আপনার টাচস্ক্রিন/স্মার্টফোন মোবাইলের যত্ন নিন…

আসসালামু-আলাইকুম । সবাই কেমন আছেন । আশা করি আল্লাহ্‌র অশেষ মেহেরবানিতে ভালই আছেন।টাচস্ক্রিন/স্মার্টফোন মোবাইলের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে । কারন, টাচস্ক্রিন আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম ।টাচস্ক্রিন ফোনগুলো স্পর্শের মাদ্ধমে কাজ করে বলে কিছু সতর্কতা অবলম্বন করে ব্যবহার করতে হয় । সামান্য কারনেও টাচ স্ক্রিনের অনেক ক্ষতি হয়ে যায়।

আসুন জেনে নিই,কিভাবে টাচস্ক্রিন/স্মার্টফোন মোবাইলের যত্ন নিতে হবেঃ

  • টাচস্ক্রিন ফোন এ টাচ সিস্টেমটি নষ্ট হওয়ার অন্যতম কারন হচ্ছে, টাচ এ জোরে চাপ দিয়ে কাজ করা যা কখনো উচিৎ নয় ।
  • টাচস্ক্রিন মোবাইলের স্ক্রিনে পানি/ঘাম/তেল পড়লে এর টাচ এর কর্ম ক্ষমতা নষ্ট হয়ে যায় । আর মোবাইল জোরে ঝাঁকাবেন না ।
  • ধুলোবালি স্থানে মোবাইল রাখলে টাচ এর স্পর্শকাতরতা কমে যায় । এতে, এক পর্যায়ে টাচ স্থায়ীভাবে নষ্ট হয়ে যায় ।
  • রোদে/অতিরিক্ত তাপে ফোন ব্যবহার করলে টাচ এর মারাত্মক ক্ষতি হয় । মোবাইলের টাচ কে রক্ষা করার জন্য পাতলা স্ক্রিনপেপার ব্যবহার করতে পারবেন । কেননা, স্ক্রিনপেপার ব্যবহারে টাচ এ সহজে দাগ/ময়লা পড়ে না ।
  • টাচ পরিস্কার করার জন্য সাবান/পানি/দ্রবন ব্যবহার করা যাবে না । পরিস্কার করার জন্য নরম কাপড়/টিস্যু ব্যবহার করতে হবে । টাচ পরিস্কার করার সময় অবশ্যই মোবাইল ফোন বন্ধ করে পরিস্কার করতে হবে ।
টিস্যু
  • মোবাইল যেন হাত থেকে পড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন । কেননা, এতে আপনার টাচ ফেটে যেতে পারে ।
  • মোবাইলের পর্দায় পানি পড়লে সাথে সাথে মোবাইল বন্ধ করে ব্যাটারি খুলে ফেলুন । ভেজা অবস্থায় মোবাইলফোন চালু করতে যাবেন না ।

উল্লেখিত, নিয়মগুলো মেনে চললে টাচ সিস্টেম দীর্ঘদিন টেকসই হবে ।

আজকের মত আমার পোষ্ট এখানেই শেষ করছি । ভাল লাগলে অথবা কোন প্রশ্ন/জিজ্ঞাসা থাকলে কমেন্ট এ জানান ।

সময় পেলে “সহীহ বুখারী” থেকে ঘুরে আসতে পারেন ।

আমার সাথে ফেইসবুক এ যোগাযোগ করতে পারেন ।

Level 0

আমি জিহাদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 194 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর পোষ্ট। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

useful post.many many thanks.

ভালো পোস্ট । ধন্যবাদ ।

Level 0

অসাম!

খুব ভালো

Level 0

nice bro………………

সুন্দর পোস্ট ।ধন্যবাদ আপনাকে।

ভালো