আপনার Android ফোন দিয়ে তার বিহিন Wifi Connection দিয়ে নেট ব্যবহার করুন পিসিতে অনুরোধের টিউন

আশাকরি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

এবার পারবে তো টিউন টি দেখে  Wifi দিয়ে নেট চালাতে!
এবার পারবে তো টিউন টি দেখে Wifi দিয়ে নেট চালাতে!

এই সাধারন কাজটুকু অনেকের অজানা আমার ও অজানা ছিল কিছু দিন আগে জানা হল। আমি যখন পিসিতে নেট চালাই তখন অনেকে বলে আপনার ল্যাপটপ তো কোন মডেম/ লাইন দেখতে পাচ্ছি না তো আপনি কিভাবে নেট চালান। তখন আমি তাদের নিয়ম টা শিখে দিয়, এতে অনেকের উপকার হয়েছে তার বিহিন Wifi Connection দিয়ে নেট চালাতে, আর অনেকে বলার পর ও বাসায় গিয়ে ভুলে যায়, তাই আজ ফেইসবুকের এক বন্ধু আমাকে কয়েক বার রিকোয়েষ্ট করায় আজকের টিউন টি সময় নিয়ে করা। জানি আজকের টিউন অনেকে জানেন কিন্তু অজানাদের জানা হল।

তাহলে আসুন আর কথা না বাড়িয়ে নিয়ম টা শিখে নিই।
যে বন্ধু আমাকে মেসেজ দিল তার Android মডেল হল Samsung-GT-7582 তাই কিছু স্ক্রীন দিয়ে দিলাম এই সেটের।

প্রথমে Setting>More networks এ ক্লিক করুন।

তারপর নিচের দেখানো মত Tethering and portable hosts এ ক্লিক করুন।

এবার দেখবেন portable hosts বন্ধ আছে চালু করে দিন, নিচের মত করে।

এবার পিসির Wifi Connection এ ক্লিক করুন।

দেখবেন আপনার Android ফোনের চালু করা ওয়াইফাই কানেকশান দেখতে পাবেন। তাতে ক্লিক করলে নিচের মত আসলে বুঝে নিতে হবে কাজ Ok হয়েছে। আর যদি হলুদ দাগ আসে সাদা নেট ওয়ার্ক এর সাথে তাহলে বুঝে নিতে হবে নেট পেতে সমস্যা হচ্ছে।
বাকিটা আপনি বুঝবেন।

ব্যাস এবার আরাম চেয়ে Wifi Connectionদিয়ে তার ছাড়া ইন্টারনেট ব্যবহার করুন।

আর যদি টিউন টি ভাল লাগে উপকারে আসে তাহলে Android এর উপর আরো কিছু টিউন পেতে টিউমেন্ট এ আপনার মতামত জানাতে ভুলবেন না।
আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস