ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগকে ব্যবহার করুন ডায়েরী হিসেবে (ফেইসবুক, টুইটার স্টাইল)

আপনার প্রতিদিনের কর্মকাণ্ডের উল্লেখযোগ্য অংশগুলোকে ডিজিটাল ডায়েরীর মোড়কে রেকর্ড করে রাখতে পারেন ওয়ার্ডপ্রেস ব্লগের মাধ্যমেও। এক্ষেত্রে ফেইসবুক, টুইটারের মত স্ট্যাটাস আপডেট বক্স আসবে। সেখানে যা ইচ্ছা তা লিখে পোস্ট করে দিতে পারেন কয়েক সেকেন্ডেই। এর যে সুবিধাটা আমার সবচেয়ে পছন্দ হয়েছে তা হচ্ছে – মোবাইল থেকেও আপনার স্ট্যাটাস, ডায়েরী লিখতে পারবেন ফেইসবুক, টুইটারের মত।

ফেইসবুক, টুইটার থাকতে ওয়ার্ডপ্রেসের কি দরকার?

ফেইসবুকের প্রধান অসুবিধা হচ্ছে এতে পূর্বের লেখাগুলো দেখা যায় না। যেমন আপনি আজ থেকে একমাস আগের স্ট্যাটাস দেখতে পারবেন না। টুইটারে এই সুবিধা আছে, কিন্তু স্ট্যাটাস ১৪০ শব্দের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হয়। তাছাড়া অনেকে ডায়েরী গোপন করে রাখতে চান। ওয়ার্ডপ্রেসে এইজন্য পাসওয়ার্ড প্রটেকশানের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ আপনার স্ট্যাটাস দেখতে হলে পাসওয়ার্ড লাগবে। কাজেই একটি ডিজিটাল ডায়েরীর প্রায় সব সুবিধাই আপনি উপভোগ করতে পারবেন এটার মাধ্যমে। ধরুন, বিছানায় শুয়ে শুয়ে আপনার মাথায় আইডিয়া এলো একটা পোস্টের । মোবাইল দিয়ে ওয়ার্ডপ্রেস ব্লগে লিখে রাখতে পারেন সেই আইডিয়া যাতে পরে ভুলে না যান। অর্থাৎ কোন কষ্ট ছাড়া একটি ডিজিটাল ডায়েরীর প্রায় সব সুবিধা উপভোগ করতে পারবেন এর সাহায্যে।

যেভাবে করবেনঃ

১। প্রথমে ওয়ার্ডপ্রেসে লগইন করুন।
২। Appearence এ ক্লিক করুন।

৩। থিম এ ক্লিক করুন।

৪। ডানদিকে সার্চবক্সে Prologue অথবা P2 লিখে সার্চ দিন। ( আমার Prologue এর ইন্টারফেস বেশি ভাল লেগেছে । )

৫। সক্রিয়করন এ ক্লিক করুন।

ব্যস, হয়ে গেছে। এবার আপনার ব্লগ ভিজিট করুন। নিচের মতো একটা বক্স পাবেন। এখানে যা ইচ্ছা লিখতে পারবেন। ডায়েরীটি একান্তই আপনার। :) :) :)

স্ট্যাটাস আপডেট ইন্টারফেসটি নিচের মতোঃ

কোন সমস্যা হলে আমাকে এখানে জানাতে পারেন। আমি সহযোগীতা করার সর্বোচ্চ চেষ্টা করব। ডেমো ব্লগ হিসেবে আমার স্ট্যাটাস আপডেট ব্লগ দেখতে পারেন। আর যারা ওয়ার্ডপ্রেসে একেবারেই নতুন বা ওয়ার্ডপ্রেস ব্লগকে বা আরও সুন্দর করতে চান তারা এই পোস্টটি পড়তে পারেন।

Level 0

আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা খুজছিলাম। ওয়ার্ডপ্রেস একটি জি-নি-স—-ই। চলেন এইটা দিয়ে একটা বাংলা টুইটার বানিয়ে নেই।

    ওকে। তবে ২৫ জনের বেশী blogger নিয়ে গ্রুপ ব্লগিং করা যায় না যতদূর জানি। নাহলে ফাটায়ে ফেলতাম । 🙂

রনি ভাইয়া, তোমার টিউন পড়ে ওয়ার্ডপ্রেসে বানানো ব্লগসাইটটা (banglahealth.wordpress.com) নিয়ে কিছু কিছু সমস্যায় আছি।
১) ফন্টের সাইজ খুবই ছোট, ভালো করে পড়া কষ্টকর। ফন্ট আরো বড় করতে চাই।
২) ডিফল্ট ফন্ট ছাড়া অন্য বাংলা ফন্ট ব্যবহারের সুযোগ আছে?
আপাতত: এদুটোর সমাধান দাও, প্লিজ।

    span style=”font-family:SolaimanLipi;font-size:medium;” আপনি এই ট্যাগ ব্যাবহার করে দেখতে পারেন। medium পছন্দ নাহলে large দিতে পারেন।

    রিয়া আপু বলে দিয়েছে। আমি সোলায়মানীলিপীর লার্জটা ব্যবহার করি।

ধন্যবাদ রিয়াপু, চেষ্টা করে দেখি।

span style খুজে পাচ্ছি না! কোথায় আছে ওটা?? আমি কিন্তু একেবারেই নবীশ!!!

    যারা ওয়ার্ডপ্রেসে ফন্ট সাইজ নিয়ে ঝামেলায় আছেন তারা এই পোস্টটি পড়ুন। এরপরও কোন সমস্যা হলে এখানে জানান। .

    span style=”font-family:SolaimanLipi;font-size:large;”>এভাবে লিখবেন যা ইচ্ছা। স্পান এর শুরুতে একটা লেফট অ্যারো (<) দিতে হবে শুধু । ব্যাস হয়ে যাবে।

রিয়া আপুকে ধন্যবাদ জানাচ্ছি। তার সাজেশনটা আমার খুব কাজে দিয়েছে মনে মনে আমি এটাই চাচ্ছিলাম কিভাবে বাংলা ফন্ট বড় করে দেখা যায়।

ধন্যবাদ রিয়াপু, ধন্যবাদ রনি ভাইয়া।
আমি পেরেছি!!