আসুন শিখি ড্রুপাল -পর্বঃ ২ (যেভাবে বাংলা যোগ করবেন)

*. প্রথম পর্ব
আগের পর্বে আমরা ইনষ্টল করা শিখেছিলাম ।এবারের পর্বে আসুন জেনে নেই ড্রুপালকে কিভাবে বাংলা করবেন ।
Step: 1
প্রথমে এখান থেকে bn.po ফাইলটি ডাউনলোড কয়ে নিন ।

Step: 2
এডমিন ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে আপনার দ্রুপাল ব্লগে লগইন করুন ।

Step: 3
এবার http://আপনার ব্লগ .com/?q=admin/config

এইল URL এ যান ।

কতগুলো অপশন পাবেন ।
এখান থেকে ১৩ নাম্বার অপশন অর্থ্যাত্‍ Translate interface নামক অপশনে যান ।

Step: 4
এখানে তিনটা অপশন পাবেন ।
Import , export এবং Translate ।
আপনি এখান থেকে import এ ক্লিক করুন ।

Step: 5
এবার bn.po ফাইলটি আপলোড করে দিন ।

Step: 6
আপলোড শেষ হলে Languages (http://আপনার ব্লগ ডোমেইন.com/?q=admin/config/regional/language)অপশন থেকে বাংলাকে ডিফল্ট করে দিন ।

ব্যাস দেখুন আপনার ব্লগটি বাংলা হয়ে গেছে ।
আজ তাহলে এই পর্যন্তই ।
পরবর্তি পর্বে দেখাব কিভাবে প্রথম পাতাকে সাজাবেন ।

* ভাল লাগলে এখানে যোগ দিন

Level 0

আমি জাবেদ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Khub valo uddog.Nortun kishur sathe porcito holam.Thanks you.

চালিয়ে যান।
জুমলা ওয়ার্ডপ্রেস অনেক হয়েছে এবার ডুপাল দরকার