সি++ শিখুন বাংলায় তাও আবার ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে, সাথে প্রাকটিস করার জন্য সমস্যা ও সমাধান [পর্ব-০২] :: সি++ এর সূচনা, সুবিধা ও ফিচারসমুহ

সি++ শিখুন বাংলায়

আজকের পর্ব থেকে আমাদের সি++ এর কোডিং এর যাত্রা শুরু। সি++ এ কোড শুরু করার জন্য ফাইলের নামের শেষে .cpp দিয়ে সেভ করতে হয়। এরকম আরও কিছু আমরা জানবো নিচের ভিডিওটি থেকে।

এবার আসি প্রোগ্রামিং এ। সি++ এ কোড করতে গেলে আমাদের কিছু বেসিক স্টেটমেন্ট লিখতে হয়। এর পাশাপাশি কিভাবে আমরা শুরু করব তা জানার জন্য নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখতে হবে।

এবার আসি আসল কাজে। সি++ আমাদের কি সুবিধা দেয় যার জন্য আমরা সি ব্যাবহার না করে সি++ ব্যাবহার করব। অর্থাৎ সি থেকে সি++ এ আপগ্রেড হলে আমরা কি কি সুবিধা পাব তার কিছু অংশ এখানে বর্ননা করেছি। আর বাকি অংশ সমস্ত সি++ টিউটোরিয়াল সিরিজে করব। আপাদত নিচের ভিডিওটি দেখুন।

এই গেলো সাধারন কথাবার্তা । পরবর্তি পর্বে আমরা সি++ এর ক্লাস নিয়ে আলোচনা করব।

আমি ধরে নিয়েছি যে আপনারা সি++ শিখার আগে সি ভালো করে শিখে এসেছেন। যদি তা না করেন তবে আগে সি করেন। কারন আমি এখানে সি এর কোন অংশ আলোচনা করব না মানে লুপ, এরে, ফাংশন ইত্যাদি। সি এর অনেক রিসর্স আছে অনলাইনে। সি এর উপর আমার ১২৫ টি বাংলা টিউটোরিয়াল আছে। আপনারা দেখতে পারেন । আশাকরি উপকারে আসবে।

এবার গত পর্বের সমাধানঃ

প্রশ্নঃ Compiler, Interpreter ও IDE কি?

উত্তরঃ কম্পাইলার আমাদের সোর্স-কোড পুরোটা আগে চেক করে কোনো ভুল আছে কি না। ভুল থাকলে এরর দেখায় এবং কোড কাজ করে না। সম্পুর্ন ভুল-মুক্ত করার পর সোর্স-কোডকে মেশিনকোডে অনুবাদ করে।

ইন্টারপ্রেটর এর কাজ হল সোর্স-কোড থেকে একটি করে ইন্সট্রাকশন নিয়ে তাকে মেশিনকোডে নিয়ে যাওয়া এবং সে অনুযায়ী কাজ করা।

একটি সফটওয়্যার, যেখানে কোড লিখা, কম্পাইল করা এবং এক্সিকিউট করা এ সকল সুবিধা বা এ সব কিছুর মধ্যে এক বা একাধিক সুবিধা বা নির্দিষ্ট কিছু সুবিধা দিয়ে আমাদের কোড করাকে সহজ বা দ্রুত করে তোলে, এ রকম সফটওয়্যারকে আমরা IDE বলি। IDE এর কাজ হলো বাড়তি কিছু সুবিধা প্রদান করা।

আজকের সমস্যাঃ

১। সি তে করা আপনার কোডগুলো সি++ এ কনভার্ট করার চেষ্টা করুন। cin,cout,string,structure এগুলো মডিফাই করার মাধ্যমে আপনি এ কাজটি করতে পারেন।

কম্পাইলার, ইন্টারপ্রেটর, আই ডি ই (Compiler, Interpreter, IDE ) সম্পর্কে একটি টিউন। আশাকরি সবার ভাল লাগবে।
http://www.techsharif.com/archives/353

আমি মোঃ শরীফ চৌধুরী । এখন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , দিনাজপুর এ সিএসই তে পড়াশুনা করতেছি । সি++ এর আগে আমি সি নিয়ে কাজ করেছি । আমার একটি ছোট সাইট আছে আপনারা দেখতে পারেন । http://www.techsharif.com/

Level 0

আমি Sharif Chowdhury। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃ শরীফ চৌধুরী , দিনাজপুর জিলা স্কুল থেকে এস এস সি এবং দিনাজপুর সরকারী কলেজ থেকে এইচ এস সি পাস করছি । এখন আমি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , দিনাজপুর এ বি এস সি ইন সি এস ই তে পড়াশুনা করছি । Email : [email protected] (facebook)...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ !