photoshop বিষয়ক ধারাবাহিক tune part-3

আপনারা সবাই কেমন আছেন।আশা করি সবাই ভাল আছেন।

তিন দিন পর আবার আপনাদের মাঝে ফিরে এলাম।আজকে আপনাদের মাঝে ফিরে এলাম photoshop বিষয়ক ধারাবাহিক tune part-3 নিয়ে।

***আজকে আমরা rectangle tool বিষয়ে কথা বলব।

***Photoshop open করে ,তারপর photoshop এর উপরে বামে গিয়ে file এ গিয়ে open click করুন।তারপর,computer থেকে যেকোনো image select করুন।

***Photoshop এর বামে tool box হতে rectangle marquee tool select করুন।এবার image এর যতটুকু অংশ আলাদা করতে চান,image এর সেখানে click করুন।দেখবেন,একটি “+” চিহ্ন এসেছে।এবার,”+” চিহ্ন হতে মাউস এর বাম পাস ক্লিক করে ধরে রেখে ড্রাগ করে একটি নিদিষ্ট জায়গা সিলেক্ট করুন।দেখবেন,একটি area তৈরী হয়েছে।

***Photoshop এর উপরে মেনু হতে edit এ গিয়ে copy click করুন।

***আবার,মেনু হতে file এ গিয়ে new click করুন।তারপর,কোনো পরিবরতন না করে ok click করুন।

***আবার, মেনু হতে edit এ গিয়ে paste click করুন।দেখবেন।আপণার সিলেক্ট করা অংশের image তৈরী হবে।

***আবার, মেনু হতে select এ গিয়ে all click করুন।দেখবেন,পুরো area জুড়ে mark তৈরী হবে।

***Border তৈরী

মেনু হতে edit এ গিয়ে stroke click করুন।দেখবেন,stroke box আসবে।

***box এ width এ ১৫ বা ২০ select করুন।

colour এ black select করুন।তারপর,ok click korun.দেখবেন,একটি border তৈরী hobe.

***আবার, মেনু হতে select এ গিয়ে deselect click করুন।তারপর,file এ গিয়ে save as click করে file format change করে save করুন।

******যারা আমার আগের photoshop এর tune গুলো দেখেন নাই তারা এখান থেকে দেখে নিন।

***part-1

https://www.techtunes.io/tutorial/tune-id/40841/

***part-2

https://www.techtunes.io/tutorial/tune-id/41529/

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি আছি ভাই আপনার সাথে আপনি চালিয়ে যান।
অনেক ভাল হইতেছে আপনার টিউটোরিয়ালটি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমরা কিন্তু আপনার টিউন এর প্রতিক্ষায় থাকি।ধন্যবাদ আপনাকে।

আমিও আছি আপনার সাথে।চালিয়ে যান।

    সুন্দর হয়েছে। ভাইয়া আপনার জন্য কিন্তু আবার photoshop install করলাম।

আপনি বাংলা কমেন্ট করুন দয়া করে। এটা বাংলা ব্লগ।
আর স্কিন ক্যাপচার করতে নিচের লিংকটি থেকে সফটওয়ারটি নামিয়ে নিন 🙂
http://download.cnet.com/3001-2192_4-10004813.html?spi=2adafde9895f008d85aedacaf33bf145

Level 0

আপনার সব গুলা tune ভাল হই।
আপনার কাসে ফটোশপের উপরে সম্পূর্ণ pdf ebook link থাকলে প্লজ দেবেন।
ইমেইল : [email protected]