টেলিকমিউনিকেশন বা যোগাযোগ প্রযুক্তির খুঁটিনাটি [পর্ব-০১] :: মোবাইল ফোন নেটওয়ার্ক আর্কিটেকচার

টেলিকমিউনিকেশন প্রযুক্তির খুঁটিনাটি

আসসালামু আলাইকুম।আমি আরাফাত। আশাকরি আপনারা সকলে ভাল আছেন। টেকটিউন্স এ এটিই আমার প্রথম লেখা। যারা টেলি্যোগাযোগ নিয়ে কিংবা ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রনিক্স কিংবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন মূলত তাদের জন্য আমার এই টিউটোরিয়াল বেশি কাজে আসবে। তবে যারা টেকটিউন্স এ আসেন তারা সবাই প্রযুক্তি প্রেমিক বিধায় আশাকরি সবারই ভাল লাগবে। আর আপনাদের ভাল লাগাই আমার পরিশ্রমের সফলতা। আর আপনাদের মূল্যবান মতামত/কমেন্টই আমার প্রেরণা।

তো শুরু করা যা্ক। ও হ্যা, আর একটু বলে নিই, টেকটিউন্স এর কত জনের কাছে যে আমি কৃতজ্ঞ তা বলে শেষ করতে পারব না। উনাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ দিয়ে শুরু করলাম আমার প্রথম বাংলা টিউটোরিয়ালঃ

খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিতসা; মানুষের এই পাঁচটি মৌলিক চাহিদার সাথে ষষ্ঠ কোন মৌলিক চাহিদা যদি যোগ হয় তাহলে নিঃসন্দেহে হওয়া উচিত “যোগাযোগ প্রযুক্তি”; আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানিনা, তবে চোখ বন্ধ করে এক মিনিট ভাবলে নিশ্চয় বলবেন, হ্যাঁ, অবশ্যই একমত। আর যাদের এটা মেনে নিতে কষ্ট হচ্চে তাদের জন্য প্রশ্নঃ বলুন তো, আজ থেকে চার/পাঁচ বছর আগে, চাকুরির আবেদন পত্রে টেলিফোন নাম্বার এর পাশে কী লিখা থাকত? কি! মনে করতে পারছেন না? তাহলে উত্তরটি জেনে নিন; লিখা থাকত “যদি থাকে”।আর আজ? এমন একটিও আবেদন পত্র পাবেন না, যা টেলিফোন নাম্বার ছাড়া গ্রহন করা হয়।আসলে আমরা সবাই খুব ভালভাবেই বুঝি, এই যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। আর আজকের টিউটোরিয়াল এর মাধ্যমে যে যাত্রা শুরু হবে, তার লক্ষ্য ও উদ্দেশ্য হবে, এই যোগাযোগ প্রযুক্তিটাকে একটু ভিতর থেকে দেখা।

আজকে আমরা দেখব মুঠোফোন বা সেলফোন যাকে আমরা মোবাইল ফোন বলে সবাই চিনি তার আর্কিটেকচার। আর এর পরবর্তি ধাপ গুলোতে থাকবে আরও বিস্তারিত।

প্রথমেই বলে নিই, আপনি যখন আপনার পাশের মানুষটির ফোনেও কল করছেন ভাববেন না যে, আপনি তার খুব কাছাকাছি আছেন বলে খুব তারাতারি আপনার ফোন কল তার কাছে পৌঁছে যাবে।কিংবা সরাসরি আপনার মোবাইল থেকে তার মোবাইল এর কাছে কল চলে যাচ্ছে। বাস্তবে যা ঘটে তা হলোঃ আপনার কলটি MS(Mobile Station; আপনার মোবাইল ফোন) থেকে BTS(Base Transceiver Station বা RBS: Radio Base Station যা আমরা মোবাইল এর টাওয়ার নামে চিনি) হয়ে, BSC(Base Station Controller) এবং MSC(Mobile Switching Center) হয়ে তবেই তার কাছে পৌছায়।এ ছাড়াও আরো বেশ কিছু প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হয় খুব স্বল্প সময়ের মধ্যেই।নিচের চিত্রে, এই আর্কিটেকচারটি দেখান হলঃ

মোবাইল নেটওয়ার্ক এর সাধারণ Architecture.

চিত্রঃ GSM System Architecture (অর্থাৎ, মোবাইল ফোন নেটওয়ার্ক আর্কিটেকচার)

আপনার হাতের মুঠোফোন এর ভিতরে আপনার কথাগুলো নিয়ে যে অপারেশন বা প্রক্রিয়া গুলো খুব অল্প সময়ের মধ্যেই সম্পন্ন হয় তার একটা প্রবাহ চিত্র বা Flow Chart নিচে দেয়া হলঃ

Functions inside the Mobile Phone

আমাদের মুখের কথাগুলো যখন বাতাসে থাকে তখন সেটি মূলত Mechanical Wave বা যান্ত্রিক তরংগ। মোবাইল এর Microphone সেটিকে Electrical Wave বা তড়িত তরংগে রূপান্তর করে। তার কারণ, মোবাইল ফোন একটি Electronic Device, যে কিনা Electrical Signal নিয়েই কেবল কাজ করতে পারে।এর পরে বেশ কিছু প্রক্রিয়া সম্পন্ন হবার পর একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া Modulation এর মাধ্যমে এই Electrical Signal টির বেশ কিছু বৈশিষ্ঠ্য যেমন, Frequency বা কম্পাংক পরিবর্তন করে উচ্চ কম্পাংকের সিগনাল এ রুপান্তর করা হয়।

আর এর পর, একে Amplify বা বিবর্ধন করে অর্থাৎ, এর শক্তি বাড়িয়ে Antenna (মোবাইল ফোন এর ভিতর ছোট একটি Antenna থাকে; পুরনো মডেলের সেট গুলোতে যা উপর দিকে বের করা থাকত) এর সাহায্যে Electromagnetic Signal বা তড়িত চৌম্বক তরংগে রূপান্তর করে বাতাসে ছেড়ে দেয়া হয়। মনে রাখতে হবে, এই তড়িত চৌম্বক তরংগ চলার জন্য কিন্তু বাতাস এর দরকার হয়না। বরং শূন্য মাধ্যমেই এটি সব চেয়ে দ্রুত গতিতে চলে। যা কিনা আলোর বেগ (প্রতি সেকেন্ড এ এক লক্ষ ছিয়াশি হাজার মাইল) এর সমান।

আজ আর সামনে এগুব না। আপনাদের মূল্যবান মতামত এর অপেক্ষায় থাকলাম। সবাইকে ধন্যবাদ।

Level New

আমি Arafat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ। আরো আরো টিউন চাই।

    Level New

    @Imran bd: ্স্বাগতম। আপনাদের উপকারে আসলে ইনশাল্লাহ পাশে থাকব।

Level 0

thankyou,nice and informative tune.

Level 2

অবিরত রাখবেন আশা করি।

    Level New

    @omi97: অবশ্যই চেষ্টা করবো।

Level 0

ধন্যবাদ ভাই। এই বিষয়ে আরো আরো টিউন চাই। উপকৃত হব ।

    Level New

    @sourovch: হ্যাঁ ভাই, আমার ইচ্ছা আছে মোবাইল কমিউনিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ধন্যবাদ।

Level 2

Ei topics er upor chain tune chai…………………………………
Apnar poroborti tune er opekkhai roilam. 🙂

electronic and communication engineering porci,network architechture a career gorte chai.so chain tune asha krci.khub e valo hoyece shuruta 🙂 shuvokamona roilo (Y)

    Level New

    @optimistic narjis: শুভ কামনা থাকলো আপনার জন্যেও । আপনাদের উতসাহ আমাকে অনুপ্রেরণা দিচ্ছে। আশা করি খুব শিগগিরই পরের পর্ব নিয়ে ফিরব…

উত্তম, অতি উত্তম। টেকটিউন্স এর সেই আগের অবস্থা ফিরে আসছে।

    Level New

    @বাবু: ধন্যবাদ আপনাকে। টেকটিউন্স এর অবস্থা ভাল থাকুক এটাই আমাদের কাম্য।

Level 0

আরাফাত ভাই, প্রথম tune এই যেমন সবার মন কেড়ে নিয়েছেন ঠিক তেমনটি আমারও। পরের tune এর অপেক্ষাই থাকলাম।

    Level New

    @care4sohel: ধন্যবাদ Sohel ভাই। যত দ্রুত সম্ভব পরের টিউন নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আর আপনাদেরকে সব সময়ই পাশে চাই।

ধন্যবাদ Sohel ভাই। অনেক সুন্দর টিউন

ভালো । তবে আর একটু সহজ ভাবে বললে সাধারন পাঠকদের বুঝতে সুবিধা হতো। কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
করলে আরও ভালো হোতো , ( যেমন মাইক্রোওয়েভ এন্টেনা ও জি.এস.এম. এন্টেনা , সেল ইত্যাদি )। তারপরও ভালো টিউন। ধন্যবাদ ।

    Level New

    @ নাঈমঃ মাইক্রোওয়েভ এন্টেনা/জিএসএম এন্টেনা, সেল প্লানিং, মোবাইল টু মোবাইল কল ফ্লো, Signal Processing etc. নিয়ে পরের টিউন গুলোতে আলোচনা করবো। আর ভাই, যেহেতু ব্যাপারগুলোর মাঝে Deep Technical কিছু Terminology চলে আসবে (আসাটা খুবই স্বাভাবিক) তাই একেবারে Non Tech Background দের একটু অসুবিধা হতেই পারে। তারপরও আপনার মতামত টা বিবেচনায় থাকবে… ধন্যবাদ গঠনমূলক কমেন্ট এর জন্য।

ভাই কি টেলিকমিউনিকেশন নিয়ে পড়ছেন ?

ধন্যবাদ ভারৈা টিউন করেছেন

Level 0

GSM ও CDMA এর উপর লেখা চাই বিস্তারিত।

Level 0

WiFi ও WiMAX কিভাবে কাজ করে জানাবেন। ওয়্যারলেস LAN?