“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এর ১৪তম পর্ব

আমি মোঃ হাবিবুর রহমান দিপু সবাইকে স্বাগতম জানাচ্ছি“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এরপূর্ণাঙ্গ চেইন কোর্সের১৪তম পর্বে। এই পর্বে আমরা ইমেইল সেন্ডিং করার জন্য পার্সোনাল ওয়েববেস ইমেইল সার্ভার তৈরি করতে কী কী দরকার বা কী কী করতে হবে তা ভালোভাবে শিখব । এছাড়া আমার পক্ষ থেকে রয়েছে আপনাদের জন্য ঈদ ও শারদীয় দুর্গাপূজার ২য় স্পেশাল গিফট ।

গত পর্বে যা যা ছিল

পার্সোনাল ইমেইল সার্ভার কী এবং এর সুবিধা ও অসুবিধা, ডেস্কটপবেস ইমেইল সার্ভার ও ওয়েববেস ইমেইল সার্ভার কী, ডেস্কটপবেস ইমেইল সার্ভার ব্যবহার, সুবিধা ও অসুবিধা এবং ডেস্কটপবেস ইমেইল সার্ভার ব্যবহার করার ভিডিও টিউটোরিয়াল ।

গত পর্বের টিউন দেখুন এখানেঃ http://genesisblogs.com/tutorial-2/10946

গত পর্বের ভিডিও টিউটোরিয়াল দেখুন এখানেঃ https://www.youtube.com/watch?v=l-boKOAUkR8

১৪তমপর্বে যা যা থাকছে

১। পার্সোনাল ওয়েববেস ইমেইল সার্ভার কী এবং এর সুবিধা ও অসুবিধা ?

২। পার্সোনাল ওয়েববেস ইমেইল সার্ভার তৈরিতে কি লাগবে ?

৩। পার্সোনাল ওয়েববেস ইমেইল সার্ভার তৈরি বা প্রণালি !

৪। interspire script এর A to Z ব্যবহার

৫। আপনাদের জন্য ঈদ ও দুর্গাপূজার ২য় স্পেশাল গিফট !

0d3f3_spends_on_advertisement_5286178699_882fabb724
আর বরাবরের মত সাথে থাকছে “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” পূর্ণাঙ্গ এই চেইন কোর্সের১৪তম পর্বের ভিডিও টিউটোরিয়াল !!!

১। পার্সোনাল ওয়েববেস ইমেইল সার্ভার কী এবং এর সুবিধা ও অসুবিধা ?

পার্সোনাল ওয়েববেস ইমেইল সার্ভার বলতে বুঝায়, ইমেইল পাঠানো উপকরণ যেমন, ইমেইল লিস্ট, এইচটিএমএল ইমেইল টেমপ্লেট বা প্লেইন টেক্স ইমেইল, ইমেইল সেন্ডিং সফটওয়্যার বা স্ক্রিপ্ট ইত্যাদি যদি আপনার ওয়েব হোস্টিং স্পেসে সংরক্ষণ এবং সেখান থেকেই ইমেইল সেন্ডিং বা পাঠানোর কাজ পরিচালনা করা।

পার্সোনাল ওয়েববেস ইমেইল সার্ভার এর সুবিধা হল আপনি আপনার ইচ্ছামত বা সুবিধামত যখনখুশি বা যতখুশি ইমেইল পাঠাতে পারবেন ……… শুধু ইমেইল সেন্ডিং করার পয়সা খরচ করতে পারলেই হল । আর অসুবিধার মধ্যে অসুবিধা একটাই, খরচটা বেশী ।

২। পার্সোনাল ওয়েববেস ইমেইল সার্ভার তৈরিতে কি লাগবে ?

একটা ডোমেইন নেইম বা সাব-ডোমেইন নেইম লাগবে । ডোমেইন নেইম বা সাব-ডোমেইন সম্পর্কে আরও জানতে ১২তম পর্বটি দেখতে পারেন ।

একটা VPS হোস্টিং প্ল্যান লাগবে যেখানে, ইমেইল সেন্ডিং সফটওয়্যার ও অন্যান্য ডাটা থাকবে যেমন, ইমেইল লিস্ট, এইচটিএমএল ইমেইল টেমপ্লেট, ইমেজ ইত্যাদি ।

আপনি VPS হোস্টিং প্ল্যান ছাড়া ভুল করেও আপনার শেয়ারড হোস্টিং ব্যবহার করতে যাবেন না । তাহলে লাভের পরিবর্তে ক্ষতির পরিমাণটা বেশী হবে । বুঝেন নাই মনে হয় ?

ওকে বুঝিয়ে বলছি, ধরুন আপনি ১০ কেজি ওজনের বাজারের ব্যাগ বহন করতে পারেন । কিন্তু এই ১০ কেজি ওজনের বাজারের ব্যাগ যদি আপনি আপনার ৩ বা ৪ বছরের বাচ্চাকে দিয়ে বহন করাতে চান তা কি সম্ভব হবে ???

heavy-weight

আর জোর করে বহন করলে দেখা যাবে সে হয় পড়ে যাবে বা কোথাও বসে পড়বে । ঠিক তেমনই শেয়ারড হোস্টিংকে যখন পার্সোনাল ওয়েববেস ইমেইল সার্ভার তৈরি করতে চেষ্টা করবেন, তখনও দেখা যাবে আপনার ইমেইল সার্ভার বসে পড়বে !

একটা ইমেইল সেন্ডিং সফটওয়্যার বা স্কিপ্ট লাগবে ( interspire সফটওয়্যারটি আমি আপনাদের ফ্রীতেই দেব )। কিন্তু যেহেতু এটা ক্র্যা-কভার্সন সফটওয়্যার বা স্কিপ্ট তাই এর কিছু সীমাবদ্ধতা থাকবে । তাই সম্ভব হলে পেইড interspire স্কিপ্ট কিনে ব্যবহার করবেন । এছাড়াও অনেক ওয়েববেস ইমেইল সেন্ডিং সফটওয়্যার পাওয়া যায়, দাদা ও আরও অন্যান্য ওয়েববেস ইমেইল সেন্ডিং সফটওয়্যার … । তবে তার মধ্য থেকে interspire সফটওয়্যারটির ব্যবহার ও সুযোগ-সুবিধা একটু বেশী, তাই অন্যান্য ওয়েববেস ইমেইল সেন্ডিং সফটওয়্যারের চেয়ে i interspire স্কিপ্টটি আমার কাছে প্রিয় ।

ইমেইল পাঠানোর জন্য একটা থার্ড পার্টি সার্ভারও লাগবে যেমন, পেইড এস এম টি পি (smtp), ম্যানড্রিল বা অমাজন এস ই এস ইত্যাদি ।

আর লাগবে কিছু IP ।

৩। পার্সোনাল ওয়েববেস ইমেইল সার্ভার তৈরি বা প্রণালি !

উপরের মানে ২য় প্যারাগ্রাফে যা যা আছে তাদের সমন্বয় করলেই পার্সোনাল ওয়েববেস ইমেইল সার্ভার তৈরি হয়ে যাবে । প্রথমে একটা mysql ডাটাবেস তৈরি করতে হবে । তারপর ফাইল ম্যানেজার থেকে আপনার আপনার মেইন ডোমেইন বা সাব ডোমেইন সিলেক্ট করুন এবং জিপ করা interspire স্কিপ্ট আপলোড করে দিন । তারপর তা এক্সত্রাক্ট করে নিন এবং browser এ আপনার ডোমেইন নেইম লিখে enter চাপুন । এরপর আপনার আপনার পচ্ছন্দের ইউজার নেইম ও পাসওয়ার্ড দিন এবং আপনার mysql ডাটাবেস এর নাম, ইউজার নেইম ও পাসওয়ার্ড দিন ও enter দিন । ব্যস হয়ে রেডি গেল আপনার পার্সোনাল ওয়েববেস ইমেইল সার্ভার ।

৪। interspire script এর A to Z ব্যবহার

প্রথমে আপনার ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে interspire ওপেন করুন । তারপর setting এ গিয়ে corn সেটআপ করে নিন । এইখানে আপনি ইমেইল লিস্ট নেইম তৈরি করতে পারবেন, একটা একটা ও একসাথে অনেক গুলো ইমেইল অ্যাড্রেস আপলোড করতে পারবেন, interspire বিদ্যমান ইমেইল টেমপ্লেট এডিট করে ব্যবহার করতে পারবেন, আবার নিজের তৈরি ইমেইল টেমপ্লেট আপলোড করতে পারবেন, আলাদা আলাদা গ্রুপ ও ইউজার তৈরি করতে পারবেন, ওয়েবফ্রম তৈরি করতে পারবেন, অটোস্পন্ডার সেট করতে পারবেন, পাওয়ার MTA ব্যবহার করতে পারবেন, ইমেইল ওপেনরেট, বাউন্সরেট, ডেলিভারি রিপোর্ট ইত্যাদি জানতে পারবেন ।

campaign_stats_email_large

উপরের ৩য় প্যারাগ্রাফ ও ৪র্থ এই প্যারাগ্রাফের বিষয়গুলো প্রায় সবই প্রাক্টিক্যাল তাই ভিডিও টিউটোরিয়ালটি দেখলে আশা করি, পার্সোনাল ওয়েববেস ইমেইল সার্ভার তৈরি সম্পর্কে আর কোন প্রশ্ন থাকবে না । আর যদি থাকে, তাহলে আপনি আমাদের ইমেইল মার্কেটেরস বিডি গ্রপে প্রশ্ন করবেন । আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ ।

৫। আপনাদের জন্য ঈদ ও দুর্গাপূজার ২য় স্পেশাল গিফট !

শরীরটা ভালো না তাই আর লিখতে পারছি না …… ।। গিফটটা ভিডিও টিউটোরিয়ালের শেষের দিকে পাবেন । দেখে নিন …..

১৪ তম পর্বের হোমওয়ার্ক

এবারের পর্বের হোমওয়ার্ক হল, ওয়েববেস পার্সোনাল ইমেইল সার্ভার থেকে ইমেইল পাঠিয়ে দেখবেন এবং প্রবলেম হলে আমাদের ইমেইল মার্কেটেরস বিডি গ্রুপে জানাবেন । আমি তা সল্ভ করতে আপনাদের হেল্প করব ।

১৫ তম পর্বে যা থাকবে

Interspire থেকে কিভাবে ইমেইল পাঠাবেন ও অনেক অনেক টিপস ও সকল ব্যবহার এবং সাথে থাকছে ইমেইল campaign এ মাস্টার হওয়ার জোশ ভিডিও টিউটোরিয়াল !!!

প্রফেশনাল ইমেইল মার্কেটিং এর ১৫ তম পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল। সে পর্যন্ত ভালো থাকবেন ।

“ইমেইল মার্কেটিং” এই সম্পর্কিত অন্য আরো কিছু জানার জন্য প্রশ্ন করতে পারেন

Level 0

আমি Habibur Rahman Dipu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃ হাবিবুর রহমান দিপু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরীর পাশাপাশি প্রফেশন হিসেবে বেছে নিয়েছি আইটি ক্ষেত্রটিকে। এসইও, ইমেইল মার্কেটিং, ব্লগিং ইত্যাদি জানতে ও জানাতে ভালোবাসি । তাই যখনই সুযোগ পাই তখনই লিখতে বসে যাই। ফেইসবুকে আমি https://www.facebook.com/habibur.tutordipu


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ আপনার টিউন গুলা বেশ সুন্দর হচ্ছে ! কিন্তু টিউমেন্ট যে কেনো নাই বুঝলাম নাহ ! ইমেইল মার্কেটিং মনে হয় ফুলা ফানেরা করবার চাইনা ! 😀 keep up bro 🙂

Level 0

ধন্যবাদ, ভাইয়া আমাকে অটোমিক মেইল ভেরিফাইয়ার আর সেন্ডার এর ফোল ভারসন সফটারের লিংক দিতে পারবেন? বড় উপকার হত।