বার ব্রাশ দিয়ে নিচের ছবির মত পছন্দমত আঁকুন। 🙂 এখানে সাদা কালার ব্যাবহার করুন।

STEP 12:

এ বার আমরা ছবিতে Outer Glow add করব । Layer> Layer style> Outer glow  এ গিয়ে নিচের মত সেটিং দিন।

STEP 13:

Repeat STEP 12. এ বার আমরা নীল কালার ব্যাবহার করব Outer glowএর জন্য। নিচের মত সেটিং দিন।

STEP 14:

Soft Brush ব্যাবহার করে Randomly আপনার ছবিতে Cloud তৈরি করে নিতে পারেন।

STEP 15:

Polygonal Lasso Tool ব্যাবহার করে ছবিতে বিভিন্ন সেপ দিন বিভিন্ন রং এর।

STEP 16:

Layer>> Layer Style>> Blending Option  থেকে Bland mode  soft light  set করুন।

 

STEP 17:

আগের মত নতুন লেয়ার তৈরি করুন। এ বার বাম পা এ Soft Brush দিয়ে color # 92278f  দিয়ে কালার করুন। Blur Effect আনার জন্য এই Smudge tool ব্যাবহার করুন।

STEP 18:

Soft Round Brush দিয়ে color # ffffff দিয়ে কালার করুন।

STEP 19:

 layer> Layer style> Outer Glow থেকে নিচের মত সেটিং দিন। 🙂

STEP 20:

Brush থেকে Star Pixel সিলেক্ট করে নিচের মত Effect করতে পারেন 😀

ব্যাস শেষ !!!!

😀

কেমন লাগলো জানাবেন 😀

ভালো লাগলে পরের টিউন এ আরও মজার একটি এক্সক্লুসিভ ফটোসোপ টিউটরিয়াল দিব 😀

ভালো থাকুন সবাই।

Level 0

আমি Color Splash Turturi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

oshadharon Tutorial.Dhonnobad

বিশাল কাজ কারবার দেখি 😀
আল্লাহর কি কুদরত হাতের মধ্যে পানি 😛 😆
ধন্যবাদ তুরতুরি সাহেব। এমন টিউন আরো চাই। 🙂

তুরতুরি সাহেবের এই টিউনও আগেরটার মতই দারুণ! 😀

😀 পরের টা আরও দারুন দেয়ার চেষ্টা করব

Level 0

এক কথায় অসাধারন…খুবই ভালো হয়েছে

ak ta bana-lam

Level 3

Awesome..vai abr kobe e rokom r o akta tune diben…taratari den vai…