একেবারেই নতুনদের জন্য ব্লগস্পটে টিউন করার বিস্তারিত নিয়ম(বিস্তারিত, তাও কিছু মিসটেক হলে টিউমেন্ট বক্স তো আছেই!)

আসসালামু আলাইকুম।

আজ আমরা টিউন করা শিখবো ধাপে ধাপে।
১। প্রথমে জিমেইলে লগ ইন করুন।
২। http://www.blogger.com এ যান।
৩। যে ব্লগে টিউন করবেন তার নামের পাশের টিউন বাটনে ক্লিক করুন।

৪। চিত্রটি দেখুন-

৪.১। ১ এ আপনার টিউন টাইটেল লিখুন।
৪.২। ৩ এ যদি HTML জানেন তবে HTML নাহলে কম্পোজ সিলেক্ট করুন।
৪.৩। ৪ এ টিউন লেখার সময় প্রয়োজন মত সিলেক্ট করুন।
৪.৪। ৫ এ লেবেলস বা বিভাগ লিখূন(লেখা ভালো)।
৪.৫। ৬ এ টিউনের লিংক ঠিক করুন(ঐচ্ছিক)।
৪.৬। ২ এ পাবলিশ, সেভ বা প্রিভিউ করতে পারবেন।

এবার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আসি।

৫। নিচের ছবিটি দেখুন-

যদি এইচটিএমএল-এ টিউন করতে চান তবে ২ নং অপশন আর না চাইলে অর্থাৎ সাধারণভাবে টিউন করতে চাইলে ১ নং অপশন সিলেক্ট করুন।

৬। নিচের ছবিটি দেখুন-

৬.১। ১ হলো আনডু আর রিডু অপশন।

৬.২। ২ এ ফন্ট আর সাইজ সিলেক্ট করুন

৬.৩। ৩ এ ফন্টের স্টাইল সিলেক্ট করুন।

৬.৪। ৪ এ লেখা বোল্ড, ইতালিক ইত্যাদি করুন।

৬.৫। ৫ এ টেক্সটের কালার, হাইলাইট কালার ঠিক করুন।

৬.৬। ৬ এ কোন টেক্সটকে লিংক করতে চাইলে সিলেক্ট করে লিংক বাটনে ক্লিক করুন।

৬.৭। ৭ এর অপশনটি ইমেজ আর ভিডিও আপলোডের অপশন। এখানে ফটো বা ভিডিও আপলোড করতে পারবেন।

৬.৮। ৮ হলো পেজব্রেক। যদি আপনি চান টিউনে রিড মোর দেখাবে অথচ আপনার টেমপ্লেটে এই অপশন না থাকে তবে যেখানে রিড মোর অপশন দেখাতে চান সেখানে কার্সর রেখে পেজব্রেক করুন।

৬.৯।  ৯ এ লেখার এলাইন ও নাম্বারিং নিয়ন্ত্রণ করুন।

৬.১০। ১০ এ কোন টেক্সটকে উদ্ধৃতি আকারে প্রকাশ করুন।

৬.১১।  ১১ নং অপশনে টেক্সটের সব স্টাইলিং রিমুভ করুন।

৬.১২। ১২ নং-এ স্পেল চেক করতে পারেন।

৬.১৩। লেখা ডান থেকে বামে না বাম থেকে ডানে তা সিলেক্ট করুন।

ফটো বা ভিডিও যুক্ত করা:

ব্লগে ফটো আর ভিডিও আপলোডের নিয়ম ৬.৭ এ দেখুন। কপি-পেস্ট করেও ছবি যোগ করতে পারেন। মানে গুগলে সার্চ দিয়ে ছবি ওপেন করে মাউসের ডানে ক্লিক করুন এবং Copy image করে পেস্ট করুন।

ভিডিও ইম্বেড করতে পারেন ইউটিউব থেকে। ভিডিও-তে মাউসের ডান ক্লিক করুন এবং Copy embed code এ ক্লিক করুন। ৫ নং অনুযায়ী টিউনের এইচটিএমএলে গিয়ে পেস্ট করুন।

সৌজন্যে: গ্রিন রেঞ্জারস+

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

likher vitor link devo kivabe

    এটা তো পোস্টে লিখেছি ভাইয়া। ৬.৬ নম্বর ধাপ দেখুন।

      ৬.৬। ৬ এ কোন টেক্সটকে লিংক করতে চাইলে সিলেক্ট করে লিংক বাটনে ক্লিক করুন।

এটা নতুনদের জন্যে অনেক কাজে লাগবে, thanks vaiya